ETV Bharat / bharat

অযোধ্যা থেকে অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন প্রধানমন্ত্রীর, বাংলার জন্য বরাদ্দ একটি - Amrit Bharat Express

PM Narendra Modi: রামমন্দিরের উদ্বোধনের আগে অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উদ্বোধন করলেন অযোধ্যা বিমানবন্দর ও রেলস্টেশনের ৷ সেই রেলস্টেশন থেকেই সূচনা করলেন দু’টি অমৃত ভারত এক্সপ্রেসের ৷ এই দু’টি ট্রেনের একটি বাংলা থেকে চলবে ৷

Amrit Bharat Express
Amrit Bharat Express
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 12:52 PM IST

Updated : Dec 30, 2023, 3:49 PM IST

অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন প্রধানমন্ত্রীর

অযোধ্যা, 30 ডিসেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার অযোধ্যা থেকে দু’টি অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করলেন ৷ এই প্রথম নয়া প্রযুক্তিতে তৈরি এই ট্রেন চলাচল শুরু করল ৷ এই উদ্বোধনের মাধ্যমে উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গকে জুড়লেন প্রধানমন্ত্রী ৷ কারণ, দু’টি অমৃত ভারত এক্সপ্রেসের একটি চলবে বাংলা থেকে ৷

আগামী 22 জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন ৷ সেদিন অযোধ্যায় রামলালার মূর্তি মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী ৷ তার আগে শনিবার রামজন্মভূমিতে পৌঁছে মহর্ষি বাল্মিকী বিমানবন্দরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ তার পর তিনি নবনির্মিত অযোধ্যা ধাম রেল স্টেশনেরও উদ্বোধন করেন ৷ সেখান থেকেই দু’টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি ৷ এছাড়াও ছ’টি বন্দে ভারত এক্সপ্রেসেরও উদ্বোধন হয় প্রধানমন্ত্রী মোদির হাত ধরে ৷

দেশজুড়ে সেমি হাইস্পিডের বন্দে ভারত এক্সপ্রেস চলছে শতাধিক ৷ কিন্তু শনিবারই প্রথম রেল ট্র্যাকে নামল অমৃত ভারত এক্সপ্রেস ৷ তাই এই ট্রেন নিয়ে আগ্রহ তুঙ্গে ৷ গেরুয়া রংয়ের নয়া প্রযুক্তির এই ট্রেনের একটি আপাতত চলবে বিহার থেকে দিল্লি ৷ আর দ্বিতীয়টি চলবে মালদা থেকে বেঙ্গালুরুর মধ্যে ৷ এ দিন অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ রেলের একাধিক পদাধিকারী ৷ যে স্টেশনে দাঁড়িয়ে এই উদ্বোধন হল, সেই অযোধ্যা ধাম স্টেশনটিকে নতুন করে সাজাতে খরচ হয়েছে প্রায় 240 কোটি টাকা ৷

এ দিন সকালে প্রধানমন্ত্রী একটি রোড শো করেন ৷ অযোধ্যায় বিমানবন্দর থেকে রেল স্টেশনে আসার সময় এই রোড শো করেন তিনি ৷ এছাড়া সেখানে তাঁর একটি জনসভাও রয়েছে ৷ সেখান থেকে তিনি উত্তরপ্রদেশের জন্য প্রায় 15 হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন ৷

আরও পড়ুন:

  1. প্রধানমন্ত্রীর হাত ধরে অযোধ্যায় উন্নয়নের নতুন যুগের সূচনা, বার্তা যোগীর
  2. মোদির সফর নিয়ে সাজোসাজো রব অযোধ্যায়, আবহাওয়া নিয়ে শঙ্কায় প্রশাসন
  3. মন্দিরে প্রতিষ্ঠার জন্য রামলালার মূর্তি বাছাইয়ে আজ অযোধ্যায় ভোটগ্রহণ

অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন প্রধানমন্ত্রীর

অযোধ্যা, 30 ডিসেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার অযোধ্যা থেকে দু’টি অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করলেন ৷ এই প্রথম নয়া প্রযুক্তিতে তৈরি এই ট্রেন চলাচল শুরু করল ৷ এই উদ্বোধনের মাধ্যমে উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গকে জুড়লেন প্রধানমন্ত্রী ৷ কারণ, দু’টি অমৃত ভারত এক্সপ্রেসের একটি চলবে বাংলা থেকে ৷

আগামী 22 জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন ৷ সেদিন অযোধ্যায় রামলালার মূর্তি মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী ৷ তার আগে শনিবার রামজন্মভূমিতে পৌঁছে মহর্ষি বাল্মিকী বিমানবন্দরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ তার পর তিনি নবনির্মিত অযোধ্যা ধাম রেল স্টেশনেরও উদ্বোধন করেন ৷ সেখান থেকেই দু’টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি ৷ এছাড়াও ছ’টি বন্দে ভারত এক্সপ্রেসেরও উদ্বোধন হয় প্রধানমন্ত্রী মোদির হাত ধরে ৷

দেশজুড়ে সেমি হাইস্পিডের বন্দে ভারত এক্সপ্রেস চলছে শতাধিক ৷ কিন্তু শনিবারই প্রথম রেল ট্র্যাকে নামল অমৃত ভারত এক্সপ্রেস ৷ তাই এই ট্রেন নিয়ে আগ্রহ তুঙ্গে ৷ গেরুয়া রংয়ের নয়া প্রযুক্তির এই ট্রেনের একটি আপাতত চলবে বিহার থেকে দিল্লি ৷ আর দ্বিতীয়টি চলবে মালদা থেকে বেঙ্গালুরুর মধ্যে ৷ এ দিন অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ রেলের একাধিক পদাধিকারী ৷ যে স্টেশনে দাঁড়িয়ে এই উদ্বোধন হল, সেই অযোধ্যা ধাম স্টেশনটিকে নতুন করে সাজাতে খরচ হয়েছে প্রায় 240 কোটি টাকা ৷

এ দিন সকালে প্রধানমন্ত্রী একটি রোড শো করেন ৷ অযোধ্যায় বিমানবন্দর থেকে রেল স্টেশনে আসার সময় এই রোড শো করেন তিনি ৷ এছাড়া সেখানে তাঁর একটি জনসভাও রয়েছে ৷ সেখান থেকে তিনি উত্তরপ্রদেশের জন্য প্রায় 15 হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন ৷

আরও পড়ুন:

  1. প্রধানমন্ত্রীর হাত ধরে অযোধ্যায় উন্নয়নের নতুন যুগের সূচনা, বার্তা যোগীর
  2. মোদির সফর নিয়ে সাজোসাজো রব অযোধ্যায়, আবহাওয়া নিয়ে শঙ্কায় প্রশাসন
  3. মন্দিরে প্রতিষ্ঠার জন্য রামলালার মূর্তি বাছাইয়ে আজ অযোধ্যায় ভোটগ্রহণ
Last Updated : Dec 30, 2023, 3:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.