ETV Bharat / bharat

PM Narendra Modi at B-20: 'দারিদ্র্যতা থেকে উঠেছেন সাড়ে 13 কোটি মানুষ ', বি-20 সামিটে দাবি প্রধানমন্ত্রীর - PM Narendra Modi New Delhi B 20 Summit news

আজ নয়াদিল্লিতে জি-20 গোষ্ঠীর বিজনেস সামিট বি-20 অনুষ্ঠিত হয় ৷ এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিশন চন্দ্রযান-3-এর সাফল্য, গ্রিন হাইড্রোজেন ব্যবহার, উপভোক্তাদের জন্য বিশেষ দিবস উদযাপনের কথা তুলে ধরেন ৷

ETV Bharat
দিল্লিতে বি-20 সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 4:40 PM IST

Updated : Aug 27, 2023, 11:00 PM IST

নয়াদিল্লি, 27 অগস্ট: কেন্দ্রীয় সরকারের নীতির ফলে কোটি কোটি মানুষ গরিবি থেকে মুক্তি পেয়েছে ৷ এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ, রবিবার সকালে দিল্লিতে জি-20 গোষ্ঠীর বি-20 সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ৷ সেই অনুষ্ঠানে তিনি বলেন, "ভারত সরকার এমনভাবে নীতি প্রণয়ন করেছে, যার ফলে বিগত 5 বছরে সাড়ে 13 কোটিরও বেশি মানুষ দারিদ্র্যতা থেকে উঠে এসেছে ৷"

তিনি এই শ্রেণির মানুষদের 'নিও-মিডল ক্লাস' বলে উল্লেখ করেন ৷ প্রধানমন্ত্রী বলেন, "এই নিও-মিডল ক্লাসই সবচেয়ে বড় উপভোক্তা ৷" রাজধানীতে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি আয়োজিত এই সভায় প্রথমেই তিনি উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে উল্লেখ করেন, দেশে এখন উৎসবের মরশুম চলছে ৷ শনিবারের পর আজও প্রধানমন্ত্রী মোদি চন্দ্রযান-3-এর সাফল্যের কথা মনে করিয়ে দেন ৷

  • VIDEO | "India implemented such policies due to which over 13.5 crore people were uplifted out of poverty in last 5 years," says PM Modi at B20 summit. pic.twitter.com/XMTZBUg32E

    — Press Trust of India (@PTI_News) August 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রসঙ্গে তিনি বলেন, "দেশে লম্বা উৎসবের সময় এসেছে ৷ 23 অগস্ট থেকেই তা শুরু হয়ে গিয়েছে ৷" মিশন চন্দ্রযান-3-এর সাফল্য এবং তাতে ইসরোর ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "ইসরো ছাড়া ভারতের বহু ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাও এর সঙ্গে জড়িত ৷ তারা সময়ের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী তৈরি করে ইসরোকে পাঠিয়েছে ৷ তাই এই সাফল্য বিজ্ঞান ও শিল্প- দুইয়েরই ৷"

এবারের বি-20 সম্মেলনের থিম আরএআইএসই ৷ আর- দায়িত্ব (রেসপন্সিবিলিটি), এ- বৃদ্ধি (অ্যাক্সিলিরেটেড), আই- উদ্ভাবনী (ইনোভেটিভ), এস- দীর্ঘস্থায়ী (সাসটেইনেবেল), ই- বাণিজ্যে সাম্যতা (ইকিউটেবেল বিজনেস) ৷ এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "রেইজ-এ আই রয়েছে ৷ আই মানে ইনোভেশন ৷ আর আই মানে ইনক্লুসিভনেস বা অন্তর্ভুক্তি ৷" এখানে নরেন্দ্র মোদি জানান, আফ্রিকান ইউনিয়নকেও জি-20 গোষ্ঠীর সদস্য করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ৷

আরও পড়ুন: চন্দ্রযান 3-এর সাফল্যে অবদানের জন্য মহিলা বিজ্ঞানীদের কুর্নিশ মোদির

এদিন বি-20 সম্মেলনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী উপভোক্তাদের গুরুত্বের কথা তুলে ধরেন ৷ তিনি জানান, বছরে একটি দিন 'ইন্টারন্যাশনাল কনজিউমার কেয়ার ডে' হিসেবে পালন করা উচিত ৷ সবুজ শক্তি ব্যবহারের উপরও জোর দেন তিনি ৷ সোলার পাওয়ার ব্যবহারের পর এবার গ্রিন হাইড্রোজেন ব্যবহারের চেষ্টা করবে ভারত, জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

নয়াদিল্লি, 27 অগস্ট: কেন্দ্রীয় সরকারের নীতির ফলে কোটি কোটি মানুষ গরিবি থেকে মুক্তি পেয়েছে ৷ এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ, রবিবার সকালে দিল্লিতে জি-20 গোষ্ঠীর বি-20 সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ৷ সেই অনুষ্ঠানে তিনি বলেন, "ভারত সরকার এমনভাবে নীতি প্রণয়ন করেছে, যার ফলে বিগত 5 বছরে সাড়ে 13 কোটিরও বেশি মানুষ দারিদ্র্যতা থেকে উঠে এসেছে ৷"

তিনি এই শ্রেণির মানুষদের 'নিও-মিডল ক্লাস' বলে উল্লেখ করেন ৷ প্রধানমন্ত্রী বলেন, "এই নিও-মিডল ক্লাসই সবচেয়ে বড় উপভোক্তা ৷" রাজধানীতে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি আয়োজিত এই সভায় প্রথমেই তিনি উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে উল্লেখ করেন, দেশে এখন উৎসবের মরশুম চলছে ৷ শনিবারের পর আজও প্রধানমন্ত্রী মোদি চন্দ্রযান-3-এর সাফল্যের কথা মনে করিয়ে দেন ৷

  • VIDEO | "India implemented such policies due to which over 13.5 crore people were uplifted out of poverty in last 5 years," says PM Modi at B20 summit. pic.twitter.com/XMTZBUg32E

    — Press Trust of India (@PTI_News) August 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রসঙ্গে তিনি বলেন, "দেশে লম্বা উৎসবের সময় এসেছে ৷ 23 অগস্ট থেকেই তা শুরু হয়ে গিয়েছে ৷" মিশন চন্দ্রযান-3-এর সাফল্য এবং তাতে ইসরোর ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "ইসরো ছাড়া ভারতের বহু ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাও এর সঙ্গে জড়িত ৷ তারা সময়ের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী তৈরি করে ইসরোকে পাঠিয়েছে ৷ তাই এই সাফল্য বিজ্ঞান ও শিল্প- দুইয়েরই ৷"

এবারের বি-20 সম্মেলনের থিম আরএআইএসই ৷ আর- দায়িত্ব (রেসপন্সিবিলিটি), এ- বৃদ্ধি (অ্যাক্সিলিরেটেড), আই- উদ্ভাবনী (ইনোভেটিভ), এস- দীর্ঘস্থায়ী (সাসটেইনেবেল), ই- বাণিজ্যে সাম্যতা (ইকিউটেবেল বিজনেস) ৷ এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "রেইজ-এ আই রয়েছে ৷ আই মানে ইনোভেশন ৷ আর আই মানে ইনক্লুসিভনেস বা অন্তর্ভুক্তি ৷" এখানে নরেন্দ্র মোদি জানান, আফ্রিকান ইউনিয়নকেও জি-20 গোষ্ঠীর সদস্য করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ৷

আরও পড়ুন: চন্দ্রযান 3-এর সাফল্যে অবদানের জন্য মহিলা বিজ্ঞানীদের কুর্নিশ মোদির

এদিন বি-20 সম্মেলনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী উপভোক্তাদের গুরুত্বের কথা তুলে ধরেন ৷ তিনি জানান, বছরে একটি দিন 'ইন্টারন্যাশনাল কনজিউমার কেয়ার ডে' হিসেবে পালন করা উচিত ৷ সবুজ শক্তি ব্যবহারের উপরও জোর দেন তিনি ৷ সোলার পাওয়ার ব্যবহারের পর এবার গ্রিন হাইড্রোজেন ব্যবহারের চেষ্টা করবে ভারত, জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

Last Updated : Aug 27, 2023, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.