ETV Bharat / bharat

PM Modi on Netaji: স্বাধীনতার পর নেতাজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, দাবি প্রধানমন্ত্রীর - আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

সোমবার নেতাজির 127তম জন্মজয়ন্তী (Netaji Birth Anniversary) ৷ এই দিনটিকে কেন্দ্রীয় সরকারের তরফে পরাক্রম দিবস হিসেবে পালন করা হয় ৷ এদিন সেই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

PM Modi on Netaji
PM Modi on Netaji
author img

By

Published : Jan 23, 2023, 12:28 PM IST

Updated : Jan 23, 2023, 1:17 PM IST

নয়াদিল্লি, 23 জানুয়ারি: নেতাজি সুভাষচন্দ্র বোসকে (Netaji Subhas Chandra Bose) স্বাধীনতার পর ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে ৷ সোমবার নেতাজির 127তম জন্মজয়ন্তীতে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, আজ দেশ নেতাজিকে সব সময় মনে রাখছে ৷

2021 সালে ছিল নেতাজির 125তম জন্মজয়ন্তী ৷ সেই বছরই এই দিনটিকে পরাক্রম দিবস (Parakram Diwas) হিসেবে ঘোষণা করে কেন্দ্রের মোদি সরকার (Modi Government) ৷ সোমবারও পরাক্রম দিবস পালন করা হয় ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই ঘোষণা করা হয় যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে (Andaman and Nicobar Islands) থাকা 21টি দ্বীপের নামকরণ করা হল পরমবীরচক্র পাওয়া দেশের সৈনিকদের নামে ৷

ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে হাজির হয়ে এই ঘোষণা করেন স্বয়ং প্রধানমন্ত্রী ৷ তার পর নিজের ভাষণে বিষয়টি তুলে ধরেন ৷ জানান, আন্দামানের দ্বীপগুলির নামকরণে পরাধীনতার ছাপ স্পষ্ট ছিল ৷ সেই কারণে তিনি আগে যখন আন্দামানে গিয়েছিলেন, তখন সেখানকার তিনটি দ্বীপের নামকরণ করেছিলেন ৷ তার মধ্যে একটি দ্বীপের নাম দিয়েছিলেন নেতাজির নামে ৷

এদিন প্রধানমন্ত্রী ন্যাশনাল মেমোরিয়ালের মডেল উন্মোচন করেন, যা নেতাজির নামাঙ্কিত দ্বীপে তৈরি হবে ৷ এছাড়া মোদি এদিন আরও দু’টি দ্বীপের নাম উল্লেখ করেছেন ৷ সেই দু’টি দ্বীপের নামও মোদির সফরের সময় করা হয় ৷ এই ইস্যুতে তিনি নাম না করে আরও একবার কংগ্রেসকে আক্রমণ করেন ৷ জানান, স্বাধীনতার পরও পরাধীনতার ছাপ স্পষ্ট ছিল ৷ সেই নাম বদলের কোনও চেষ্টা হয়নি ৷

এছাড়া এদিন তিনি দেশের জন্য স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা তুলে ধরেছেন ৷ বীর সাভারকরের আত্মত্যাগের কথাও তিনি বলেছেন ৷ পাশাপাশি জানিয়েছেন, আন্দামানেই প্রথমে তিরঙ্গা উত্তোলন করা হয়েছিল ৷

আরও পড়ুন: নেতাজির ভাগ্য সহায় হলে ভারত অনেক আগেই স্বাধীন হত, মন্তব্য সংঘ প্রধানের

নয়াদিল্লি, 23 জানুয়ারি: নেতাজি সুভাষচন্দ্র বোসকে (Netaji Subhas Chandra Bose) স্বাধীনতার পর ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে ৷ সোমবার নেতাজির 127তম জন্মজয়ন্তীতে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, আজ দেশ নেতাজিকে সব সময় মনে রাখছে ৷

2021 সালে ছিল নেতাজির 125তম জন্মজয়ন্তী ৷ সেই বছরই এই দিনটিকে পরাক্রম দিবস (Parakram Diwas) হিসেবে ঘোষণা করে কেন্দ্রের মোদি সরকার (Modi Government) ৷ সোমবারও পরাক্রম দিবস পালন করা হয় ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই ঘোষণা করা হয় যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে (Andaman and Nicobar Islands) থাকা 21টি দ্বীপের নামকরণ করা হল পরমবীরচক্র পাওয়া দেশের সৈনিকদের নামে ৷

ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে হাজির হয়ে এই ঘোষণা করেন স্বয়ং প্রধানমন্ত্রী ৷ তার পর নিজের ভাষণে বিষয়টি তুলে ধরেন ৷ জানান, আন্দামানের দ্বীপগুলির নামকরণে পরাধীনতার ছাপ স্পষ্ট ছিল ৷ সেই কারণে তিনি আগে যখন আন্দামানে গিয়েছিলেন, তখন সেখানকার তিনটি দ্বীপের নামকরণ করেছিলেন ৷ তার মধ্যে একটি দ্বীপের নাম দিয়েছিলেন নেতাজির নামে ৷

এদিন প্রধানমন্ত্রী ন্যাশনাল মেমোরিয়ালের মডেল উন্মোচন করেন, যা নেতাজির নামাঙ্কিত দ্বীপে তৈরি হবে ৷ এছাড়া মোদি এদিন আরও দু’টি দ্বীপের নাম উল্লেখ করেছেন ৷ সেই দু’টি দ্বীপের নামও মোদির সফরের সময় করা হয় ৷ এই ইস্যুতে তিনি নাম না করে আরও একবার কংগ্রেসকে আক্রমণ করেন ৷ জানান, স্বাধীনতার পরও পরাধীনতার ছাপ স্পষ্ট ছিল ৷ সেই নাম বদলের কোনও চেষ্টা হয়নি ৷

এছাড়া এদিন তিনি দেশের জন্য স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা তুলে ধরেছেন ৷ বীর সাভারকরের আত্মত্যাগের কথাও তিনি বলেছেন ৷ পাশাপাশি জানিয়েছেন, আন্দামানেই প্রথমে তিরঙ্গা উত্তোলন করা হয়েছিল ৷

আরও পড়ুন: নেতাজির ভাগ্য সহায় হলে ভারত অনেক আগেই স্বাধীন হত, মন্তব্য সংঘ প্রধানের

Last Updated : Jan 23, 2023, 1:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.