ETV Bharat / bharat

PM Modi at Poll Rally: কংগ্রেসের বজরং দলকে নিষিদ্ধ ঘোষণা করার কথা বলতেই হনুমানের নামে জয়ধ্বনি মোদির - কর্ণাটকের এক নির্বাচনী জনসভা

কর্ণাটকে বিধানসভা নির্বাচনের প্রচারের একটি সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বজরং বলির নামে জয়ধ্বনি দেন ৷ কংগ্রেস বজরং দলকে নিষিদ্ধ ঘোষণা করবে বলেছে ৷ তার পরই প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল এই জয়ধ্বনি ৷

PM Modi at Poll Rally
PM Modi at Poll Rally
author img

By

Published : May 3, 2023, 7:19 PM IST

দক্ষিণ কানাড়া (কর্ণাটক), 3 মে: বজরং বলি কি জয় ! বুধবার কর্ণাটকের এক নির্বাচনী জনসভায় এই কথাই শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে ৷ এ দিন কর্ণাটকের দক্ষিণ কানাড়ার মুদবিদড়ি এলাকায় এক নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী মোদি ৷ সেখানেই তিনি বজরং বলির নামে জয়ধ্বনি দেন ৷

বিজেপির শীর্ষস্তর থেকে একেবারে নিচুতলা পর্যন্ত সব নেতা ও নেত্রীর মুখে জয় শ্রীরাম ধ্বনি শোনা যায় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বহুবার এই ধ্বনি দিয়েছেন ৷ কিন্তু বুধবার তাঁর মুখে শোনা গেল রামের ভক্তের নামে জয়ধ্বনি ৷ যা কর্ণাটকের নির্বাচনী আবহে রাজনৈতিক কৌশল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

কারণ, কর্ণাটকে বিধানসভা নির্বাচনে যে ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস, সেখানে জানানো হয়েছে যে ওই দল ক্ষমতায় এলে একাধিক সংগঠনকে নিষিদ্ধ হিসেবে ঘোষণা করা হবে ৷ সেই তালিকায় বজরং দলও রয়েছে ৷ এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ৷ সেই বিতর্কে বিজেপির তরফে কড়া সমালোচনা করা হয়েছে কংগ্রেসের ৷ আসরে নেমেছে বজরং দলও ৷ বিভিন্ন রাজ্য়ে তারা কংগ্রেসের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছে ৷ নয়াদিল্লিতেও তারা বিক্ষোভ দেখিয়েছে ৷

এই পরিস্থিতিতে মোদির মুখে বজরং বলি কি জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ মোদির মুখে বজরং বলি কি শুনে জনসভায় উপস্থিত বিজেপি সমর্থকরাও জয় বলে গলা মেলান ৷ এর পর কংগ্রেসকে বিঁধে মোদি দাবি করেন, বিরোধীরা এক সময় ভগবান রামকে তালাবন্দি করে দিয়েছিল ৷ এখন তারা ভগবান হনুমানকেও নিশানা করতে চায় ৷

এ দিন বজরং বলি কি জয় বলার আগে অবশ্য ভারত মাতা কি জয়ও শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে ৷ একই সঙ্গে তিনি কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন ৷ তাঁর দাবি, ‘‘আমরা কর্ণাটককে এক নম্বরে নিয়ে যেতে চাই ৷ বিজেপি কর্ণাটকে আধুনিক পরিকাঠামো আনতে চায় ৷ কর্ণাটককে উৎপাদনের পাওয়ার হাউজ তৈরি করতে চায় ৷ কংগ্রেস ভোট চাইছে কারণ তাদের একজন নেতার অবসরের বয়স হয়ে গিয়েছে ৷ বিজেপি সরকার কর্ণাটকে যা যা ভালো কাজ করেছে, সেগুলো বদলে ফেলতে চায় কংগ্রেস ৷’’

তাঁর অভিযোগ, সমাজে শান্তির বাতাবরণ কংগ্রেসের সহ্য হয় না ৷ তারা সব সময় বিভাজনের রাজনীতি করে ৷ কর্ণাটকে কংগ্রেসের সেই ভয়ঙ্কর রূপ আগেই মানুষ দেখেছে ৷ কংগ্রেস জঙ্গিদের আড়াল করে বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন: তোমরা কেউ প্রধানমন্ত্রী হতে চাও না ? শিশুদের প্রশ্ন করলেন স্বয়ং মোদি

দক্ষিণ কানাড়া (কর্ণাটক), 3 মে: বজরং বলি কি জয় ! বুধবার কর্ণাটকের এক নির্বাচনী জনসভায় এই কথাই শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে ৷ এ দিন কর্ণাটকের দক্ষিণ কানাড়ার মুদবিদড়ি এলাকায় এক নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী মোদি ৷ সেখানেই তিনি বজরং বলির নামে জয়ধ্বনি দেন ৷

বিজেপির শীর্ষস্তর থেকে একেবারে নিচুতলা পর্যন্ত সব নেতা ও নেত্রীর মুখে জয় শ্রীরাম ধ্বনি শোনা যায় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বহুবার এই ধ্বনি দিয়েছেন ৷ কিন্তু বুধবার তাঁর মুখে শোনা গেল রামের ভক্তের নামে জয়ধ্বনি ৷ যা কর্ণাটকের নির্বাচনী আবহে রাজনৈতিক কৌশল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

কারণ, কর্ণাটকে বিধানসভা নির্বাচনে যে ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস, সেখানে জানানো হয়েছে যে ওই দল ক্ষমতায় এলে একাধিক সংগঠনকে নিষিদ্ধ হিসেবে ঘোষণা করা হবে ৷ সেই তালিকায় বজরং দলও রয়েছে ৷ এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ৷ সেই বিতর্কে বিজেপির তরফে কড়া সমালোচনা করা হয়েছে কংগ্রেসের ৷ আসরে নেমেছে বজরং দলও ৷ বিভিন্ন রাজ্য়ে তারা কংগ্রেসের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছে ৷ নয়াদিল্লিতেও তারা বিক্ষোভ দেখিয়েছে ৷

এই পরিস্থিতিতে মোদির মুখে বজরং বলি কি জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ মোদির মুখে বজরং বলি কি শুনে জনসভায় উপস্থিত বিজেপি সমর্থকরাও জয় বলে গলা মেলান ৷ এর পর কংগ্রেসকে বিঁধে মোদি দাবি করেন, বিরোধীরা এক সময় ভগবান রামকে তালাবন্দি করে দিয়েছিল ৷ এখন তারা ভগবান হনুমানকেও নিশানা করতে চায় ৷

এ দিন বজরং বলি কি জয় বলার আগে অবশ্য ভারত মাতা কি জয়ও শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে ৷ একই সঙ্গে তিনি কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন ৷ তাঁর দাবি, ‘‘আমরা কর্ণাটককে এক নম্বরে নিয়ে যেতে চাই ৷ বিজেপি কর্ণাটকে আধুনিক পরিকাঠামো আনতে চায় ৷ কর্ণাটককে উৎপাদনের পাওয়ার হাউজ তৈরি করতে চায় ৷ কংগ্রেস ভোট চাইছে কারণ তাদের একজন নেতার অবসরের বয়স হয়ে গিয়েছে ৷ বিজেপি সরকার কর্ণাটকে যা যা ভালো কাজ করেছে, সেগুলো বদলে ফেলতে চায় কংগ্রেস ৷’’

তাঁর অভিযোগ, সমাজে শান্তির বাতাবরণ কংগ্রেসের সহ্য হয় না ৷ তারা সব সময় বিভাজনের রাজনীতি করে ৷ কর্ণাটকে কংগ্রেসের সেই ভয়ঙ্কর রূপ আগেই মানুষ দেখেছে ৷ কংগ্রেস জঙ্গিদের আড়াল করে বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন: তোমরা কেউ প্রধানমন্ত্রী হতে চাও না ? শিশুদের প্রশ্ন করলেন স্বয়ং মোদি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.