ETV Bharat / bharat

কোভিড সংকটে বাতিল ব্রিটেন সফর, জি-7-এ ভার্চুয়াল বক্তৃতা দেবেন মোদি

কোভিড সংকটকালে ব্রিটেন সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ফলে সশরীরে তিনি থাকতে পারছেন না জি-7 শীর্ষ সম্মেলনে ৷

PM Narendra Modi cancels travel to UK for G7 as India sees Covid-19 surge
কোভিড সংকটকালে বাতিল ব্রিটেন সফর, জি-7-এ ভার্চুয়াল বক্তৃতা দেবেন মোদি
author img

By

Published : May 12, 2021, 12:16 PM IST

নয়াদিল্লি, 12 মে: সামনের মাসে জি-7 শীর্ষ সম্মেলনে সশরীরে উপস্থিত থাকছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশে কোভিড সংকটের সময়ে ব্রিটেন সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷

বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, "প্রধানমন্ত্রীকে বিশেষ অতিথি হিসেবে জি-7 সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ এ জন্য আমরা ধন্যবাদ জানাই ৷ তবে কোভিড পরিস্থিতির কারণে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জি-7 সম্মেলনে সশরীরে উপস্থিত যোগ দেবেন না ৷" ভার্চুয়াল বক্তৃতায় জি-7 শীর্ষ সম্মেলনে নিজের বক্তব্য তুলে ধরবেন প্রধানমন্ত্রী ৷ তবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠকগুলি তাঁর আর করা হবে না ৷

আরও পড়ুন: 44 দেশে মিলেছে কোভিডের ভারতীয় ভ্যারিয়েন্ট: হু

জি-7 মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে সম্প্রতি লন্ডনে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ তাঁর দলের দুজনের কোভিড রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ যদিও তাঁরা বর্তমানে নেগেটিভ হয়েছেন ৷ তবে কোভিডের ভারতীয় ভ্যারিয়েন্ট খুবই উদ্বেগের বলে বিজ্ঞানীরা জানানোর পর আর কোনও ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্রীয় সরকার ৷

নয়াদিল্লি, 12 মে: সামনের মাসে জি-7 শীর্ষ সম্মেলনে সশরীরে উপস্থিত থাকছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশে কোভিড সংকটের সময়ে ব্রিটেন সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷

বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, "প্রধানমন্ত্রীকে বিশেষ অতিথি হিসেবে জি-7 সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ এ জন্য আমরা ধন্যবাদ জানাই ৷ তবে কোভিড পরিস্থিতির কারণে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জি-7 সম্মেলনে সশরীরে উপস্থিত যোগ দেবেন না ৷" ভার্চুয়াল বক্তৃতায় জি-7 শীর্ষ সম্মেলনে নিজের বক্তব্য তুলে ধরবেন প্রধানমন্ত্রী ৷ তবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠকগুলি তাঁর আর করা হবে না ৷

আরও পড়ুন: 44 দেশে মিলেছে কোভিডের ভারতীয় ভ্যারিয়েন্ট: হু

জি-7 মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে সম্প্রতি লন্ডনে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ তাঁর দলের দুজনের কোভিড রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ যদিও তাঁরা বর্তমানে নেগেটিভ হয়েছেন ৷ তবে কোভিডের ভারতীয় ভ্যারিয়েন্ট খুবই উদ্বেগের বলে বিজ্ঞানীরা জানানোর পর আর কোনও ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্রীয় সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.