ETV Bharat / bharat

PM Modi Belur Math Visit : ফের বেলুড় মঠে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি - PM Modi can visit Belur Math in their 125 th foundation day

ফের বেলুড় মঠে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi can visit Belur Math in their 125 th foundation day) ৷ মঠ সূত্রে জানা গিয়েছে, রামকৃষ্ণ মঠ ও মিশনের 125 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন তিনি ৷

PM Modi Belur Math Visit
ফের বেলুড় মঠে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
author img

By

Published : Dec 26, 2021, 8:02 PM IST

Updated : Dec 26, 2021, 8:26 PM IST

বেলুড়, 26 ডিসেম্বর : আগামী 1 মে রামকৃষ্ণ মঠ ও মিশনের 125 বছর পূর্ণ হতে চলেছে ৷ 1 মে 2022 থেকে 2023 সাল অবধি একবছর ব্যাপী সারা দেশজুড়ে উদযাপিত হবে বিশেষ কর্মসূচি । মঠ সূত্রে জানা গিয়েছে এই উপলক্ষে বেলুড় মঠে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi can visit Belur Math in their 125 th foundation day) । রামকৃষ্ণ মিশনের তরফে তাঁকে আমন্ত্রণ জানানো হবে এই বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ৷ এর আগে 2020 সালে 12 জানুয়ারি যুব দিবস তথা স্বামী বিবেকানন্দের জন্মদিনে বেলুড় মঠে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ৷

মঠের তরফে স্বামী সুবীরানন্দ মহারাজ বলেন, "রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠ স্বাধীনতা আন্দোলন, এই দেশের রেনেসাঁ আন্দোলনে যুক্ত থেকেছে এবং বড় অবদান রেখেছে । এটি এমনই এক প্রতিষ্ঠান যা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করে। সম্প্রীতিই আমাদের মূল কথা ৷ এই প্রতিষ্ঠানের 125তম প্রতিষ্ঠা দিবস পালিত হবে ।"

রামকৃষ্ণ মঠ ও মিশনের 125 বছর পূর্তি উপলক্ষে ফের বেলুড় মঠে আসতে পারেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন : সারদা মায়ের জন্মতিথিতে বেলুড় মঠ থেকে সরাসরি...

তিনি আরও জানান, সমগ্র বিশ্বে মিশনের অগণিত ভক্ত রয়েছে ৷ তাঁদের সাহায্যেই এই আয়োজিত হবে এই অনুষ্ঠান । পাশাপাশি হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারও ৷ মিশন এবং ভারত সরকারের যৌথ উদ্যোগেই সারা দেশজুড়ে পালিত হবে এই অনুষ্ঠান ৷ স্বামী সুবীরানন্দ মহারাজ বলেন, "এই বিষয়ে ভারত সরকার ও দেশের প্রধানমন্ত্রী এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছেন, যা এই প্রতিষ্ঠানের গৌরব ও মর্যাদাকে মহিমান্বিত করেছে । এই সিদ্ধান্তের জন্য আগামী দিনে রামকৃষ্ণ আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ।" তিনি এও জানান, রামকৃষ্ণ মিশনের তরফে কখনওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস পালনের জন্য প্রধানমন্ত্রী বা ভারত সরকারকে অনুরোধ করা হয়নি । বরং প্রধানমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে এই সিদ্ধান্ত নিয়েছেন । আগামী বছরের 1 মে বেলুড় মঠ থেকেই অনুষ্ঠানের সূচনা হবে ৷

বেলুড়, 26 ডিসেম্বর : আগামী 1 মে রামকৃষ্ণ মঠ ও মিশনের 125 বছর পূর্ণ হতে চলেছে ৷ 1 মে 2022 থেকে 2023 সাল অবধি একবছর ব্যাপী সারা দেশজুড়ে উদযাপিত হবে বিশেষ কর্মসূচি । মঠ সূত্রে জানা গিয়েছে এই উপলক্ষে বেলুড় মঠে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi can visit Belur Math in their 125 th foundation day) । রামকৃষ্ণ মিশনের তরফে তাঁকে আমন্ত্রণ জানানো হবে এই বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ৷ এর আগে 2020 সালে 12 জানুয়ারি যুব দিবস তথা স্বামী বিবেকানন্দের জন্মদিনে বেলুড় মঠে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ৷

মঠের তরফে স্বামী সুবীরানন্দ মহারাজ বলেন, "রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠ স্বাধীনতা আন্দোলন, এই দেশের রেনেসাঁ আন্দোলনে যুক্ত থেকেছে এবং বড় অবদান রেখেছে । এটি এমনই এক প্রতিষ্ঠান যা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করে। সম্প্রীতিই আমাদের মূল কথা ৷ এই প্রতিষ্ঠানের 125তম প্রতিষ্ঠা দিবস পালিত হবে ।"

রামকৃষ্ণ মঠ ও মিশনের 125 বছর পূর্তি উপলক্ষে ফের বেলুড় মঠে আসতে পারেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন : সারদা মায়ের জন্মতিথিতে বেলুড় মঠ থেকে সরাসরি...

তিনি আরও জানান, সমগ্র বিশ্বে মিশনের অগণিত ভক্ত রয়েছে ৷ তাঁদের সাহায্যেই এই আয়োজিত হবে এই অনুষ্ঠান । পাশাপাশি হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারও ৷ মিশন এবং ভারত সরকারের যৌথ উদ্যোগেই সারা দেশজুড়ে পালিত হবে এই অনুষ্ঠান ৷ স্বামী সুবীরানন্দ মহারাজ বলেন, "এই বিষয়ে ভারত সরকার ও দেশের প্রধানমন্ত্রী এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছেন, যা এই প্রতিষ্ঠানের গৌরব ও মর্যাদাকে মহিমান্বিত করেছে । এই সিদ্ধান্তের জন্য আগামী দিনে রামকৃষ্ণ আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ।" তিনি এও জানান, রামকৃষ্ণ মিশনের তরফে কখনওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস পালনের জন্য প্রধানমন্ত্রী বা ভারত সরকারকে অনুরোধ করা হয়নি । বরং প্রধানমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে এই সিদ্ধান্ত নিয়েছেন । আগামী বছরের 1 মে বেলুড় মঠ থেকেই অনুষ্ঠানের সূচনা হবে ৷

Last Updated : Dec 26, 2021, 8:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.