ETV Bharat / bharat

Bengal Ration Model: সারা দেশে বাংলার মতো রেশন ব্য়বস্থা চালুর দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি মোদির ভাইয়ের সংগঠনের - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

11 দফা দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে রেশন ডিলারদের সংগঠন (Ration Dealer Federation Letter to PM Modi) ৷ সেখানে অন্যতম দাবি, সারা দেশে বাংলা মডেলে রেশন ব্যবস্থা চালু হোক ৷ ওই সংগঠনের শীর্ষপদে রয়েছেন প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি ৷ তাই এই নিয়ে হইচই পড়েছে ৷

Bengal Ration Model
Bengal Ration Model
author img

By

Published : Mar 23, 2023, 1:24 PM IST

কলকাতা, 23 মার্চ: পশ্চিমবঙ্গে যে রেশন ব্যবস্থা চালু আছে, তা গোটা দেশে চালু করা হোক । এমনটাই দাবি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ভাই প্রহ্লাদ মোদির সংগঠনের ।

বুধবার রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তরফে 11 দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে । এই সংগঠনের সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি (Prahlad Modi) । তাদের সেই এগারো দফা দাবির মধ্যে 9 নম্বর দাবিতে সারা দেশে 'ওয়েস্ট বেঙ্গল রেশন মডেল' চালুর আর্জি জানানো হয়েছে (Bengal Ration Model) ।

Bengal Ration Model
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো রেশন ডিলারদের চিঠি

বাংলায় যেমন খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে গোটা রাজ্যের সমস্ত রেশন কার্ড গ্রাহককে রেশন দেওয়া হয়, সেটাকেই চালুর দাবি করা হয়েছে । অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, "নির্দিষ্ট দাবিতে আমরা বহুদিন থেকে আন্দোলন করছি । পশ্চিমবঙ্গ রেশন মডেল অনুসরণ করে সারাদেশ জুড়ে প্রত্যেক নাগরিককে রেশন সামগ্রী সরবরাহ করতে হবে । গতকাল আবেদন করা হয়েছে । পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে ।"

ইটিভি ভারতের তরফে বিশ্বম্ভর বসুকে প্রশ্ন করা হয় যে সারা দেশে 'ওয়েস্ট বেঙ্গল রেশন মডেল' বলতে কী বোঝাতে চেয়েছেন ? উত্তরে তিনি বলেন, "বাংলায় খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে সারা রাজ্যের মানুষকে রেশন দেওয়া হয় । সেই রকম ভাবেই সারা দেশের মানুষকে রেশন দেওয়া হোক ।"

Bengal Ration Model
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো রেশন ডিলারদের চিঠি

এই সংগঠনের তরফে আরও বেশ কয়েকটি দাবি তোলা হয়েছে । সেগুলির মধ্যে রয়েছে, খাদ্য সুরক্ষা আইনের অধীনে গরিব মানুষকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় মাসে অতিরিক্ত 5 কিলোগ্রাম খাদ্যশস্যের সরবরাহ পুনর্বহাল করতে হবে । রেশন ডিলারদের মাসে নূন্যতম 50 হাজার টাকা আয় সুনিশ্চিত করতে হবে । ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সুপারিশ মেনে নূন্যতম কুইন্টাল পিছু 764 টাকা কমিশন লাগু করতে হবে ।

এছাড়া তাদের আরও দাবি, কেন্দ্রীয় খাদ্য প্রতিমন্ত্রীর বিবৃতিকে মান্যতা দিয়ে গ্রাহকদের দুর্ভোগ ও হয়রানি কমানোর উদ্দেশ্যে জরুরি পরিস্থিতিতে ই-পিওএস মেশিনে আধার নম্বর দিয়ে রেশন বিলি করতে দিতে হবে । চাল, গম ও চিনিতে কুইন্টাল পিছু 1 কেজি করে হ্যান্ডলিং লস দিতে হবে । মূল্যবৃদ্ধি রুখতে ও একই সঙ্গে কৃষকদের উৎপাদনে উৎসাহ দিতে রেশন দোকান থেকে ভোজ্যতেল, ডাল ও চিনি সরবরাহ করতে হবে ।

Bengal Ration Model
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো রেশন ডিলারদের চিঠি

ওই সংগঠনের আরও দাবি, খাদ্যশস্যের গুণমান বজায় রাখতে শুধুমাত্র চটের বস্তায় খাদ্যশস্য সরবরাহ করতে হবে । গ্রামীণ এলাকায় রেশন দোকানগুলিকে চাল ও গমের ডিরেক্ট প্রোকিওরমেন্ট এজেন্ট হিসেবে নিয়োগ করতে হবে । রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সব রেশন ডিলারদের পাওনা কমিশন অবিলম্বে পরিশোধ করতে হবে ৷

আরও পড়ুন: রেটিনা স্ক্যানে মিলবে রেশন, বিশেষ উদ্যোগ খাদ্য দফতরের

কলকাতা, 23 মার্চ: পশ্চিমবঙ্গে যে রেশন ব্যবস্থা চালু আছে, তা গোটা দেশে চালু করা হোক । এমনটাই দাবি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ভাই প্রহ্লাদ মোদির সংগঠনের ।

বুধবার রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তরফে 11 দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে । এই সংগঠনের সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি (Prahlad Modi) । তাদের সেই এগারো দফা দাবির মধ্যে 9 নম্বর দাবিতে সারা দেশে 'ওয়েস্ট বেঙ্গল রেশন মডেল' চালুর আর্জি জানানো হয়েছে (Bengal Ration Model) ।

Bengal Ration Model
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো রেশন ডিলারদের চিঠি

বাংলায় যেমন খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে গোটা রাজ্যের সমস্ত রেশন কার্ড গ্রাহককে রেশন দেওয়া হয়, সেটাকেই চালুর দাবি করা হয়েছে । অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, "নির্দিষ্ট দাবিতে আমরা বহুদিন থেকে আন্দোলন করছি । পশ্চিমবঙ্গ রেশন মডেল অনুসরণ করে সারাদেশ জুড়ে প্রত্যেক নাগরিককে রেশন সামগ্রী সরবরাহ করতে হবে । গতকাল আবেদন করা হয়েছে । পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে ।"

ইটিভি ভারতের তরফে বিশ্বম্ভর বসুকে প্রশ্ন করা হয় যে সারা দেশে 'ওয়েস্ট বেঙ্গল রেশন মডেল' বলতে কী বোঝাতে চেয়েছেন ? উত্তরে তিনি বলেন, "বাংলায় খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে সারা রাজ্যের মানুষকে রেশন দেওয়া হয় । সেই রকম ভাবেই সারা দেশের মানুষকে রেশন দেওয়া হোক ।"

Bengal Ration Model
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো রেশন ডিলারদের চিঠি

এই সংগঠনের তরফে আরও বেশ কয়েকটি দাবি তোলা হয়েছে । সেগুলির মধ্যে রয়েছে, খাদ্য সুরক্ষা আইনের অধীনে গরিব মানুষকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় মাসে অতিরিক্ত 5 কিলোগ্রাম খাদ্যশস্যের সরবরাহ পুনর্বহাল করতে হবে । রেশন ডিলারদের মাসে নূন্যতম 50 হাজার টাকা আয় সুনিশ্চিত করতে হবে । ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সুপারিশ মেনে নূন্যতম কুইন্টাল পিছু 764 টাকা কমিশন লাগু করতে হবে ।

এছাড়া তাদের আরও দাবি, কেন্দ্রীয় খাদ্য প্রতিমন্ত্রীর বিবৃতিকে মান্যতা দিয়ে গ্রাহকদের দুর্ভোগ ও হয়রানি কমানোর উদ্দেশ্যে জরুরি পরিস্থিতিতে ই-পিওএস মেশিনে আধার নম্বর দিয়ে রেশন বিলি করতে দিতে হবে । চাল, গম ও চিনিতে কুইন্টাল পিছু 1 কেজি করে হ্যান্ডলিং লস দিতে হবে । মূল্যবৃদ্ধি রুখতে ও একই সঙ্গে কৃষকদের উৎপাদনে উৎসাহ দিতে রেশন দোকান থেকে ভোজ্যতেল, ডাল ও চিনি সরবরাহ করতে হবে ।

Bengal Ration Model
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো রেশন ডিলারদের চিঠি

ওই সংগঠনের আরও দাবি, খাদ্যশস্যের গুণমান বজায় রাখতে শুধুমাত্র চটের বস্তায় খাদ্যশস্য সরবরাহ করতে হবে । গ্রামীণ এলাকায় রেশন দোকানগুলিকে চাল ও গমের ডিরেক্ট প্রোকিওরমেন্ট এজেন্ট হিসেবে নিয়োগ করতে হবে । রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সব রেশন ডিলারদের পাওনা কমিশন অবিলম্বে পরিশোধ করতে হবে ৷

আরও পড়ুন: রেটিনা স্ক্যানে মিলবে রেশন, বিশেষ উদ্যোগ খাদ্য দফতরের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.