ETV Bharat / bharat

Bengal Ration Model: সারা দেশে বাংলার মতো রেশন ব্য়বস্থা চালুর দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি মোদির ভাইয়ের সংগঠনের

11 দফা দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে রেশন ডিলারদের সংগঠন (Ration Dealer Federation Letter to PM Modi) ৷ সেখানে অন্যতম দাবি, সারা দেশে বাংলা মডেলে রেশন ব্যবস্থা চালু হোক ৷ ওই সংগঠনের শীর্ষপদে রয়েছেন প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি ৷ তাই এই নিয়ে হইচই পড়েছে ৷

Bengal Ration Model
Bengal Ration Model
author img

By

Published : Mar 23, 2023, 1:24 PM IST

কলকাতা, 23 মার্চ: পশ্চিমবঙ্গে যে রেশন ব্যবস্থা চালু আছে, তা গোটা দেশে চালু করা হোক । এমনটাই দাবি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ভাই প্রহ্লাদ মোদির সংগঠনের ।

বুধবার রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তরফে 11 দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে । এই সংগঠনের সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি (Prahlad Modi) । তাদের সেই এগারো দফা দাবির মধ্যে 9 নম্বর দাবিতে সারা দেশে 'ওয়েস্ট বেঙ্গল রেশন মডেল' চালুর আর্জি জানানো হয়েছে (Bengal Ration Model) ।

Bengal Ration Model
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো রেশন ডিলারদের চিঠি

বাংলায় যেমন খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে গোটা রাজ্যের সমস্ত রেশন কার্ড গ্রাহককে রেশন দেওয়া হয়, সেটাকেই চালুর দাবি করা হয়েছে । অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, "নির্দিষ্ট দাবিতে আমরা বহুদিন থেকে আন্দোলন করছি । পশ্চিমবঙ্গ রেশন মডেল অনুসরণ করে সারাদেশ জুড়ে প্রত্যেক নাগরিককে রেশন সামগ্রী সরবরাহ করতে হবে । গতকাল আবেদন করা হয়েছে । পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে ।"

ইটিভি ভারতের তরফে বিশ্বম্ভর বসুকে প্রশ্ন করা হয় যে সারা দেশে 'ওয়েস্ট বেঙ্গল রেশন মডেল' বলতে কী বোঝাতে চেয়েছেন ? উত্তরে তিনি বলেন, "বাংলায় খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে সারা রাজ্যের মানুষকে রেশন দেওয়া হয় । সেই রকম ভাবেই সারা দেশের মানুষকে রেশন দেওয়া হোক ।"

Bengal Ration Model
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো রেশন ডিলারদের চিঠি

এই সংগঠনের তরফে আরও বেশ কয়েকটি দাবি তোলা হয়েছে । সেগুলির মধ্যে রয়েছে, খাদ্য সুরক্ষা আইনের অধীনে গরিব মানুষকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় মাসে অতিরিক্ত 5 কিলোগ্রাম খাদ্যশস্যের সরবরাহ পুনর্বহাল করতে হবে । রেশন ডিলারদের মাসে নূন্যতম 50 হাজার টাকা আয় সুনিশ্চিত করতে হবে । ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সুপারিশ মেনে নূন্যতম কুইন্টাল পিছু 764 টাকা কমিশন লাগু করতে হবে ।

এছাড়া তাদের আরও দাবি, কেন্দ্রীয় খাদ্য প্রতিমন্ত্রীর বিবৃতিকে মান্যতা দিয়ে গ্রাহকদের দুর্ভোগ ও হয়রানি কমানোর উদ্দেশ্যে জরুরি পরিস্থিতিতে ই-পিওএস মেশিনে আধার নম্বর দিয়ে রেশন বিলি করতে দিতে হবে । চাল, গম ও চিনিতে কুইন্টাল পিছু 1 কেজি করে হ্যান্ডলিং লস দিতে হবে । মূল্যবৃদ্ধি রুখতে ও একই সঙ্গে কৃষকদের উৎপাদনে উৎসাহ দিতে রেশন দোকান থেকে ভোজ্যতেল, ডাল ও চিনি সরবরাহ করতে হবে ।

Bengal Ration Model
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো রেশন ডিলারদের চিঠি

ওই সংগঠনের আরও দাবি, খাদ্যশস্যের গুণমান বজায় রাখতে শুধুমাত্র চটের বস্তায় খাদ্যশস্য সরবরাহ করতে হবে । গ্রামীণ এলাকায় রেশন দোকানগুলিকে চাল ও গমের ডিরেক্ট প্রোকিওরমেন্ট এজেন্ট হিসেবে নিয়োগ করতে হবে । রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সব রেশন ডিলারদের পাওনা কমিশন অবিলম্বে পরিশোধ করতে হবে ৷

আরও পড়ুন: রেটিনা স্ক্যানে মিলবে রেশন, বিশেষ উদ্যোগ খাদ্য দফতরের

কলকাতা, 23 মার্চ: পশ্চিমবঙ্গে যে রেশন ব্যবস্থা চালু আছে, তা গোটা দেশে চালু করা হোক । এমনটাই দাবি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ভাই প্রহ্লাদ মোদির সংগঠনের ।

বুধবার রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তরফে 11 দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে । এই সংগঠনের সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি (Prahlad Modi) । তাদের সেই এগারো দফা দাবির মধ্যে 9 নম্বর দাবিতে সারা দেশে 'ওয়েস্ট বেঙ্গল রেশন মডেল' চালুর আর্জি জানানো হয়েছে (Bengal Ration Model) ।

Bengal Ration Model
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো রেশন ডিলারদের চিঠি

বাংলায় যেমন খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে গোটা রাজ্যের সমস্ত রেশন কার্ড গ্রাহককে রেশন দেওয়া হয়, সেটাকেই চালুর দাবি করা হয়েছে । অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, "নির্দিষ্ট দাবিতে আমরা বহুদিন থেকে আন্দোলন করছি । পশ্চিমবঙ্গ রেশন মডেল অনুসরণ করে সারাদেশ জুড়ে প্রত্যেক নাগরিককে রেশন সামগ্রী সরবরাহ করতে হবে । গতকাল আবেদন করা হয়েছে । পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে ।"

ইটিভি ভারতের তরফে বিশ্বম্ভর বসুকে প্রশ্ন করা হয় যে সারা দেশে 'ওয়েস্ট বেঙ্গল রেশন মডেল' বলতে কী বোঝাতে চেয়েছেন ? উত্তরে তিনি বলেন, "বাংলায় খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে সারা রাজ্যের মানুষকে রেশন দেওয়া হয় । সেই রকম ভাবেই সারা দেশের মানুষকে রেশন দেওয়া হোক ।"

Bengal Ration Model
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো রেশন ডিলারদের চিঠি

এই সংগঠনের তরফে আরও বেশ কয়েকটি দাবি তোলা হয়েছে । সেগুলির মধ্যে রয়েছে, খাদ্য সুরক্ষা আইনের অধীনে গরিব মানুষকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় মাসে অতিরিক্ত 5 কিলোগ্রাম খাদ্যশস্যের সরবরাহ পুনর্বহাল করতে হবে । রেশন ডিলারদের মাসে নূন্যতম 50 হাজার টাকা আয় সুনিশ্চিত করতে হবে । ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সুপারিশ মেনে নূন্যতম কুইন্টাল পিছু 764 টাকা কমিশন লাগু করতে হবে ।

এছাড়া তাদের আরও দাবি, কেন্দ্রীয় খাদ্য প্রতিমন্ত্রীর বিবৃতিকে মান্যতা দিয়ে গ্রাহকদের দুর্ভোগ ও হয়রানি কমানোর উদ্দেশ্যে জরুরি পরিস্থিতিতে ই-পিওএস মেশিনে আধার নম্বর দিয়ে রেশন বিলি করতে দিতে হবে । চাল, গম ও চিনিতে কুইন্টাল পিছু 1 কেজি করে হ্যান্ডলিং লস দিতে হবে । মূল্যবৃদ্ধি রুখতে ও একই সঙ্গে কৃষকদের উৎপাদনে উৎসাহ দিতে রেশন দোকান থেকে ভোজ্যতেল, ডাল ও চিনি সরবরাহ করতে হবে ।

Bengal Ration Model
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো রেশন ডিলারদের চিঠি

ওই সংগঠনের আরও দাবি, খাদ্যশস্যের গুণমান বজায় রাখতে শুধুমাত্র চটের বস্তায় খাদ্যশস্য সরবরাহ করতে হবে । গ্রামীণ এলাকায় রেশন দোকানগুলিকে চাল ও গমের ডিরেক্ট প্রোকিওরমেন্ট এজেন্ট হিসেবে নিয়োগ করতে হবে । রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সব রেশন ডিলারদের পাওনা কমিশন অবিলম্বে পরিশোধ করতে হবে ৷

আরও পড়ুন: রেটিনা স্ক্যানে মিলবে রেশন, বিশেষ উদ্যোগ খাদ্য দফতরের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.