ETV Bharat / bharat

রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগে 'দৈবিক চেতনার বিকাশ', 11 দিনের বিশেষ ব্রত প্রধানমন্ত্রীর - Ram Mandir

Narendra Modi Beginning 11-days Special Vow: রাম মন্দিরের উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আগামী 22 জানুয়ারি সেই অনুষ্ঠানের আগে শুদ্ধিকরণের নিয়ম পালন করছেন তিনি ৷ আজ থেকে 11 দিন নানান ব্রত পালনের মাধ্যমে এই অনুষ্ঠান চলবে বলে জানিয়েছেন মোদি ৷

ETV BHARTA
ETV BHARTA
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2024, 2:01 PM IST

নয়াদিল্লি, 12 জানুয়ারি: অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার কার্যক্রম করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর আগে এগারোদিনের বিশেষ অনুষ্ঠান বা ব্রতপালন করবেন তিনি ৷ আজ থেকে রাম মন্দিরের উদ্বোধন পর্যন্ত টানা 11 দিন এই বিশেষ ব্রতপালন করবেন ৷ আজ সোশাল মিডিয়ায় একটি অডিয়ো বার্তায় একথা জানিয়েছেন নরেন্দ্র মোদি নিজে ৷ যেখানে তিনি জানিয়েছেন, দেবতার প্রাণ প্রতিষ্ঠার আগে, নিজের মধ্যে 'দৈবিক চেতনার বিকাশ' ঘটাতে এই অনুষ্ঠান পালন করবেন তিনি ৷

মোদির কথায়, "রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য সমগ্র দেশবাসীর হয়ে আমি প্রতিনিধিত্ব করছি ৷ এটা আমার কাছে এক অনন্য অনুভূতি ৷ যা ভাষায় ব্যক্ত করার পরিস্থিতিতে আমি নেই ৷ আর এটা প্রকাশ করার বিষয় নয় ৷ এটা অনুভূতির বিষয় ৷" রাম মন্দির প্রতিষ্ঠার আগে নিজেকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত করছেন মোদি ৷ যে কারণে তিনি বিভিন্ন ধর্মগুরু এবং সাধকদের পরামর্শ পালন করছেন ৷ আর তারই অংশ হিসেবে এই 11দিনের বিশেষ ব্রত অনুষ্ঠান করবেন মোদি ৷

  • प्राण-प्रतिष्ठा से पूर्व 11 दिवसीय व्रत अनुष्ठान का पालन मेरा सौभाग्य है। मैं देश-विदेश से मिल रहे आशीर्वाद से अभिभूत हूं। https://t.co/JGk7CYAOxe pic.twitter.com/BGv4hmcvY1

    — Narendra Modi (@narendramodi) January 12, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী তাঁর অডিয়ো বার্তায় উল্লেখ করেছেন, "ঈশ্বরের আরাধনা এবং তাঁর যজ্ঞ করতে হলে, নিজেদের মধ্যেও 'দৈবিক চেতনা' জাগ্রত করতে হয় ৷ এর জন্য শাস্ত্র ব্রত এবং কঠোর নিয়ম পালনের কথা বলা হয়েছে ৷ যা প্রাণ প্রতিষ্ঠার আগে পালন করতে হয় ৷ এর জন্য আধ্যাত্মিক যাত্রার কয়েকজন সাধক এবং মহাপুরুষদের থেকে আমি যে দ্বিগনির্দেশ পেয়েছি সেই অনুযায়ী, আজ থেকে 11 দিনের 'বিশেষ অনুষ্ঠান' শুরু করছি ৷ আমি এই নিয়ম পালনের আগে সকল ঋষি-মুনি এবং জনতা, যাঁরা ঈশ্বরের রূপ, তাঁদের কাছে প্রার্থনা করি আমাকে আর্শিবাদ করুন ৷"

উল্লেখ্য, আজ স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে মহারাষ্ট্রের নাসিকে জাতীয় যুব উৎসবে অংশ নেবেন প্রধানমন্ত্রী ৷ তিনি জানিয়েছেন, সেখান থেকেই এই 11 দিনের 'বিশেষ অনুষ্ঠান' শুরু করবেন তিনি ৷ মোদি বলেন, "আমার সৌভাগ্য যে, নাসিক ধাম-পঞ্চবটি থেকে এর সূচনা করছি ৷ পঞ্চবটি, সেই পবিত্র ধরা, যেখানে প্রভু শ্রীরাম বহু সময় কাটিয়ে ছিলেন ৷"

উল্লেখ্য, 22 জানুয়ারি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে রামলালার মূর্তি হাতে, মূলমন্দিরে স্বয়ং মোদি নিজে প্রবেশ করবেন ৷ 25 সেকেন্ডে 300 মিটার হেঁটে মূর্তি নিয়ে গর্ভগৃহে তা স্থাপন করবেন তিনি ৷ ইতিমধ্যে, এই উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অযোধ্যা শহর ৷ প্রধানমন্ত্রী এবং বিভিন্ন ধর্মগুরুদের পাশাপাশি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য সাধারণ মানুষ ও বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন ৷

আরও পড়ুন:

  1. উপার্জনের অর্ধেক দান রাম মন্দির নির্মাণে, প্রাণ প্রতিষ্ঠার আমন্ত্রণ এল আবর্জনা কুড়ানির কাছেও
  2. 25 সেকেন্ডে 300 মিটার হেঁটে গর্ভগৃহে রামলালাকে স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদি
  3. 'মোদি রামের মূর্তি স্পর্শ করবেন দেখতে যেতে পারব না', আমন্ত্রণ ফিরিয়ে মন্তব্য পুরীর শঙ্করাচার্যের

নয়াদিল্লি, 12 জানুয়ারি: অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার কার্যক্রম করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর আগে এগারোদিনের বিশেষ অনুষ্ঠান বা ব্রতপালন করবেন তিনি ৷ আজ থেকে রাম মন্দিরের উদ্বোধন পর্যন্ত টানা 11 দিন এই বিশেষ ব্রতপালন করবেন ৷ আজ সোশাল মিডিয়ায় একটি অডিয়ো বার্তায় একথা জানিয়েছেন নরেন্দ্র মোদি নিজে ৷ যেখানে তিনি জানিয়েছেন, দেবতার প্রাণ প্রতিষ্ঠার আগে, নিজের মধ্যে 'দৈবিক চেতনার বিকাশ' ঘটাতে এই অনুষ্ঠান পালন করবেন তিনি ৷

মোদির কথায়, "রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য সমগ্র দেশবাসীর হয়ে আমি প্রতিনিধিত্ব করছি ৷ এটা আমার কাছে এক অনন্য অনুভূতি ৷ যা ভাষায় ব্যক্ত করার পরিস্থিতিতে আমি নেই ৷ আর এটা প্রকাশ করার বিষয় নয় ৷ এটা অনুভূতির বিষয় ৷" রাম মন্দির প্রতিষ্ঠার আগে নিজেকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত করছেন মোদি ৷ যে কারণে তিনি বিভিন্ন ধর্মগুরু এবং সাধকদের পরামর্শ পালন করছেন ৷ আর তারই অংশ হিসেবে এই 11দিনের বিশেষ ব্রত অনুষ্ঠান করবেন মোদি ৷

  • प्राण-प्रतिष्ठा से पूर्व 11 दिवसीय व्रत अनुष्ठान का पालन मेरा सौभाग्य है। मैं देश-विदेश से मिल रहे आशीर्वाद से अभिभूत हूं। https://t.co/JGk7CYAOxe pic.twitter.com/BGv4hmcvY1

    — Narendra Modi (@narendramodi) January 12, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী তাঁর অডিয়ো বার্তায় উল্লেখ করেছেন, "ঈশ্বরের আরাধনা এবং তাঁর যজ্ঞ করতে হলে, নিজেদের মধ্যেও 'দৈবিক চেতনা' জাগ্রত করতে হয় ৷ এর জন্য শাস্ত্র ব্রত এবং কঠোর নিয়ম পালনের কথা বলা হয়েছে ৷ যা প্রাণ প্রতিষ্ঠার আগে পালন করতে হয় ৷ এর জন্য আধ্যাত্মিক যাত্রার কয়েকজন সাধক এবং মহাপুরুষদের থেকে আমি যে দ্বিগনির্দেশ পেয়েছি সেই অনুযায়ী, আজ থেকে 11 দিনের 'বিশেষ অনুষ্ঠান' শুরু করছি ৷ আমি এই নিয়ম পালনের আগে সকল ঋষি-মুনি এবং জনতা, যাঁরা ঈশ্বরের রূপ, তাঁদের কাছে প্রার্থনা করি আমাকে আর্শিবাদ করুন ৷"

উল্লেখ্য, আজ স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে মহারাষ্ট্রের নাসিকে জাতীয় যুব উৎসবে অংশ নেবেন প্রধানমন্ত্রী ৷ তিনি জানিয়েছেন, সেখান থেকেই এই 11 দিনের 'বিশেষ অনুষ্ঠান' শুরু করবেন তিনি ৷ মোদি বলেন, "আমার সৌভাগ্য যে, নাসিক ধাম-পঞ্চবটি থেকে এর সূচনা করছি ৷ পঞ্চবটি, সেই পবিত্র ধরা, যেখানে প্রভু শ্রীরাম বহু সময় কাটিয়ে ছিলেন ৷"

উল্লেখ্য, 22 জানুয়ারি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে রামলালার মূর্তি হাতে, মূলমন্দিরে স্বয়ং মোদি নিজে প্রবেশ করবেন ৷ 25 সেকেন্ডে 300 মিটার হেঁটে মূর্তি নিয়ে গর্ভগৃহে তা স্থাপন করবেন তিনি ৷ ইতিমধ্যে, এই উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অযোধ্যা শহর ৷ প্রধানমন্ত্রী এবং বিভিন্ন ধর্মগুরুদের পাশাপাশি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য সাধারণ মানুষ ও বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন ৷

আরও পড়ুন:

  1. উপার্জনের অর্ধেক দান রাম মন্দির নির্মাণে, প্রাণ প্রতিষ্ঠার আমন্ত্রণ এল আবর্জনা কুড়ানির কাছেও
  2. 25 সেকেন্ডে 300 মিটার হেঁটে গর্ভগৃহে রামলালাকে স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদি
  3. 'মোদি রামের মূর্তি স্পর্শ করবেন দেখতে যেতে পারব না', আমন্ত্রণ ফিরিয়ে মন্তব্য পুরীর শঙ্করাচার্যের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.