নয়াদিল্লি, 12 জানুয়ারি: অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার কার্যক্রম করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর আগে এগারোদিনের বিশেষ অনুষ্ঠান বা ব্রতপালন করবেন তিনি ৷ আজ থেকে রাম মন্দিরের উদ্বোধন পর্যন্ত টানা 11 দিন এই বিশেষ ব্রতপালন করবেন ৷ আজ সোশাল মিডিয়ায় একটি অডিয়ো বার্তায় একথা জানিয়েছেন নরেন্দ্র মোদি নিজে ৷ যেখানে তিনি জানিয়েছেন, দেবতার প্রাণ প্রতিষ্ঠার আগে, নিজের মধ্যে 'দৈবিক চেতনার বিকাশ' ঘটাতে এই অনুষ্ঠান পালন করবেন তিনি ৷
মোদির কথায়, "রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য সমগ্র দেশবাসীর হয়ে আমি প্রতিনিধিত্ব করছি ৷ এটা আমার কাছে এক অনন্য অনুভূতি ৷ যা ভাষায় ব্যক্ত করার পরিস্থিতিতে আমি নেই ৷ আর এটা প্রকাশ করার বিষয় নয় ৷ এটা অনুভূতির বিষয় ৷" রাম মন্দির প্রতিষ্ঠার আগে নিজেকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত করছেন মোদি ৷ যে কারণে তিনি বিভিন্ন ধর্মগুরু এবং সাধকদের পরামর্শ পালন করছেন ৷ আর তারই অংশ হিসেবে এই 11দিনের বিশেষ ব্রত অনুষ্ঠান করবেন মোদি ৷
-
प्राण-प्रतिष्ठा से पूर्व 11 दिवसीय व्रत अनुष्ठान का पालन मेरा सौभाग्य है। मैं देश-विदेश से मिल रहे आशीर्वाद से अभिभूत हूं। https://t.co/JGk7CYAOxe pic.twitter.com/BGv4hmcvY1
— Narendra Modi (@narendramodi) January 12, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">प्राण-प्रतिष्ठा से पूर्व 11 दिवसीय व्रत अनुष्ठान का पालन मेरा सौभाग्य है। मैं देश-विदेश से मिल रहे आशीर्वाद से अभिभूत हूं। https://t.co/JGk7CYAOxe pic.twitter.com/BGv4hmcvY1
— Narendra Modi (@narendramodi) January 12, 2024प्राण-प्रतिष्ठा से पूर्व 11 दिवसीय व्रत अनुष्ठान का पालन मेरा सौभाग्य है। मैं देश-विदेश से मिल रहे आशीर्वाद से अभिभूत हूं। https://t.co/JGk7CYAOxe pic.twitter.com/BGv4hmcvY1
— Narendra Modi (@narendramodi) January 12, 2024
প্রধানমন্ত্রী তাঁর অডিয়ো বার্তায় উল্লেখ করেছেন, "ঈশ্বরের আরাধনা এবং তাঁর যজ্ঞ করতে হলে, নিজেদের মধ্যেও 'দৈবিক চেতনা' জাগ্রত করতে হয় ৷ এর জন্য শাস্ত্র ব্রত এবং কঠোর নিয়ম পালনের কথা বলা হয়েছে ৷ যা প্রাণ প্রতিষ্ঠার আগে পালন করতে হয় ৷ এর জন্য আধ্যাত্মিক যাত্রার কয়েকজন সাধক এবং মহাপুরুষদের থেকে আমি যে দ্বিগনির্দেশ পেয়েছি সেই অনুযায়ী, আজ থেকে 11 দিনের 'বিশেষ অনুষ্ঠান' শুরু করছি ৷ আমি এই নিয়ম পালনের আগে সকল ঋষি-মুনি এবং জনতা, যাঁরা ঈশ্বরের রূপ, তাঁদের কাছে প্রার্থনা করি আমাকে আর্শিবাদ করুন ৷"
উল্লেখ্য, আজ স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে মহারাষ্ট্রের নাসিকে জাতীয় যুব উৎসবে অংশ নেবেন প্রধানমন্ত্রী ৷ তিনি জানিয়েছেন, সেখান থেকেই এই 11 দিনের 'বিশেষ অনুষ্ঠান' শুরু করবেন তিনি ৷ মোদি বলেন, "আমার সৌভাগ্য যে, নাসিক ধাম-পঞ্চবটি থেকে এর সূচনা করছি ৷ পঞ্চবটি, সেই পবিত্র ধরা, যেখানে প্রভু শ্রীরাম বহু সময় কাটিয়ে ছিলেন ৷"
উল্লেখ্য, 22 জানুয়ারি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে রামলালার মূর্তি হাতে, মূলমন্দিরে স্বয়ং মোদি নিজে প্রবেশ করবেন ৷ 25 সেকেন্ডে 300 মিটার হেঁটে মূর্তি নিয়ে গর্ভগৃহে তা স্থাপন করবেন তিনি ৷ ইতিমধ্যে, এই উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অযোধ্যা শহর ৷ প্রধানমন্ত্রী এবং বিভিন্ন ধর্মগুরুদের পাশাপাশি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য সাধারণ মানুষ ও বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন ৷
আরও পড়ুন: