ETV Bharat / bharat

দীপাবলিতে দেশবাসীর কাছে দেশীয় দ্রব্য় কেনার আবেদন প্রধানমন্ত্রীর - নরেন্দ্র মোদি

সোমবার ভিডিয়ো কনফারেন্সে বারাণসীতে একটি প্রকল্পের উদ্বোধনে অংশ নেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই দীপাবলির শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভোকাল ফর লোকালের এই মন্ত্রটি বর্তমানে লোকাল ফর দিওয়ালিতেও পরিণত হয়েছে ৷

pm-asks-people-to-buy-local-products-this-diwali
দীপাবলিতেও ‘ভোকাল ফর লোকাল’, বার্তা প্রধানমন্ত্রীর
author img

By

Published : Nov 9, 2020, 2:49 PM IST

দিল্লি, 9 নভেম্বর : দীপাবলিতে দেশীয় দ্রব্য় কেনার জন্য় দেশবাসীর কাছে আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার "ভোকাল ফর লোকাল" কর্মসূচিতে এই আবেদন জানান তিনি ৷ বলেন, দেশীয় দ্রব্য় ব্য়বহারের মধ্যে দিয়ে দীপাবলি পালন করলে অর্থনীতিও চাঙ্গা হবে ৷ এদিন তিনি দেশবাসীকে দীপাবলির আগাম শুভেচ্ছা জানাতে গিয়ে এই বার্তা দেন ৷

সোমবার ভিডিয়ো কনফারেন্সে বারাণসীতে একটি প্রকল্পের উদ্বোধনে অংশ নেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই দীপাবলির শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভোকাল ফর লোকালের এই মন্ত্রটি বর্তমানে, লোকাল ফর দিওয়ালিতেও পরিণত হয়েছে ৷ এরপরেই তিনি বলেন, বারাণসীর পাশাপাশি দেশের সব নাগরিকের উচিত লোকাল ফর দিওয়ালিকে আরও প্রচারের আলোয় নিয়ে আসা ৷ এরপর মোদি যোগ করেন, যখন দেশের সব নাগরিক গর্বের সঙ্গে দেশীয় দ্রব্য় কিনবেন, সেই দ্রব্য় নিয়ে কথা বলবেন, এই বার্তাটি পুরো দেশের কাছে পৌঁছাবে যে আমাদের দেশীয় দ্রব্য় কতটা ভালো ৷ যা অনেক দূর পর্যন্ত প্রচার হবে ৷

এতে শুধু স্থানীয় পরিচিতিই বাড়বে না ৷ যাঁরা সেই দ্রব্য় তৈরি করছেন তাঁদের দীপাবলিও আলোয় ভরে উঠবে বলে জানান প্রধানমন্ত্রী ৷ সঙ্গে তিনি এও স্পষ্ট করে দেন, দেশীয় দ্রব্য় মানেই যে শুধু প্রদীপ কিনতে হবে তা নয় ৷ দীপাবলিতে আমরা যা যা ব্য়বহার করি সব দেশীয় দ্রব্য় কেনাটাও জরুরি ৷ এতে যাঁরা সেই দ্রব্য়গুলি বানাচ্ছেন, তাঁরাও উৎসাহিত হবেন ৷

দিল্লি, 9 নভেম্বর : দীপাবলিতে দেশীয় দ্রব্য় কেনার জন্য় দেশবাসীর কাছে আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার "ভোকাল ফর লোকাল" কর্মসূচিতে এই আবেদন জানান তিনি ৷ বলেন, দেশীয় দ্রব্য় ব্য়বহারের মধ্যে দিয়ে দীপাবলি পালন করলে অর্থনীতিও চাঙ্গা হবে ৷ এদিন তিনি দেশবাসীকে দীপাবলির আগাম শুভেচ্ছা জানাতে গিয়ে এই বার্তা দেন ৷

সোমবার ভিডিয়ো কনফারেন্সে বারাণসীতে একটি প্রকল্পের উদ্বোধনে অংশ নেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই দীপাবলির শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভোকাল ফর লোকালের এই মন্ত্রটি বর্তমানে, লোকাল ফর দিওয়ালিতেও পরিণত হয়েছে ৷ এরপরেই তিনি বলেন, বারাণসীর পাশাপাশি দেশের সব নাগরিকের উচিত লোকাল ফর দিওয়ালিকে আরও প্রচারের আলোয় নিয়ে আসা ৷ এরপর মোদি যোগ করেন, যখন দেশের সব নাগরিক গর্বের সঙ্গে দেশীয় দ্রব্য় কিনবেন, সেই দ্রব্য় নিয়ে কথা বলবেন, এই বার্তাটি পুরো দেশের কাছে পৌঁছাবে যে আমাদের দেশীয় দ্রব্য় কতটা ভালো ৷ যা অনেক দূর পর্যন্ত প্রচার হবে ৷

এতে শুধু স্থানীয় পরিচিতিই বাড়বে না ৷ যাঁরা সেই দ্রব্য় তৈরি করছেন তাঁদের দীপাবলিও আলোয় ভরে উঠবে বলে জানান প্রধানমন্ত্রী ৷ সঙ্গে তিনি এও স্পষ্ট করে দেন, দেশীয় দ্রব্য় মানেই যে শুধু প্রদীপ কিনতে হবে তা নয় ৷ দীপাবলিতে আমরা যা যা ব্য়বহার করি সব দেশীয় দ্রব্য় কেনাটাও জরুরি ৷ এতে যাঁরা সেই দ্রব্য়গুলি বানাচ্ছেন, তাঁরাও উৎসাহিত হবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.