ETV Bharat / bharat

স্ট্র্যান্ড রোডের ঘটনায় শোকাহত প্রধানমন্ত্রী, মৃত ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা - স্ট্র্যান্ড রোডের ঘটনায় প্রধানমন্ত্রী দফতরের তরফে ক্ষতিপূরণ

প্রধানমন্ত্রীর দফতরের তরফে মৃতদের পরিবার পিছু 2 লাখ টাকা করে ও গুরুতর আহতদের জন্য 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে ৷

Narendra Modi
নরেন্দ্র মোদি
author img

By

Published : Mar 9, 2021, 8:38 AM IST

Updated : Mar 9, 2021, 9:12 AM IST

নয়াদিল্লি, 9 মার্চ : স্ট্র্যান্ড রোডে রেলের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ মৃত ও আহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে টুইটে লেখেন, "দুঃখজনক ঘটনা ৷ মৃতদের পরিবারকে সমবেদনা জানাই । আহতদের দ্রুত আরোগ্য কামন করি ৷"

প্রধানমন্ত্রীর দফতরের তরফে মৃতদের পরিবার পিছু দু'লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে ৷ পাশাপাশি গুরুতর আহতদের জন্য 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে ৷

সোমবার সন্ধ্যায় রেলের ওই বহুতলে আগুন লাগে ৷ প্রথমে আগুন লাগে 13 তলায় ৷ পরে তা ছড়িয়ে পড়ে 12 তলায় ৷ দমকলের 17 টি ইঞ্জিনের সাহায্যে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ৷ তবে এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের ৷ ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9 ৷ জানা গেছে, মৃতদের মধ্যে দু'জন রেলকর্মী, চারজন দমকলকর্মী, একজন হেয়ার স্ট্রিট থানার এএসআই । বাকি দু'জনের নাম, পরিচয় এখনও জানা যায়নি ৷

  • Saddened by the loss of lives due to the fire tragedy in Kolkata. In this hour of sadness, my thoughts are with the bereaved families. May the injured recover at the earliest.

    — Narendra Modi (@narendramodi) March 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডে মৃত 9, চাকরি ও আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি জানিয়েছেন, ক্ষতিপূরণ ছাড়া মৃতদের পরিবার পিছু এক জনকে সরকারি চাকরিও দেওয়া হবে ।

  • PM @narendramodi has approved an ex-gratia of Rs. 2 lakh each from PMNRF for the next of kin of those who have lost their lives due to the tragic fire in Kolkata. Rs. 50,000 would be given to those seriously injured.

    — PMO India (@PMOIndia) March 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নয়াদিল্লি, 9 মার্চ : স্ট্র্যান্ড রোডে রেলের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ মৃত ও আহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে টুইটে লেখেন, "দুঃখজনক ঘটনা ৷ মৃতদের পরিবারকে সমবেদনা জানাই । আহতদের দ্রুত আরোগ্য কামন করি ৷"

প্রধানমন্ত্রীর দফতরের তরফে মৃতদের পরিবার পিছু দু'লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে ৷ পাশাপাশি গুরুতর আহতদের জন্য 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে ৷

সোমবার সন্ধ্যায় রেলের ওই বহুতলে আগুন লাগে ৷ প্রথমে আগুন লাগে 13 তলায় ৷ পরে তা ছড়িয়ে পড়ে 12 তলায় ৷ দমকলের 17 টি ইঞ্জিনের সাহায্যে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ৷ তবে এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের ৷ ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9 ৷ জানা গেছে, মৃতদের মধ্যে দু'জন রেলকর্মী, চারজন দমকলকর্মী, একজন হেয়ার স্ট্রিট থানার এএসআই । বাকি দু'জনের নাম, পরিচয় এখনও জানা যায়নি ৷

  • Saddened by the loss of lives due to the fire tragedy in Kolkata. In this hour of sadness, my thoughts are with the bereaved families. May the injured recover at the earliest.

    — Narendra Modi (@narendramodi) March 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডে মৃত 9, চাকরি ও আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি জানিয়েছেন, ক্ষতিপূরণ ছাড়া মৃতদের পরিবার পিছু এক জনকে সরকারি চাকরিও দেওয়া হবে ।

  • PM @narendramodi has approved an ex-gratia of Rs. 2 lakh each from PMNRF for the next of kin of those who have lost their lives due to the tragic fire in Kolkata. Rs. 50,000 would be given to those seriously injured.

    — PMO India (@PMOIndia) March 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Mar 9, 2021, 9:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.