নয়াদিল্লি, 14 এপ্রিল: আজ বিআর আম্বেদকরের 131তম জন্মবার্ষিকী ৷ আম্বেদকর জয়ন্তীতে প্রধানমন্ত্রী তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ৷ টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তিনি লেখেন, "সংবিধানের স্থপতি বাবাসাহেব ভীমরাও রামজী আম্বেদকরের জন্মবার্ষিকীতে দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই ৷" এর সঙ্গে তিনি বি আর আম্বেদকরকে নিয়ে একটি বার্তা পোস্ট করেছেন ৷ অন্যদিকে কীভাবে বাবাসাহেব সমাজের পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নের জন্য জীবন উৎসর্গ করেছেন সেকথা তুলে ধরেন প্রধানমন্ত্রী ।
আজ সারা দেশে দিনভর নানাবিধ কর্মসূচির মাধ্যমে বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী পালিত হবে ৷ তার মধ্যে অন্যতম হায়দরাবাদ ৷ শুক্রবার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বিআর আম্বেদকরের একটি মূর্তি উন্মোচন করবেন ৷ মূর্তিটির উচ্চতা 125 ফুট ৷ এই উপলক্ষ্যে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷
-
I extend my heartiest greetings and best wishes to all fellow citizens on the occasion of the birth anniversary of the architect of our Constitution, Babasaheb Bhimrao Ramji Ambedkar. pic.twitter.com/gQDjMxPGrL
— President of India (@rashtrapatibhvn) April 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I extend my heartiest greetings and best wishes to all fellow citizens on the occasion of the birth anniversary of the architect of our Constitution, Babasaheb Bhimrao Ramji Ambedkar. pic.twitter.com/gQDjMxPGrL
— President of India (@rashtrapatibhvn) April 14, 2023I extend my heartiest greetings and best wishes to all fellow citizens on the occasion of the birth anniversary of the architect of our Constitution, Babasaheb Bhimrao Ramji Ambedkar. pic.twitter.com/gQDjMxPGrL
— President of India (@rashtrapatibhvn) April 14, 2023
এ নিয়ে মন্ত্রিসভার সদস্য ও আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে ৷ সেই অনুযায়ী, আম্বেদকরের বিশাল মূর্তিটির উপরে হেলিকপ্টার থেকে ফুলের পাপড়ি ছড়িয়ে শ্রদ্ধা জানাবে তেলেঙ্গানা সরকার ৷ একটি নতুন সেক্রেটারিয়েট বিল্ডিং কমপ্লেক্সের উদ্বোধনের বিষয়টিও আলোচনা হয়েছে বৈঠকে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকরকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ এই বিশালাকার মূর্তিটি স্টেট সেক্রেটারিয়েটের পাশেই অবস্থিত ৷ এর উলটো দিকে আছে বুদ্ধ মূর্তি এবং তেলেঙ্গানা মারটিয়ার্স মেমোরিয়াল ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আম্বেদকরের এই মূর্তিটি প্রতিদিন মানুষকে উৎসাহ জোগাবে ৷ পাশাপাশি পুরো রাজ্য প্রশাসনকেও অনুপ্রাণিত করবে ৷
-
PM @narendramodi paid tributes to the great Dr. Babasaheb Ambedkar on his Jayanti. pic.twitter.com/T1DJ9NJZqX
— PMO India (@PMOIndia) April 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">PM @narendramodi paid tributes to the great Dr. Babasaheb Ambedkar on his Jayanti. pic.twitter.com/T1DJ9NJZqX
— PMO India (@PMOIndia) April 14, 2023PM @narendramodi paid tributes to the great Dr. Babasaheb Ambedkar on his Jayanti. pic.twitter.com/T1DJ9NJZqX
— PMO India (@PMOIndia) April 14, 2023
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এই মূর্তি নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার পর সমস্ত কাজ শেষ করতে দু'বছর সময় লেগেছে ৷ এই মূর্তিটি স্থপতি 98 বছর বয়সি রাম ভাঞ্জি সুতার ৷ পদ্ম ভূষণ সম্মানে ভূষিত শিল্পীকেও আজ এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে রাজ্য সরকার ৷ তাঁকে সম্মান জানানো হবে ৷ 35 হাজারেরও বেশি মানুষ যাতে এই অনুষ্ঠান দেখতে পারেন, সেই অনুযায়ী বন্দোবস্ত করা হয়েছে ৷ প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে 300 জন মানুষ এই অনুষ্ঠানে হাজির থাকবেন বলে জানা গিয়েছে ৷ আমজনতার যাতায়াতের জন্য রাজ্য পরিবহণ সংস্থার প্রায় 750টি বাস চলাচল করবে আজ ৷
আরও পড়ুন: বিআর আম্বেদকরের 131তম জন্মবার্ষিকীতে 131 কেজির কেক