ETV Bharat / bharat

Modi Mamata extend New Year greetings : অগ্রগতি ও সমৃদ্ধি প্রার্থনা করে নতুন বছরের শুভেচ্ছা রামনাথ-মোদি-মমতার - Modi Mamata extend New Year greetings

এ দিন সকালে দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন বর্তমান ভারতীয় রাজনীতির দুই প্রধান ব্যক্তিত্ব ৷ প্রথমজন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi wishes on new year 2022) এবং দ্বিতীয়জন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee wishes on new year 2022)৷ দেশ হিসেবে ভারত যাতে অগ্রগতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় পৌঁছতে পারে সেই আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ নতুন বছরে সবার শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷

PM Narendra Modi and other political leaders extend new year wishes
PM Narendra Modi and other political leaders extend new year wishes
author img

By

Published : Jan 1, 2022, 10:22 AM IST

Updated : Jan 1, 2022, 11:57 AM IST

নয়াদিল্লি, 1 জানুয়ারি : এ দিন সকালে দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন বর্তমান ভারতীয় রাজনীতির দুই প্রধান ব্যক্তিত্ব ৷ প্রথমজন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi wishes on new year 2022) এবং দ্বিতীয়জন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee wishes on new year 2022)৷ দেশ হিসেবে ভারত যাতে অগ্রগতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় পৌঁছতে পারে সেই আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ নতুন বছরে সবার শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ এ দিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ৷

রাষ্ট্রপতি ভবনের তরফে ইংরেজি নববর্ষের শুভেচ্ছায় (President Ramnath Kovind extends New Year greetings) বলা হয়েছে, ‘‘সবাইকে শুভ নববর্ষ ! আসুন আমাদের সমাজ ও দেশের সর্বাত্মক অগ্রগতির সূচনার সংকল্প নিয়ে নতুন বছরকে স্বাগত জানাই ৷ আশা করি নববর্ষ 2022 আমাদের সবার জীবনে আনন্দ, সুস্বাস্থ্য, সাফল্য এবং শান্তি নিয়ে আসুক ৷’’

  • Happy New Year to everyone!

    Let us welcome the new year with a resolve to usher in all round progress in our society and country.

    May the New Year-2022 bring happiness, health, success, prosperity and peace in our lives.

    — President of India (@rashtrapatibhvn) January 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা (Prime Minister Narendra Modi extends New Year greetings) জানিয়ে লেখেন, ‘‘শুভ 2022! নতুন এই বছর সবার জীবনে আনন্দ এবং সুস্বাস্থ্য নিয়ে আসবে ৷ আমরা যেন অগ্রগতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় পৌঁছতে পারি ৷ আর আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নপূরণ করতে আরও পরিশ্রম করতে পারি ৷’’

  • Happy 2022!

    May this year bring abundance of joy and good health in everyone’s lives.

    May we keep scaling new heights of progress and prosperity, and work even harder to fulfil the dreams of our great freedom fighters. pic.twitter.com/dHoaD4tbpk

    — Narendra Modi (@narendramodi) January 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : 24th Foundation Day of TMC : অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধের ডাক, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মজবুতের আহ্বান মমতার

বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর শুভেচ্ছায় সমৃদ্ধির বার্তা দিয়েছেন ৷ তিনি লেখেন, ‘‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই ! আশা করি 2022 আপনাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে ৷ আপনাদের সকল স্বপ্নপূরণ হোক ৷ যেভাবেই দিনটিকে উদযাপন করুন না কেন, কোভিডবিধিগুলি পালন করলে ভুলবেন না ৷’’

  • Wishing everyone a very Happy New Year!

    May 2022 turn out to be a year that fills your lives with peace and prosperity. May all your dreams come true. May God bless you and your loved ones.

    Please remember to follow all COVID protocols as you celebrate.

    — Mamata Banerjee (@MamataOfficial) January 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ দিন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও দেশবাসীর উদ্দেশে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লেখেন, ‘‘আমি প্রার্থনা করি নতুন বছর সবার জীবনে খুশি এবং সুস্বাস্থ্য নিয়ে আসবে ৷ আশা করছি এটি সহানুভূতি, সাম্য ও ঐক্যের বছরে পরিণত হবে ৷’’ এ দিন সকালে উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথও দেশবাসীকে তাঁর শুভেচ্ছা জানান ৷ এ ছাড়াও জাতীয় স্তরের অন্যান্য নেতা ও মন্ত্রীরাও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ৷

  • I wish that the new year brings health and happiness for everyone.

    Hoping that this is a year of empathy, equality and unity. #Happy2022

    — Rahul Gandhi (@RahulGandhi) January 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নয়াদিল্লি, 1 জানুয়ারি : এ দিন সকালে দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন বর্তমান ভারতীয় রাজনীতির দুই প্রধান ব্যক্তিত্ব ৷ প্রথমজন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi wishes on new year 2022) এবং দ্বিতীয়জন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee wishes on new year 2022)৷ দেশ হিসেবে ভারত যাতে অগ্রগতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় পৌঁছতে পারে সেই আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ নতুন বছরে সবার শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ এ দিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ৷

রাষ্ট্রপতি ভবনের তরফে ইংরেজি নববর্ষের শুভেচ্ছায় (President Ramnath Kovind extends New Year greetings) বলা হয়েছে, ‘‘সবাইকে শুভ নববর্ষ ! আসুন আমাদের সমাজ ও দেশের সর্বাত্মক অগ্রগতির সূচনার সংকল্প নিয়ে নতুন বছরকে স্বাগত জানাই ৷ আশা করি নববর্ষ 2022 আমাদের সবার জীবনে আনন্দ, সুস্বাস্থ্য, সাফল্য এবং শান্তি নিয়ে আসুক ৷’’

  • Happy New Year to everyone!

    Let us welcome the new year with a resolve to usher in all round progress in our society and country.

    May the New Year-2022 bring happiness, health, success, prosperity and peace in our lives.

    — President of India (@rashtrapatibhvn) January 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা (Prime Minister Narendra Modi extends New Year greetings) জানিয়ে লেখেন, ‘‘শুভ 2022! নতুন এই বছর সবার জীবনে আনন্দ এবং সুস্বাস্থ্য নিয়ে আসবে ৷ আমরা যেন অগ্রগতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় পৌঁছতে পারি ৷ আর আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নপূরণ করতে আরও পরিশ্রম করতে পারি ৷’’

  • Happy 2022!

    May this year bring abundance of joy and good health in everyone’s lives.

    May we keep scaling new heights of progress and prosperity, and work even harder to fulfil the dreams of our great freedom fighters. pic.twitter.com/dHoaD4tbpk

    — Narendra Modi (@narendramodi) January 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : 24th Foundation Day of TMC : অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধের ডাক, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মজবুতের আহ্বান মমতার

বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর শুভেচ্ছায় সমৃদ্ধির বার্তা দিয়েছেন ৷ তিনি লেখেন, ‘‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই ! আশা করি 2022 আপনাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে ৷ আপনাদের সকল স্বপ্নপূরণ হোক ৷ যেভাবেই দিনটিকে উদযাপন করুন না কেন, কোভিডবিধিগুলি পালন করলে ভুলবেন না ৷’’

  • Wishing everyone a very Happy New Year!

    May 2022 turn out to be a year that fills your lives with peace and prosperity. May all your dreams come true. May God bless you and your loved ones.

    Please remember to follow all COVID protocols as you celebrate.

    — Mamata Banerjee (@MamataOfficial) January 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ দিন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও দেশবাসীর উদ্দেশে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লেখেন, ‘‘আমি প্রার্থনা করি নতুন বছর সবার জীবনে খুশি এবং সুস্বাস্থ্য নিয়ে আসবে ৷ আশা করছি এটি সহানুভূতি, সাম্য ও ঐক্যের বছরে পরিণত হবে ৷’’ এ দিন সকালে উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথও দেশবাসীকে তাঁর শুভেচ্ছা জানান ৷ এ ছাড়াও জাতীয় স্তরের অন্যান্য নেতা ও মন্ত্রীরাও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ৷

  • I wish that the new year brings health and happiness for everyone.

    Hoping that this is a year of empathy, equality and unity. #Happy2022

    — Rahul Gandhi (@RahulGandhi) January 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Jan 1, 2022, 11:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.