ETV Bharat / bharat

84th Mann Ki Baat : গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের চিঠি হৃদয় ছুঁয়েছে, 'মনের কথায়' আবেগঘন মোদি

মন কি বাতে তিনি জানালেন, এই অনুষ্ঠানে তিনি সরকারের কর্মসূচি নিয়ে কথা বলবেন না, বরং সমাজে বদল আনা মানুষদের কথা বলবেন ৷ (PM Narendra Modi adresses 84 th Mann Ki Baat on 26 December 2021)

84th Mann Ki Baat
84তম মন কি বাত
author img

By

Published : Dec 26, 2021, 11:40 AM IST

Updated : Dec 26, 2021, 1:36 PM IST

নয়াদিল্লি, 26 ডিসেম্বর : বছরের শেষ মন কি বাত নিয়ে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ (PM Narendra Modi adresses 84 th Mann Ki Baat on 26 December 2021) ৷ 2021-কে বিদায় জানিয়ে 2022-কে স্বাগত জানাতে হবে, মনের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নতুন বছরে প্রত্যেক মানুষ, প্রতিটি সংস্থা যেন আরও ভাল কিছু করার সংকল্প নেয়৷ আসছে বছরে আরও ভাল হয়ে উঠতে হবে ৷

বিগত 7 বছর ধরে 'মন কি বাত'-এ বিভিন্ন ব্যক্তি, সমাজ, দেশের ভাল ভাল কাজের কথা তুলে ধরা হয়েছে ৷ এতে সকলে উৎসাহিত হয়েছে, বললেন প্রধানমন্ত্রী ৷ এখানে তিনি পরিষ্কার করে জানালেন, তাঁর কাছে মন কি বাত সরকারের কাজ তুলে ধরার জায়গা নয়৷ যেটা সহজেই হয়ে থাকে৷ বরং, এটা সমাজের একেবারে মাটির কাছাকাছি থাকা মানুষ, যাঁরা পরিবর্তন করছেন, তাঁদের বিষয়ে কথা বলার ৷ বহু লোক দুর্দান্ত সব কাজকর্ম করে যাচ্ছেন, অথচ তাঁরা সংবাদমাধ্যম, সংবাদপত্রের শিরোনামের থেকে অনেক দূরে ৷ দশকের পর দশক দেখে প্রধামন্ত্রীর এই অভিজ্ঞতা হয়েছে ৷ দেশের ভবিষ্যৎ তৈরির জন্য তাঁরা বর্তমান সময়কে কাজে লাগাচ্ছেন ৷ আগামী প্রজন্মের জন্য তাঁরা তাঁদের সর্বস্ব দিয়ে চেষ্টা করে চলেছেন ৷

আরও পড়ুন : Covid vaccine for 15 to 18 Years : 3 জানুয়ারি থেকে দেশে 15-18 বছর বয়সিদের করোনা টিকা: প্রধানমন্ত্রী

গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং হাসপাতালে ভর্তি হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী তাঁর লেখা চিঠি দেখেন, যা তাঁর হৃদয় ছুঁয়ে গিয়েছিল ৷ 'মনের কথায়' নরেন্দ্র মোদি বলেন, "এ বছর অগস্টেই তিনি 'শৌর্য চক্র' পেয়েছেন ৷ তিনি তাঁর স্কুলের অধ্যক্ষকে একটি চিঠি দিয়েছিলেন ৷ সেই চিঠিটা পড়ে প্রথমেই আমার মনে হল, তিনি সাফল্যের শিখরে উঠেও নিজের শিকড়কে ভুলে যাননি ৷"

গতকালের পর আজ ফের প্রধানমন্ত্রী মনে করিয়ে দিলেন, ভুলে গেলে চলবে না, কোভিড-19-এর নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন দরজায় কড়া নাড়ছে ৷ বিশ্বজুড়ে এই প্যানডেমিককে হারাতে গেলে নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্ব খুব গুরুত্বপূর্ণ ৷

প্রতি বছর তিনি পড়ুয়াদের সঙ্গে 'পরীক্ষা পে চর্চা'য় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ৷ এবছরও পরীক্ষার আগে প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলবেন ৷ নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী ৷ অংশগ্রহণকারীরা 28 ডিসেম্বর mygov.in ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্তিকরণ করতে পারবে ৷

আরও পড়ুন : Omicron in India : সতর্ক না হলে আগামী দু’মাসে দেশে ওমিক্রনে আক্রান্ত হবেন 10 লক্ষ, দাবি বিশেষজ্ঞদের

তিনি লখনউয়ের রেসিডেন্সি অঞ্চলে একটি অভিনব ড্রোন শোয়ের উল্লেখ করেন ৷ সেখানে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম লড়াই 1857-র বিবরণ ফুটিয়ে তোলা হয়েছে ৷ প্রধানমন্ত্রী জানালেন, দেশের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন দিক মনে করিয়ে দেয় এই শো ৷

নয়াদিল্লি, 26 ডিসেম্বর : বছরের শেষ মন কি বাত নিয়ে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ (PM Narendra Modi adresses 84 th Mann Ki Baat on 26 December 2021) ৷ 2021-কে বিদায় জানিয়ে 2022-কে স্বাগত জানাতে হবে, মনের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নতুন বছরে প্রত্যেক মানুষ, প্রতিটি সংস্থা যেন আরও ভাল কিছু করার সংকল্প নেয়৷ আসছে বছরে আরও ভাল হয়ে উঠতে হবে ৷

বিগত 7 বছর ধরে 'মন কি বাত'-এ বিভিন্ন ব্যক্তি, সমাজ, দেশের ভাল ভাল কাজের কথা তুলে ধরা হয়েছে ৷ এতে সকলে উৎসাহিত হয়েছে, বললেন প্রধানমন্ত্রী ৷ এখানে তিনি পরিষ্কার করে জানালেন, তাঁর কাছে মন কি বাত সরকারের কাজ তুলে ধরার জায়গা নয়৷ যেটা সহজেই হয়ে থাকে৷ বরং, এটা সমাজের একেবারে মাটির কাছাকাছি থাকা মানুষ, যাঁরা পরিবর্তন করছেন, তাঁদের বিষয়ে কথা বলার ৷ বহু লোক দুর্দান্ত সব কাজকর্ম করে যাচ্ছেন, অথচ তাঁরা সংবাদমাধ্যম, সংবাদপত্রের শিরোনামের থেকে অনেক দূরে ৷ দশকের পর দশক দেখে প্রধামন্ত্রীর এই অভিজ্ঞতা হয়েছে ৷ দেশের ভবিষ্যৎ তৈরির জন্য তাঁরা বর্তমান সময়কে কাজে লাগাচ্ছেন ৷ আগামী প্রজন্মের জন্য তাঁরা তাঁদের সর্বস্ব দিয়ে চেষ্টা করে চলেছেন ৷

আরও পড়ুন : Covid vaccine for 15 to 18 Years : 3 জানুয়ারি থেকে দেশে 15-18 বছর বয়সিদের করোনা টিকা: প্রধানমন্ত্রী

গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং হাসপাতালে ভর্তি হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী তাঁর লেখা চিঠি দেখেন, যা তাঁর হৃদয় ছুঁয়ে গিয়েছিল ৷ 'মনের কথায়' নরেন্দ্র মোদি বলেন, "এ বছর অগস্টেই তিনি 'শৌর্য চক্র' পেয়েছেন ৷ তিনি তাঁর স্কুলের অধ্যক্ষকে একটি চিঠি দিয়েছিলেন ৷ সেই চিঠিটা পড়ে প্রথমেই আমার মনে হল, তিনি সাফল্যের শিখরে উঠেও নিজের শিকড়কে ভুলে যাননি ৷"

গতকালের পর আজ ফের প্রধানমন্ত্রী মনে করিয়ে দিলেন, ভুলে গেলে চলবে না, কোভিড-19-এর নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন দরজায় কড়া নাড়ছে ৷ বিশ্বজুড়ে এই প্যানডেমিককে হারাতে গেলে নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্ব খুব গুরুত্বপূর্ণ ৷

প্রতি বছর তিনি পড়ুয়াদের সঙ্গে 'পরীক্ষা পে চর্চা'য় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ৷ এবছরও পরীক্ষার আগে প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলবেন ৷ নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী ৷ অংশগ্রহণকারীরা 28 ডিসেম্বর mygov.in ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্তিকরণ করতে পারবে ৷

আরও পড়ুন : Omicron in India : সতর্ক না হলে আগামী দু’মাসে দেশে ওমিক্রনে আক্রান্ত হবেন 10 লক্ষ, দাবি বিশেষজ্ঞদের

তিনি লখনউয়ের রেসিডেন্সি অঞ্চলে একটি অভিনব ড্রোন শোয়ের উল্লেখ করেন ৷ সেখানে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম লড়াই 1857-র বিবরণ ফুটিয়ে তোলা হয়েছে ৷ প্রধানমন্ত্রী জানালেন, দেশের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন দিক মনে করিয়ে দেয় এই শো ৷

Last Updated : Dec 26, 2021, 1:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.