ETV Bharat / bharat

84th Mann Ki Baat : গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের চিঠি হৃদয় ছুঁয়েছে, 'মনের কথায়' আবেগঘন মোদি - PM Narendra Modi Mann Ki Baat

মন কি বাতে তিনি জানালেন, এই অনুষ্ঠানে তিনি সরকারের কর্মসূচি নিয়ে কথা বলবেন না, বরং সমাজে বদল আনা মানুষদের কথা বলবেন ৷ (PM Narendra Modi adresses 84 th Mann Ki Baat on 26 December 2021)

84th Mann Ki Baat
84তম মন কি বাত
author img

By

Published : Dec 26, 2021, 11:40 AM IST

Updated : Dec 26, 2021, 1:36 PM IST

নয়াদিল্লি, 26 ডিসেম্বর : বছরের শেষ মন কি বাত নিয়ে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ (PM Narendra Modi adresses 84 th Mann Ki Baat on 26 December 2021) ৷ 2021-কে বিদায় জানিয়ে 2022-কে স্বাগত জানাতে হবে, মনের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নতুন বছরে প্রত্যেক মানুষ, প্রতিটি সংস্থা যেন আরও ভাল কিছু করার সংকল্প নেয়৷ আসছে বছরে আরও ভাল হয়ে উঠতে হবে ৷

বিগত 7 বছর ধরে 'মন কি বাত'-এ বিভিন্ন ব্যক্তি, সমাজ, দেশের ভাল ভাল কাজের কথা তুলে ধরা হয়েছে ৷ এতে সকলে উৎসাহিত হয়েছে, বললেন প্রধানমন্ত্রী ৷ এখানে তিনি পরিষ্কার করে জানালেন, তাঁর কাছে মন কি বাত সরকারের কাজ তুলে ধরার জায়গা নয়৷ যেটা সহজেই হয়ে থাকে৷ বরং, এটা সমাজের একেবারে মাটির কাছাকাছি থাকা মানুষ, যাঁরা পরিবর্তন করছেন, তাঁদের বিষয়ে কথা বলার ৷ বহু লোক দুর্দান্ত সব কাজকর্ম করে যাচ্ছেন, অথচ তাঁরা সংবাদমাধ্যম, সংবাদপত্রের শিরোনামের থেকে অনেক দূরে ৷ দশকের পর দশক দেখে প্রধামন্ত্রীর এই অভিজ্ঞতা হয়েছে ৷ দেশের ভবিষ্যৎ তৈরির জন্য তাঁরা বর্তমান সময়কে কাজে লাগাচ্ছেন ৷ আগামী প্রজন্মের জন্য তাঁরা তাঁদের সর্বস্ব দিয়ে চেষ্টা করে চলেছেন ৷

আরও পড়ুন : Covid vaccine for 15 to 18 Years : 3 জানুয়ারি থেকে দেশে 15-18 বছর বয়সিদের করোনা টিকা: প্রধানমন্ত্রী

গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং হাসপাতালে ভর্তি হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী তাঁর লেখা চিঠি দেখেন, যা তাঁর হৃদয় ছুঁয়ে গিয়েছিল ৷ 'মনের কথায়' নরেন্দ্র মোদি বলেন, "এ বছর অগস্টেই তিনি 'শৌর্য চক্র' পেয়েছেন ৷ তিনি তাঁর স্কুলের অধ্যক্ষকে একটি চিঠি দিয়েছিলেন ৷ সেই চিঠিটা পড়ে প্রথমেই আমার মনে হল, তিনি সাফল্যের শিখরে উঠেও নিজের শিকড়কে ভুলে যাননি ৷"

গতকালের পর আজ ফের প্রধানমন্ত্রী মনে করিয়ে দিলেন, ভুলে গেলে চলবে না, কোভিড-19-এর নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন দরজায় কড়া নাড়ছে ৷ বিশ্বজুড়ে এই প্যানডেমিককে হারাতে গেলে নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্ব খুব গুরুত্বপূর্ণ ৷

প্রতি বছর তিনি পড়ুয়াদের সঙ্গে 'পরীক্ষা পে চর্চা'য় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ৷ এবছরও পরীক্ষার আগে প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলবেন ৷ নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী ৷ অংশগ্রহণকারীরা 28 ডিসেম্বর mygov.in ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্তিকরণ করতে পারবে ৷

আরও পড়ুন : Omicron in India : সতর্ক না হলে আগামী দু’মাসে দেশে ওমিক্রনে আক্রান্ত হবেন 10 লক্ষ, দাবি বিশেষজ্ঞদের

তিনি লখনউয়ের রেসিডেন্সি অঞ্চলে একটি অভিনব ড্রোন শোয়ের উল্লেখ করেন ৷ সেখানে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম লড়াই 1857-র বিবরণ ফুটিয়ে তোলা হয়েছে ৷ প্রধানমন্ত্রী জানালেন, দেশের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন দিক মনে করিয়ে দেয় এই শো ৷

নয়াদিল্লি, 26 ডিসেম্বর : বছরের শেষ মন কি বাত নিয়ে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ (PM Narendra Modi adresses 84 th Mann Ki Baat on 26 December 2021) ৷ 2021-কে বিদায় জানিয়ে 2022-কে স্বাগত জানাতে হবে, মনের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নতুন বছরে প্রত্যেক মানুষ, প্রতিটি সংস্থা যেন আরও ভাল কিছু করার সংকল্প নেয়৷ আসছে বছরে আরও ভাল হয়ে উঠতে হবে ৷

বিগত 7 বছর ধরে 'মন কি বাত'-এ বিভিন্ন ব্যক্তি, সমাজ, দেশের ভাল ভাল কাজের কথা তুলে ধরা হয়েছে ৷ এতে সকলে উৎসাহিত হয়েছে, বললেন প্রধানমন্ত্রী ৷ এখানে তিনি পরিষ্কার করে জানালেন, তাঁর কাছে মন কি বাত সরকারের কাজ তুলে ধরার জায়গা নয়৷ যেটা সহজেই হয়ে থাকে৷ বরং, এটা সমাজের একেবারে মাটির কাছাকাছি থাকা মানুষ, যাঁরা পরিবর্তন করছেন, তাঁদের বিষয়ে কথা বলার ৷ বহু লোক দুর্দান্ত সব কাজকর্ম করে যাচ্ছেন, অথচ তাঁরা সংবাদমাধ্যম, সংবাদপত্রের শিরোনামের থেকে অনেক দূরে ৷ দশকের পর দশক দেখে প্রধামন্ত্রীর এই অভিজ্ঞতা হয়েছে ৷ দেশের ভবিষ্যৎ তৈরির জন্য তাঁরা বর্তমান সময়কে কাজে লাগাচ্ছেন ৷ আগামী প্রজন্মের জন্য তাঁরা তাঁদের সর্বস্ব দিয়ে চেষ্টা করে চলেছেন ৷

আরও পড়ুন : Covid vaccine for 15 to 18 Years : 3 জানুয়ারি থেকে দেশে 15-18 বছর বয়সিদের করোনা টিকা: প্রধানমন্ত্রী

গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং হাসপাতালে ভর্তি হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী তাঁর লেখা চিঠি দেখেন, যা তাঁর হৃদয় ছুঁয়ে গিয়েছিল ৷ 'মনের কথায়' নরেন্দ্র মোদি বলেন, "এ বছর অগস্টেই তিনি 'শৌর্য চক্র' পেয়েছেন ৷ তিনি তাঁর স্কুলের অধ্যক্ষকে একটি চিঠি দিয়েছিলেন ৷ সেই চিঠিটা পড়ে প্রথমেই আমার মনে হল, তিনি সাফল্যের শিখরে উঠেও নিজের শিকড়কে ভুলে যাননি ৷"

গতকালের পর আজ ফের প্রধানমন্ত্রী মনে করিয়ে দিলেন, ভুলে গেলে চলবে না, কোভিড-19-এর নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন দরজায় কড়া নাড়ছে ৷ বিশ্বজুড়ে এই প্যানডেমিককে হারাতে গেলে নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্ব খুব গুরুত্বপূর্ণ ৷

প্রতি বছর তিনি পড়ুয়াদের সঙ্গে 'পরীক্ষা পে চর্চা'য় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ৷ এবছরও পরীক্ষার আগে প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলবেন ৷ নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী ৷ অংশগ্রহণকারীরা 28 ডিসেম্বর mygov.in ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্তিকরণ করতে পারবে ৷

আরও পড়ুন : Omicron in India : সতর্ক না হলে আগামী দু’মাসে দেশে ওমিক্রনে আক্রান্ত হবেন 10 লক্ষ, দাবি বিশেষজ্ঞদের

তিনি লখনউয়ের রেসিডেন্সি অঞ্চলে একটি অভিনব ড্রোন শোয়ের উল্লেখ করেন ৷ সেখানে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম লড়াই 1857-র বিবরণ ফুটিয়ে তোলা হয়েছে ৷ প্রধানমন্ত্রী জানালেন, দেশের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন দিক মনে করিয়ে দেয় এই শো ৷

Last Updated : Dec 26, 2021, 1:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.