ETV Bharat / bharat

Heeraben Modi: 'কখনও ওষুধ খাননি', সাদামাটা ধার্মিক জীবন যাপনে অভ্যস্ত ছিলেন হীরাবেন মোদি

কখনও কোনও ওষুধ খাননি হীরাবেন মোদি (Heeraben Modi)৷ সাদামাটা ধার্মিক জীবন যাপনে অভ্যস্ত ছিলেন প্রধানমন্ত্রীর মা (Prime Minister Narendra Modi mother Heeraben Modi)৷ তিনি থাকতেন গান্ধিনগরে তাঁর পৈতৃক গ্রামে ৷

Narendra Modi and his mother ETV Bharat
নরেন্দ্র মোদি ও তাঁর মা
author img

By

Published : Dec 30, 2022, 12:12 PM IST

আহমেদাবাদ, 30 ডিসেম্বর: সহজ-সরল-সাদামাটা জীবন যাপন ৷ আর তার সঙ্গে ধর্মচর্চা ৷ এটাই ছিলেন হীরাবেন মোদি (Heeraben Modi)৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা (Prime Minister Narendra Modi mother Heeraben Modi)৷ তাঁর 100 বছরের জীবনে তাঁকে কখনও কোনও ওষুধ খেতে হয়নি বলে জানিয়েছেন তাঁর ছোট ছেলে ৷ মঙ্গলবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হীরাবেন ৷ শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৷ স্বাভাবিকভাবেই শোকে মুহ্যমান নমো ৷

জন্ম 1922 সালের 18 জুন ৷ আর জীবনাবসান 2022 সালের 30 ডিসেম্বর ৷ 100 বছর বয়সে আহমেদাবাদের একটি হাসপাতালে প্রয়াত হলেন হীরাবেন মোদি (Heeraben Modi lived simple life)৷ তিনি তাঁর পাঁচ ছেলে ও এক মেয়েকে রেখে গিয়েছেন । প্রধানমন্ত্রী মোদি তাঁর চতুর্থ পুত্র । হীরাবেন মোদি তাঁর ছোট ছেলে পঙ্কজ মোদির সঙ্গে থাকতেন গান্ধিনগরের কাছে তাঁদের পৈতৃক গ্রামে ৷ খুব সাধারণ জীবনযাপন করতেন হীরাবা ৷ খুব ভোরে ঘুম থেকে উঠতেন । প্রতিদিন সকালে স্নান করার পরে পুজো করা - এটাই ছিল নিত্যদিনের রুটিন ৷ সময়ে খাবার খাওয়া, নিয়ম মেনে জীবন যাপন, এটাই ছিল তাঁর জীবনের মূল মন্ত্র ৷

Narendra Modi mother ETV Bharat
খবর দেখছেন হীরাবেন মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছোট ভাই পঙ্কজ মোদি তাঁর মায়ের কথা স্মরণ করে বলেছেন, "আমার মা একজন অত্যন্ত ধার্মিক মহিলা ছিলেন । তিনি খুব ভোর ঘুম থেকে উঠতেন ৷ পুজো করার পরে জপমালা নিয়ে মন্ত্র জপ করা ছিল তাঁর দৈনন্দিন রুটিনের একটা অংশ । এ ছাড়া তিনি শিশুদের এবং অন্যদের পৌরাণিক গল্প বলতে ভালোবাসতেন ।"

আরও পড়ুন: প্রয়াত প্রধানমন্ত্রীর মা, শোকস্তব্ধ দেশ

তাঁর মায়ের সম্পর্কে পঙ্কজ মোদি আরও বলেন, "আমার মা একটি সুস্থ ও রোগমুক্ত জীবনযাপন করছিলেন । 100 বছর বয়সেও তিনি কখনওই ওষুধ খাননি এবং তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারী ছিলেন । তিনি সবসময় বাড়িতে রান্না করা খাবার খেতে পছন্দ করতেন এবং সকালের ও দুপুরের খাবার কখনওই এড়িয়ে যেতেন না । সময়মতো খেতেন রাতের খাবারও । একটি রুটিন জীবন যাপনের পাশাপাশি দেশের বিভিন্ন ঘটনাগুলির সঙ্গে নিজেকে আপডেট রাখতে তিনি টেলিভিশনে খবর দেখতেন ।"

গুজরাতের মেহসানা জেলার ভাদনগরের দামোদরদাস মুলচাঁদ মোদির (Heeraben married to Damodardas Moochand Modi) সঙ্গে বিয়ে হয় হীরাবেনের ৷ তাঁর বিবাহিত অধ্যায়ের প্রথম দিনগুলি ছিল সংগ্রাম এবং কষ্টে পূর্ণ । হীরাবার বড় ছেলে সোমভাই মোদি গুজরাত স্বাস্থ্য বিভাগের একজন অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার ৷ দ্বিতীয় ছেলে অমৃত মোদি একজন মেশিন অপারেটর ৷ তৃতীয় ছেলে প্রহ্লাদ মোদি একজন শস্য ব্যবসায়ী এবং তাঁর চতুর্থ ছেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর কনিষ্ঠ এবং পঞ্চম পুত্র পঙ্কজ মোদি বর্তমানে গুজরাতের তথ্য ও জনসংযোগ বিভাগে কাজ করছেন ।

আহমেদাবাদ, 30 ডিসেম্বর: সহজ-সরল-সাদামাটা জীবন যাপন ৷ আর তার সঙ্গে ধর্মচর্চা ৷ এটাই ছিলেন হীরাবেন মোদি (Heeraben Modi)৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা (Prime Minister Narendra Modi mother Heeraben Modi)৷ তাঁর 100 বছরের জীবনে তাঁকে কখনও কোনও ওষুধ খেতে হয়নি বলে জানিয়েছেন তাঁর ছোট ছেলে ৷ মঙ্গলবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হীরাবেন ৷ শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৷ স্বাভাবিকভাবেই শোকে মুহ্যমান নমো ৷

জন্ম 1922 সালের 18 জুন ৷ আর জীবনাবসান 2022 সালের 30 ডিসেম্বর ৷ 100 বছর বয়সে আহমেদাবাদের একটি হাসপাতালে প্রয়াত হলেন হীরাবেন মোদি (Heeraben Modi lived simple life)৷ তিনি তাঁর পাঁচ ছেলে ও এক মেয়েকে রেখে গিয়েছেন । প্রধানমন্ত্রী মোদি তাঁর চতুর্থ পুত্র । হীরাবেন মোদি তাঁর ছোট ছেলে পঙ্কজ মোদির সঙ্গে থাকতেন গান্ধিনগরের কাছে তাঁদের পৈতৃক গ্রামে ৷ খুব সাধারণ জীবনযাপন করতেন হীরাবা ৷ খুব ভোরে ঘুম থেকে উঠতেন । প্রতিদিন সকালে স্নান করার পরে পুজো করা - এটাই ছিল নিত্যদিনের রুটিন ৷ সময়ে খাবার খাওয়া, নিয়ম মেনে জীবন যাপন, এটাই ছিল তাঁর জীবনের মূল মন্ত্র ৷

Narendra Modi mother ETV Bharat
খবর দেখছেন হীরাবেন মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছোট ভাই পঙ্কজ মোদি তাঁর মায়ের কথা স্মরণ করে বলেছেন, "আমার মা একজন অত্যন্ত ধার্মিক মহিলা ছিলেন । তিনি খুব ভোর ঘুম থেকে উঠতেন ৷ পুজো করার পরে জপমালা নিয়ে মন্ত্র জপ করা ছিল তাঁর দৈনন্দিন রুটিনের একটা অংশ । এ ছাড়া তিনি শিশুদের এবং অন্যদের পৌরাণিক গল্প বলতে ভালোবাসতেন ।"

আরও পড়ুন: প্রয়াত প্রধানমন্ত্রীর মা, শোকস্তব্ধ দেশ

তাঁর মায়ের সম্পর্কে পঙ্কজ মোদি আরও বলেন, "আমার মা একটি সুস্থ ও রোগমুক্ত জীবনযাপন করছিলেন । 100 বছর বয়সেও তিনি কখনওই ওষুধ খাননি এবং তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারী ছিলেন । তিনি সবসময় বাড়িতে রান্না করা খাবার খেতে পছন্দ করতেন এবং সকালের ও দুপুরের খাবার কখনওই এড়িয়ে যেতেন না । সময়মতো খেতেন রাতের খাবারও । একটি রুটিন জীবন যাপনের পাশাপাশি দেশের বিভিন্ন ঘটনাগুলির সঙ্গে নিজেকে আপডেট রাখতে তিনি টেলিভিশনে খবর দেখতেন ।"

গুজরাতের মেহসানা জেলার ভাদনগরের দামোদরদাস মুলচাঁদ মোদির (Heeraben married to Damodardas Moochand Modi) সঙ্গে বিয়ে হয় হীরাবেনের ৷ তাঁর বিবাহিত অধ্যায়ের প্রথম দিনগুলি ছিল সংগ্রাম এবং কষ্টে পূর্ণ । হীরাবার বড় ছেলে সোমভাই মোদি গুজরাত স্বাস্থ্য বিভাগের একজন অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার ৷ দ্বিতীয় ছেলে অমৃত মোদি একজন মেশিন অপারেটর ৷ তৃতীয় ছেলে প্রহ্লাদ মোদি একজন শস্য ব্যবসায়ী এবং তাঁর চতুর্থ ছেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর কনিষ্ঠ এবং পঞ্চম পুত্র পঙ্কজ মোদি বর্তমানে গুজরাতের তথ্য ও জনসংযোগ বিভাগে কাজ করছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.