ETV Bharat / bharat

PM Modi to Visit Egypt: প্রধানমন্ত্রীর মিশর সফর দু'দেশের মধ্যে বিভিন্ন চুক্তি কার্যকরে গতি আনবে, জানালেন ভারতীয় রাষ্ট্রদূত - মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতাহ এল সিসি

মোদির মিশর সফরে দুই দেশের দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনা হবে ৷ আজ সন্ধ্যায় সেই সফরে কায়রো পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানকার ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূতের বিবৃতি অনুযায়ী, দুই দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পর্ক এই সফরে আরও মজবুত হবে ৷

PM Modi Egypt Visits ETV BHARAT
PM Modi Egypt Visits
author img

By

Published : Jun 24, 2023, 4:43 PM IST

Updated : Jun 24, 2023, 6:37 PM IST

কায়রো, 24 জুন: শনিবার দু’দিনের মিশর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে দু'দেশের মধ্য়ে চলতি বছরই গড়ে ওঠা বহুমুখী চুক্তি আরও গতি পাবে বলে মনে করা হচ্ছে ৷ প্রধানমন্ত্রীর প্রথম সরকারি সফরে নিয়ে এমনটাই উল্লেখ করেছেন মিশরে ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূত অজিত গুপ্তা ৷ উল্লেখ্য, আফ্রিকার এই দেশে প্রধানমন্ত্রীর এটাই প্রথম সফর ৷ সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় রাষ্ট্রদূত জানিয়েছেন, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতাহ এল-সিসির আমন্ত্রণে প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন ৷ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী কায়রোতে পৌঁছবেন ৷

1997 সালের পর প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মিশরে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য যাচ্ছেন ৷ 24 ও 25 জুন দু’দিনের সফর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ রবিবার দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে ৷ সেখানে দুই দেশের মধ্যে হওয়া চুক্তিকে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার কৌশল নিয়ে আলোচনা হবে ৷ উল্লেখ্য়, প্রধানমন্ত্রী তাঁর এই সরকারি বিদেশ সফরে যাওয়ার আগে একটি বিবৃতি প্রকাশ করেছিলেন ৷ সেখানে তিনি বলেছিলেন, ‘‘প্রথমবার বন্ধুদেশগুলিতে ‘স্টেট ভিজিট’ করতে যাচ্ছি ৷ এই সফর নিয়ে আমি খুবই উৎসাহী ৷’’ এই সফরের শুরুটা তিনি করেছিলেন 4 দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফর দিয়ে ৷ যা শেষ হয়েছে গতকাল ৷

  • VIDEO | "We are very much looking forward for the visit of PM Modi to Cairo. The visit is a very historic occasion because the last bilateral visit by an Indian PM was far back in back 1997," Ajit Gupte, India's Ambassador to Egypt tells PTI in an exclusive interview. pic.twitter.com/y85exmvwN9

    — Press Trust of India (@PTI_News) June 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: শীঘ্রই গুজরাতে খুলতে চলেছে গুগল সেন্টার, মোদির সঙ্গে বৈঠকের পর ঘোষণা পিচাইয়ের

এ বছর সাধারণতন্ত্র দিবসে মিশরের প্রেসিডেন্ট ফতাহ এল-সিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৷ সেই কথা উল্লেখ করে মোদি তাঁর বক্তব্যে জানিয়েছিলেন, ‘‘আমরা সাধারণতন্ত্র দিবসে প্রেসিডেন্ট সিসি-কে প্রধান অতিথি হিসেবে পেয়ে গর্বিত হয়েছিলাম ৷ আর তার কয়েকমাসের মধ্যে আমার এই সফর দুই দেশের মধ্যে হওয়া চুক্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আর ত্বরান্বিত করবে ৷ যে চুক্তি আমরা প্রেসিডেন্ট সিসি-র ভারত সফরের সময় সই করেছিলাম ৷’’

আরও পড়ুন: আমেরিকায় বসেই এইচ ওয়ান বি ভিসার পুনর্নবীকরণ করা যাবে, বড় ঘোষণা মোদির

সেই চুক্তি নিয়ে মিশরের ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূত অজিত গুপ্তা জানিয়েছেন, ভারত এবং মিশরের মধ্যে প্রতিরক্ষা বিষয়ে চুক্তি হয়েছে ৷ সেই চুক্তি অনুযায়ী, দীর্ঘ কয়েকবছর ভারতীয় এবং মিশরের সেনা যৌথভাবে অনুশীলন ও ট্রেনিং প্রোগ্রাম-সহ একাধিক ক্ষেত্রে অংশ নেবে ৷ তবে, গত 2 বছরে ভারত ও মিশরের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পর্ক আরও মজবুত হয়েছে ৷ গত 2 বছরে ভারতের 30 সদস্যের ভারতীয় প্রতিরক্ষা প্রতিনিধিদল মিশরে গিয়েছিল ৷ আর সেখানকার 7 সদস্যের প্রতিরক্ষা প্রতিনিধিদল ভারতে এসেছিল ৷ এবার প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের প্রতিরক্ষার বিষয়টি আরও মজবুত হবে বলে মনে করছে কূটনৈতিক মহল ৷

কায়রো, 24 জুন: শনিবার দু’দিনের মিশর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে দু'দেশের মধ্য়ে চলতি বছরই গড়ে ওঠা বহুমুখী চুক্তি আরও গতি পাবে বলে মনে করা হচ্ছে ৷ প্রধানমন্ত্রীর প্রথম সরকারি সফরে নিয়ে এমনটাই উল্লেখ করেছেন মিশরে ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূত অজিত গুপ্তা ৷ উল্লেখ্য, আফ্রিকার এই দেশে প্রধানমন্ত্রীর এটাই প্রথম সফর ৷ সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় রাষ্ট্রদূত জানিয়েছেন, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতাহ এল-সিসির আমন্ত্রণে প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন ৷ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী কায়রোতে পৌঁছবেন ৷

1997 সালের পর প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মিশরে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য যাচ্ছেন ৷ 24 ও 25 জুন দু’দিনের সফর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ রবিবার দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে ৷ সেখানে দুই দেশের মধ্যে হওয়া চুক্তিকে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার কৌশল নিয়ে আলোচনা হবে ৷ উল্লেখ্য়, প্রধানমন্ত্রী তাঁর এই সরকারি বিদেশ সফরে যাওয়ার আগে একটি বিবৃতি প্রকাশ করেছিলেন ৷ সেখানে তিনি বলেছিলেন, ‘‘প্রথমবার বন্ধুদেশগুলিতে ‘স্টেট ভিজিট’ করতে যাচ্ছি ৷ এই সফর নিয়ে আমি খুবই উৎসাহী ৷’’ এই সফরের শুরুটা তিনি করেছিলেন 4 দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফর দিয়ে ৷ যা শেষ হয়েছে গতকাল ৷

  • VIDEO | "We are very much looking forward for the visit of PM Modi to Cairo. The visit is a very historic occasion because the last bilateral visit by an Indian PM was far back in back 1997," Ajit Gupte, India's Ambassador to Egypt tells PTI in an exclusive interview. pic.twitter.com/y85exmvwN9

    — Press Trust of India (@PTI_News) June 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: শীঘ্রই গুজরাতে খুলতে চলেছে গুগল সেন্টার, মোদির সঙ্গে বৈঠকের পর ঘোষণা পিচাইয়ের

এ বছর সাধারণতন্ত্র দিবসে মিশরের প্রেসিডেন্ট ফতাহ এল-সিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৷ সেই কথা উল্লেখ করে মোদি তাঁর বক্তব্যে জানিয়েছিলেন, ‘‘আমরা সাধারণতন্ত্র দিবসে প্রেসিডেন্ট সিসি-কে প্রধান অতিথি হিসেবে পেয়ে গর্বিত হয়েছিলাম ৷ আর তার কয়েকমাসের মধ্যে আমার এই সফর দুই দেশের মধ্যে হওয়া চুক্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আর ত্বরান্বিত করবে ৷ যে চুক্তি আমরা প্রেসিডেন্ট সিসি-র ভারত সফরের সময় সই করেছিলাম ৷’’

আরও পড়ুন: আমেরিকায় বসেই এইচ ওয়ান বি ভিসার পুনর্নবীকরণ করা যাবে, বড় ঘোষণা মোদির

সেই চুক্তি নিয়ে মিশরের ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূত অজিত গুপ্তা জানিয়েছেন, ভারত এবং মিশরের মধ্যে প্রতিরক্ষা বিষয়ে চুক্তি হয়েছে ৷ সেই চুক্তি অনুযায়ী, দীর্ঘ কয়েকবছর ভারতীয় এবং মিশরের সেনা যৌথভাবে অনুশীলন ও ট্রেনিং প্রোগ্রাম-সহ একাধিক ক্ষেত্রে অংশ নেবে ৷ তবে, গত 2 বছরে ভারত ও মিশরের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পর্ক আরও মজবুত হয়েছে ৷ গত 2 বছরে ভারতের 30 সদস্যের ভারতীয় প্রতিরক্ষা প্রতিনিধিদল মিশরে গিয়েছিল ৷ আর সেখানকার 7 সদস্যের প্রতিরক্ষা প্রতিনিধিদল ভারতে এসেছিল ৷ এবার প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের প্রতিরক্ষার বিষয়টি আরও মজবুত হবে বলে মনে করছে কূটনৈতিক মহল ৷

Last Updated : Jun 24, 2023, 6:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.