ETV Bharat / bharat

করোনা আবহে কেন্দ্রের বোঝা বাড়াতে নারাজ, যশে মোদির কাছে সাহায্য চাননি নবীন - নরেন্দ্র মোদি

করোনা অতিমারির মধ্যে কেন্দ্রের বোঝা বাড়াতে চান না ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৷ তাই তিনি যশের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কোনও সাহায্য চাইলেন না ৷

pm-modi-visits-odisha-yaas-effected-odisha-cm-naveen-patnaik-says-no-for-central-assistance-amid-pandemic-situation
অতিমারির মধ্যে কেন্দ্রের বোঝা বাড়াতে নারাজ, যশে মোদির কাছে সাহায্য চাননি নবীন
author img

By

Published : May 28, 2021, 5:00 PM IST

ভুবনেশ্বর, 28 মে : অতিমারি পরিস্থিতিতে আর কেন্দ্রের বোঝা বাড়াতে চান না ৷ সেই কারণেই তিনি যশ বিধ্বস্ত ওডিশার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কোনও সাহায্য চাননি তিনি ৷ টুইট করে এ কথা জানালেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৷ তবে বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের থেকে দীর্ঘমেয়াদি সহযোগিতা চেয়েছেন তিনি ৷

আজ যশ বিধ্বস্ত এলাকাগুলি ঘুরে দেখতে ওডিশা সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁকে বিজু পট্টনায়েক বিমানবন্দরে স্বাগত জানান ওডিশার রাজ্যপাল গণেশি লাল, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও প্রতাপ সারঙ্গি ৷ এরপর ভুবনেশ্বরে ওডিশার মুখ্যমন্ত্রী ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকও করেন তিনি ৷ যশে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হয় ৷ যত দ্রুততার সঙ্গে সম্ভব ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মানুষদের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সচেষ্ট হওয়ার জন্য পরামর্শ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৈঠক করার পাশাপাশি এ দিন আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরেও দেখেন তিনি ৷

তবে পরে টুইট করে নবীন জানান, "দেশে এখন কোভিড অতিমারির সংক্রমণ শীর্ষে রয়েছে ৷ কেন্দ্রীয় সরকারের উপর বোঝা চাপাতে চাই না বলেই আমরা এখনই কোনও সাহায্য চাইনি ৷ আমরা নিজেদের উপাদান দিয়েই এই সংকট মোকাবিলা করব ৷"

  • As the country is at the peak of #COVID19 pandemic, we have not sought any immediate financial assistance to burden the Central Govt and would like to manage it through our own resources to tide over the crisis. #OdishaFightsYaas pic.twitter.com/1ScXEBp6LF

    — Naveen Patnaik (@Naveen_Odisha) May 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে নবীন আরও জানিয়েছেন যে, "প্রতি বছরই এরকম প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ি আমরা, তাই ওডিশার বিপর্যয় প্রতিরোধে দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়ার জন্য সাহায্য চেয়েছি ৷ বিপর্যয় প্রতিরোধকারী শক্তি পরিকাঠামো ও উপকূলের সুরক্ষাবলয়ে সৃষ্ট ওডিশা গঠনের উপর জোর দিয়েছি ৷"

আরও পড়ুন: শুভেন্দুর উপস্থিতিতে বৈঠকে না, মোদির থেকে আলাদা সময় চাইলেন মমতা

ঘূর্ণিঝড় যশ পরবর্তী সময়ে ওডিশায় সফরের জন্য ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী ৷

যশ আসার আগেই রাজ্যের জন্য বরাদ্দ বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে ওডিশা ও অন্ধ্রপ্রদেশকে 600 কোটি টাকা আগাম সাহায্য ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাংলাকে দেওয়া হয়েছিল 400 কোটি টাকা ৷ এই বৈপরীত্য নিয়েও প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ভুবনেশ্বর, 28 মে : অতিমারি পরিস্থিতিতে আর কেন্দ্রের বোঝা বাড়াতে চান না ৷ সেই কারণেই তিনি যশ বিধ্বস্ত ওডিশার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কোনও সাহায্য চাননি তিনি ৷ টুইট করে এ কথা জানালেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৷ তবে বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের থেকে দীর্ঘমেয়াদি সহযোগিতা চেয়েছেন তিনি ৷

আজ যশ বিধ্বস্ত এলাকাগুলি ঘুরে দেখতে ওডিশা সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁকে বিজু পট্টনায়েক বিমানবন্দরে স্বাগত জানান ওডিশার রাজ্যপাল গণেশি লাল, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও প্রতাপ সারঙ্গি ৷ এরপর ভুবনেশ্বরে ওডিশার মুখ্যমন্ত্রী ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকও করেন তিনি ৷ যশে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হয় ৷ যত দ্রুততার সঙ্গে সম্ভব ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মানুষদের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সচেষ্ট হওয়ার জন্য পরামর্শ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৈঠক করার পাশাপাশি এ দিন আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরেও দেখেন তিনি ৷

তবে পরে টুইট করে নবীন জানান, "দেশে এখন কোভিড অতিমারির সংক্রমণ শীর্ষে রয়েছে ৷ কেন্দ্রীয় সরকারের উপর বোঝা চাপাতে চাই না বলেই আমরা এখনই কোনও সাহায্য চাইনি ৷ আমরা নিজেদের উপাদান দিয়েই এই সংকট মোকাবিলা করব ৷"

  • As the country is at the peak of #COVID19 pandemic, we have not sought any immediate financial assistance to burden the Central Govt and would like to manage it through our own resources to tide over the crisis. #OdishaFightsYaas pic.twitter.com/1ScXEBp6LF

    — Naveen Patnaik (@Naveen_Odisha) May 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে নবীন আরও জানিয়েছেন যে, "প্রতি বছরই এরকম প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ি আমরা, তাই ওডিশার বিপর্যয় প্রতিরোধে দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়ার জন্য সাহায্য চেয়েছি ৷ বিপর্যয় প্রতিরোধকারী শক্তি পরিকাঠামো ও উপকূলের সুরক্ষাবলয়ে সৃষ্ট ওডিশা গঠনের উপর জোর দিয়েছি ৷"

আরও পড়ুন: শুভেন্দুর উপস্থিতিতে বৈঠকে না, মোদির থেকে আলাদা সময় চাইলেন মমতা

ঘূর্ণিঝড় যশ পরবর্তী সময়ে ওডিশায় সফরের জন্য ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী ৷

যশ আসার আগেই রাজ্যের জন্য বরাদ্দ বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে ওডিশা ও অন্ধ্রপ্রদেশকে 600 কোটি টাকা আগাম সাহায্য ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাংলাকে দেওয়া হয়েছিল 400 কোটি টাকা ৷ এই বৈপরীত্য নিয়েও প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.