ETV Bharat / bharat

PM Modi Visits Bandipur Tiger Reserve: ব্যাঘ্র সংরক্ষণের 50 বছর, বন্দিপুরে পৌঁছলেন প্রধানমন্ত্রী - latest tiger census data

কর্ণাটকে বন্দিপুর টাইগার রিজার্ভে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার ব্যাঘ্র সংরক্ষণের 50 বছর উপলক্ষ্য়ে একাধিক কর্মসূচি রয়েছে ৷ খাকি প্যান্ট, মাথায় হ্যাট, গায়ে অন্যরকম টি-শার্টে নতুন লুকে প্রধানমন্ত্রী ৷

Narendra Modi
নরেন্দ্র মোদি
author img

By

Published : Apr 9, 2023, 9:08 AM IST

Updated : Apr 9, 2023, 9:59 AM IST

বন্দিপুর (কর্নাটক), 9 এপ্রিল: ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশে টাইগার রিজার্ভ প্রজেক্টের 50 বছর পূর্তি উপলক্ষ্যে দিনভর বিশেষ কর্মসূচি রয়েছে তাঁর ৷ তাঁর হেলিকপ্টার কর্ণাটকের মেলুকামানাহাল্লিতে অবতরণ করেছে ৷ তিনি জিপে সওয়ার হয়ে বন্দিপুর টাইগার রিজার্ভে পৌঁছলেন ৷ প্রসঙ্গত, 1973 সালের নভেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির হাত ধরে ভারতে এই প্রোজেক্ট টাইগারের সূচনা হয় ৷

রবিবার তিনি এই ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সঙ্গে যুক্ত ফ্রন্টলাইন কর্মী থেকে শুরু করে সেলফ হেলপ গ্রুপের কর্মীদের সঙ্গে কথা বললেন ৷ এছাড়া মুদুমালাই টাইগার রিজার্ভেও যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর ৷ সেখানে হাতির ক্যাম্পে গিয়ে মাহুত, কাভাড়িদের সঙ্গে দেখা করবেন স্বয়ং নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টুইট করে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্দিপুর ও মুদুমালাই টাইগার রিজার্ভের পথে ৷ সরকারি সূত্র অনুযায়ী, তিনি ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্স বা আইবিসিএ-র সূচনা করবেন ৷ মাইসোরে একটি মেগা ইভেন্টে বাঘেদর পরিসংখ্যান প্রকাশ করবেন তিনি ৷

2019 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী এশিয়ায় বন্যপ্রাণী চোরাকারবার, বেআইনি পাচার রুখতে বিশ্বের রাষ্ট্রনেতাদের বার্তা দিয়েছিলেন ৷ আইবিসিএ সেই কাজটাই করবে৷ দুনিয়ার বিগ ক্যাটস- বাঘ, সিংহ, চিতা, স্নো লেপার্ড, পুমা, জ্যাগুয়ার, এবং চিতাবাঘদের সুরক্ষার দায়িত্বে থাকবে এবার আইবিসিএ ৷ টাইগার রিজার্ভের 50 বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী 'কোমেমোরেশন অফ ফিফটি ইয়ার্স অফ প্রজেক্ট টাইগার' প্রকল্পের উদ্বোধন করবেন ৷ এই অনুষ্ঠানে তিনি 'অমৃত কাল কা ভিশন ফর টাইগার কনজারভেশন' প্রকাশ করবেন ৷ এই অনুষ্ঠানে তিনি 'অমৃত কাল কা ভিশন ফর টাইগার কনজারভেশন' প্রকাশ করবেন৷ এটি ম্যাজেনমেন্ট এফেকটিভ ইভ্যালুয়েশন অফ টাইগার রিজার্ভস-এর পঞ্চমতম রিপোর্ট৷ এতে বাঘেদের সংখ্যা দেওয়া আছে ৷ অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশনের একটি রিপোর্টও প্রকাশ করবেন৷ টাইগার প্রজেক্টের 50 বছর পূর্তির স্মরণে তিনি একটি বিশেষ কয়েনও প্রকাশ করবেন তিনি ৷

আরও পড়ুন: সুপ্রিম কোর্টও ধাক্কা দিয়েছে বিরোধীদের, দুর্নীতি ইস্যুতে কটাক্ষ মোদির

বন্দিপুর (কর্নাটক), 9 এপ্রিল: ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশে টাইগার রিজার্ভ প্রজেক্টের 50 বছর পূর্তি উপলক্ষ্যে দিনভর বিশেষ কর্মসূচি রয়েছে তাঁর ৷ তাঁর হেলিকপ্টার কর্ণাটকের মেলুকামানাহাল্লিতে অবতরণ করেছে ৷ তিনি জিপে সওয়ার হয়ে বন্দিপুর টাইগার রিজার্ভে পৌঁছলেন ৷ প্রসঙ্গত, 1973 সালের নভেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির হাত ধরে ভারতে এই প্রোজেক্ট টাইগারের সূচনা হয় ৷

রবিবার তিনি এই ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সঙ্গে যুক্ত ফ্রন্টলাইন কর্মী থেকে শুরু করে সেলফ হেলপ গ্রুপের কর্মীদের সঙ্গে কথা বললেন ৷ এছাড়া মুদুমালাই টাইগার রিজার্ভেও যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর ৷ সেখানে হাতির ক্যাম্পে গিয়ে মাহুত, কাভাড়িদের সঙ্গে দেখা করবেন স্বয়ং নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টুইট করে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্দিপুর ও মুদুমালাই টাইগার রিজার্ভের পথে ৷ সরকারি সূত্র অনুযায়ী, তিনি ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্স বা আইবিসিএ-র সূচনা করবেন ৷ মাইসোরে একটি মেগা ইভেন্টে বাঘেদর পরিসংখ্যান প্রকাশ করবেন তিনি ৷

2019 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী এশিয়ায় বন্যপ্রাণী চোরাকারবার, বেআইনি পাচার রুখতে বিশ্বের রাষ্ট্রনেতাদের বার্তা দিয়েছিলেন ৷ আইবিসিএ সেই কাজটাই করবে৷ দুনিয়ার বিগ ক্যাটস- বাঘ, সিংহ, চিতা, স্নো লেপার্ড, পুমা, জ্যাগুয়ার, এবং চিতাবাঘদের সুরক্ষার দায়িত্বে থাকবে এবার আইবিসিএ ৷ টাইগার রিজার্ভের 50 বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী 'কোমেমোরেশন অফ ফিফটি ইয়ার্স অফ প্রজেক্ট টাইগার' প্রকল্পের উদ্বোধন করবেন ৷ এই অনুষ্ঠানে তিনি 'অমৃত কাল কা ভিশন ফর টাইগার কনজারভেশন' প্রকাশ করবেন ৷ এই অনুষ্ঠানে তিনি 'অমৃত কাল কা ভিশন ফর টাইগার কনজারভেশন' প্রকাশ করবেন৷ এটি ম্যাজেনমেন্ট এফেকটিভ ইভ্যালুয়েশন অফ টাইগার রিজার্ভস-এর পঞ্চমতম রিপোর্ট৷ এতে বাঘেদের সংখ্যা দেওয়া আছে ৷ অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশনের একটি রিপোর্টও প্রকাশ করবেন৷ টাইগার প্রজেক্টের 50 বছর পূর্তির স্মরণে তিনি একটি বিশেষ কয়েনও প্রকাশ করবেন তিনি ৷

আরও পড়ুন: সুপ্রিম কোর্টও ধাক্কা দিয়েছে বিরোধীদের, দুর্নীতি ইস্যুতে কটাক্ষ মোদির

Last Updated : Apr 9, 2023, 9:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.