ETV Bharat / bharat

50th Vijay Diwas : বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা স্মরণ করে টুইট মোদির - বিজয় দিবসে টুইট প্রিয়াঙ্কা গান্ধির

আজ বাংলাদেশ মুক্তিযুদ্ধের বিজয় দিবস ৷ 1971-এর এই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল ৷ বিজয় দিবস উপলক্ষ্যে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, প্রিয়াঙ্কা গান্ধি বঢরা, মমতা বন্দ্যোপাধ্যায় (PM Modi tweets recalls great valour and sacrifice on Vijay Diwas) ৷

PM Modi tweets on Vijay Diwas
বিজয় দিবস
author img

By

Published : Dec 16, 2021, 10:18 AM IST

Updated : Dec 16, 2021, 3:48 PM IST

নয়াদিল্লি, 16 ডিসেম্বর : আজ বিজয় দিবস ৷ 1971-এর আজকের দিনেই বাংলাদেশ মুক্তিযুদ্ধে জয়ী হয়ে পাকিস্তান থেকে আলাদা হয়ে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় ৷ এ বছর তার 50 বছর (50th Vijay Diwas) ৷ বাংলাদেশে এই উদযাপনে অংশ নিতে পৌঁছেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷

এই মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ৷ তাই বিজয় দিবসের সকালে টুইট করে ভারতীয় জওয়ানদের সাহসিকতা, আত্মত্যাগের কথা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, "আজ 50তম বিজয় দিবস ৷ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গানাদের বীরত্ব, আত্মত্যাগের কথা আমার মনে পড়ছে ৷ আর ভারতীয় সেনাবাহিনীর সাহসী সেনাজওয়াদের কথা ৷ আমরা একসঙ্গে অত্যাচারী বাহিনীর বিরুদ্ধে লড়েছিলাম এবং তাদের পরাজিত করেছি ৷ এই উপলক্ষ্যে ঢাকায় গিয়েছেন রাষ্ট্রপতি, যা প্রত্যেক ভারতীয়ের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য ৷" (PM Modi tweets recalls great valour and sacrifice on Vijay Diwas)

  • On the 50th Vijay Diwas, I recall the great valour and sacrifice by the Muktijoddhas, Biranganas and bravehearts of the Indian Armed Forces. Together, we fought and defeated oppressive forces. Rashtrapati Ji’s presence in Dhaka is of special significance to every Indian.

    — Narendra Modi (@narendramodi) December 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিজয় দিবসের একটি টুইট ঐতিহাসিক ছবি দিয়ে টুইট করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও ৷ তিনি লিখেছেন, "এই দিন, সেই বছর ৷" ভারতেও পালিত হচ্ছে 'স্বর্ণিম বিজয় দিবস' (Swarnim Vijay Diwas) অনুষ্ঠান ৷ রাজনাথ সিং 1971-এ মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অংশগ্রহণকে "ভারতীয় সেনার ইতিহাসের স্মরণীয় অধ্যায়" হিসেবে উল্লেখ করেছেন ৷

টুইট করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) ৷ টুইটে তিনি একটি ভিডিয়ো পোস্ট করে মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অংশ নেওয়ার বিভিন্ন মুহূর্ত, বিজয় দিবসের দিন প্রকাশিত খবর দেখিয়েছেন ৷ তাঁর ঠাকুমা দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির নেতৃত্বে এই যুদ্ধ জয়ের সংবাদ প্রকাশের ছবি, তাঁর বক্তৃতা তুলে ধরেছেন নাতনি প্রিয়াঙ্কা ৷

আরও পড়ুন : Ram Nath Kovind Bangladesh Visit : বাংলাদেশ সফরের প্রথম দিনে হাসিনার সঙ্গে বৈঠক কোবিন্দের

1971-এর যুদ্ধে বীর সেনাবাহিনীর কথা মনে করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা (Chief Minister Mamata Banerjee) বন্দ্যোপাধ্যায় ৷ টুইটে তিনি লেখেন, "যে সাহসের সঙ্গে 1971-এর যুদ্ধ লড়েছে সেনা জওয়ানেরা, তা প্রত্যেকের মনে আছে ৷ আমরা আপনাদের আত্মবলিদানকে স্যালুট করি ৷ আমরা আমাদের সেনাবাহিনীর এই অবদানের উদযাপন করছি ৷ আপনাদের বীরত্ব আমাদের উৎসাহিত করে চলেছে, এমনকি আজও !"

  • The courage with which all bravehearts fought the 1971 war, is remembered by everyone. We salute your sacrifice.

    Also celebrating the contribution of our Armed Forces in this feat. Your heroism continues to inspire us, even today!

    — Mamata Banerjee (@MamataOfficial) December 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

25 মার্চ, 1971 ৷ পাকিস্তান সেনাবাহিনী 'অপারেশন সার্চলাইট'-এর (Operation Searchlight) মাধ্যমে বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তান আক্রমণ করে ৷ 26 মার্চ বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ শহরগুলি দখল করে নিয়েছিল তারা ৷ এই সময় দুই পাকিস্তানের মধ্যে লড়াইয়ে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি (Prime Minister Indira Gandhi) ৷ তিনি বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন ৷ ওই বছর 16 ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লা খান নিয়াজি (Lt General Amir Abdullah Khan Niazi) ভারতের লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার (Lt General Jagjit Singh Aurora) কাছে আত্মসমর্পণ করেন ৷ সেই ঐতিহাসিক ছবি পোস্ট করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷

50 বছর পূর্তি উপলক্ষ্যে নয়াদিল্লির 'ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল'-এ (National War Memorial) একটি বিশেষ স্মারক ডাকটিকিট (commemorative postage stamp) প্রকাশ করেন রাজনাথ সিং ৷ প্রধানমন্ত্রী ওয়ার মেমোরিয়ালে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ৷ চারটি মশাল থেকে তিনি 'স্বর্ণিম বিজয় মশাল'-এ (Swarnim Vijay Mashaal) অগ্নি সংযোগ করেন ৷ সেই মশাল দিয়ে ওয়ার মেমোরিয়ালের চিরঅগ্নি প্রজ্জ্বলন স্থলে অগ্নি প্রজ্জ্বলন করেন ৷ এই চারটি মশাল দেশজুড়ে শহিদ জওয়ানদের বাড়ি, 71-এর যুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে এসেছে ৷ চারটি মশাল ওয়ার মেমোরিয়ালের চারটি দিকে রাখা রয়েছে ৷

নয়াদিল্লি, 16 ডিসেম্বর : আজ বিজয় দিবস ৷ 1971-এর আজকের দিনেই বাংলাদেশ মুক্তিযুদ্ধে জয়ী হয়ে পাকিস্তান থেকে আলাদা হয়ে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় ৷ এ বছর তার 50 বছর (50th Vijay Diwas) ৷ বাংলাদেশে এই উদযাপনে অংশ নিতে পৌঁছেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷

এই মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ৷ তাই বিজয় দিবসের সকালে টুইট করে ভারতীয় জওয়ানদের সাহসিকতা, আত্মত্যাগের কথা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, "আজ 50তম বিজয় দিবস ৷ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গানাদের বীরত্ব, আত্মত্যাগের কথা আমার মনে পড়ছে ৷ আর ভারতীয় সেনাবাহিনীর সাহসী সেনাজওয়াদের কথা ৷ আমরা একসঙ্গে অত্যাচারী বাহিনীর বিরুদ্ধে লড়েছিলাম এবং তাদের পরাজিত করেছি ৷ এই উপলক্ষ্যে ঢাকায় গিয়েছেন রাষ্ট্রপতি, যা প্রত্যেক ভারতীয়ের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য ৷" (PM Modi tweets recalls great valour and sacrifice on Vijay Diwas)

  • On the 50th Vijay Diwas, I recall the great valour and sacrifice by the Muktijoddhas, Biranganas and bravehearts of the Indian Armed Forces. Together, we fought and defeated oppressive forces. Rashtrapati Ji’s presence in Dhaka is of special significance to every Indian.

    — Narendra Modi (@narendramodi) December 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিজয় দিবসের একটি টুইট ঐতিহাসিক ছবি দিয়ে টুইট করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও ৷ তিনি লিখেছেন, "এই দিন, সেই বছর ৷" ভারতেও পালিত হচ্ছে 'স্বর্ণিম বিজয় দিবস' (Swarnim Vijay Diwas) অনুষ্ঠান ৷ রাজনাথ সিং 1971-এ মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অংশগ্রহণকে "ভারতীয় সেনার ইতিহাসের স্মরণীয় অধ্যায়" হিসেবে উল্লেখ করেছেন ৷

টুইট করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) ৷ টুইটে তিনি একটি ভিডিয়ো পোস্ট করে মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অংশ নেওয়ার বিভিন্ন মুহূর্ত, বিজয় দিবসের দিন প্রকাশিত খবর দেখিয়েছেন ৷ তাঁর ঠাকুমা দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির নেতৃত্বে এই যুদ্ধ জয়ের সংবাদ প্রকাশের ছবি, তাঁর বক্তৃতা তুলে ধরেছেন নাতনি প্রিয়াঙ্কা ৷

আরও পড়ুন : Ram Nath Kovind Bangladesh Visit : বাংলাদেশ সফরের প্রথম দিনে হাসিনার সঙ্গে বৈঠক কোবিন্দের

1971-এর যুদ্ধে বীর সেনাবাহিনীর কথা মনে করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা (Chief Minister Mamata Banerjee) বন্দ্যোপাধ্যায় ৷ টুইটে তিনি লেখেন, "যে সাহসের সঙ্গে 1971-এর যুদ্ধ লড়েছে সেনা জওয়ানেরা, তা প্রত্যেকের মনে আছে ৷ আমরা আপনাদের আত্মবলিদানকে স্যালুট করি ৷ আমরা আমাদের সেনাবাহিনীর এই অবদানের উদযাপন করছি ৷ আপনাদের বীরত্ব আমাদের উৎসাহিত করে চলেছে, এমনকি আজও !"

  • The courage with which all bravehearts fought the 1971 war, is remembered by everyone. We salute your sacrifice.

    Also celebrating the contribution of our Armed Forces in this feat. Your heroism continues to inspire us, even today!

    — Mamata Banerjee (@MamataOfficial) December 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

25 মার্চ, 1971 ৷ পাকিস্তান সেনাবাহিনী 'অপারেশন সার্চলাইট'-এর (Operation Searchlight) মাধ্যমে বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তান আক্রমণ করে ৷ 26 মার্চ বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ শহরগুলি দখল করে নিয়েছিল তারা ৷ এই সময় দুই পাকিস্তানের মধ্যে লড়াইয়ে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি (Prime Minister Indira Gandhi) ৷ তিনি বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন ৷ ওই বছর 16 ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লা খান নিয়াজি (Lt General Amir Abdullah Khan Niazi) ভারতের লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার (Lt General Jagjit Singh Aurora) কাছে আত্মসমর্পণ করেন ৷ সেই ঐতিহাসিক ছবি পোস্ট করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷

50 বছর পূর্তি উপলক্ষ্যে নয়াদিল্লির 'ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল'-এ (National War Memorial) একটি বিশেষ স্মারক ডাকটিকিট (commemorative postage stamp) প্রকাশ করেন রাজনাথ সিং ৷ প্রধানমন্ত্রী ওয়ার মেমোরিয়ালে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ৷ চারটি মশাল থেকে তিনি 'স্বর্ণিম বিজয় মশাল'-এ (Swarnim Vijay Mashaal) অগ্নি সংযোগ করেন ৷ সেই মশাল দিয়ে ওয়ার মেমোরিয়ালের চিরঅগ্নি প্রজ্জ্বলন স্থলে অগ্নি প্রজ্জ্বলন করেন ৷ এই চারটি মশাল দেশজুড়ে শহিদ জওয়ানদের বাড়ি, 71-এর যুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে এসেছে ৷ চারটি মশাল ওয়ার মেমোরিয়ালের চারটি দিকে রাখা রয়েছে ৷

Last Updated : Dec 16, 2021, 3:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.