ETV Bharat / bharat

PM Modi in Jammu-Kashmir : 370 ধারা বিলোপের পর আজ প্রথম জম্মু-কাশ্মীরে প্রধানমন্ত্রী মোদি

জম্মু ও কাশ্মীর ও লাদাখ, দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে উপত্যকা ৷ এই ঘটনার পর আজ পঞ্চায়েতি রাজ দিবসে প্রথম জম্মু ও কাশ্মীরে আসছেন প্রধানমন্ত্রী মোদি ৷ 20 হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক উদ্যোগের উদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন কর্মসূচি রয়েছে দিনভর (PM Modi in Jammu-Kashmir) ৷

PM Modi in Jammu and Kashmir
জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By

Published : Apr 24, 2022, 8:21 AM IST

নয়াদিল্লি, 24 এপ্রিল : আজ জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস ৷ এই দিবস উপলক্ষ্যে জম্মু-কাশ্মীরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখান থেকে সারা দেশের গ্রামসভার উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি ৷ এখানে সাম্বা জেলার পল্লিগ্রামে পঞ্চায়েত এলাকা ঘুরে দেখবেন, জানিয়েছে পিএমও ৷ 370 ধারা বিলোপের পর এই প্রথম বিতর্কিত উপত্যকায় পা রাখছেন প্রধানমন্ত্রী (PM Modi to visit Palli Panchayat of J and K today Panchayati Raj Day event) ৷

আজকের কর্মসূচি :

  • দেশের প্রতিটি জেলায় 75টি জলাশয়ের ব্যবস্থা করছে কেন্দ্র ৷ তার অংশ হিসেবে 'অমৃত সরোবর'-এর উদ্বোধন করবেন মোদি ৷ টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, "আমি অমৃত সরোবরের উদ্বোধন করব ৷ এ নিয়ে খুবই উৎসাহ বোধ করছি ৷ আমার কাছে এটা একটা বিশেষ মুহূর্ত ৷"
  • এছাড়া বানিহাল কোয়াজ়িগান্ড রোড টানেলের (Banihal Qazigund Road Tunnel) উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি ৷ এটি তৈরিতে 3 হাজার 100 কোটি টাকারও বেশি খরচ হয়েছে ৷ পিএমও জানিয়েছে, 8.45 কিলোমিটার লম্বা এই টানেলের মাধ্যমে বানিহাল এবং কোয়াজ়িগান্ডের মধ্যে সড়কপথে 16 কিমি দূরত্ব কমবে ৷ দু'জায়গায় যাতায়াতে দেড় ঘণ্টা সময় কম লাগবে ৷ 'টুইন-টিউব টানেল'-এর মধ্যে দু'টি টিউব আছে, যা একে অপরের সঙ্গে যুক্ত ৷ টালেনগুলির রক্ষণাবেক্ষণ এবং জরুরি প্রয়োজনে মানুষ বের করার জন্য প্রতি 500 মিটার অন্তর একটি করে ক্রস প্যাসেজ আছে ৷
  • যে কোনও আবহাওয়ায় জম্মু ও কাশ্মীরের মধ্যে যাতায়াত আরও সহজ হবে ৷ এছাড়া তিনি রাস্তা দিল্লি-অমৃতসর-কাটরা এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ৷ এর জন্য 7 হাজার 500 কোটি টাকা খরচ হবে ৷ এখানে 4 থেকে 6টি লেন তৈরি হবে ৷
  • কিস্তওয়ার জেলায় চেনাব নদীর উপর ব়্যাটল হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট নির্মাণ হবে ৷ এর জন্য প্রায় 5 হাজার 300 কোটি টাকা ধার্য করা হয়েছে ৷ এই জেলায় চেনাব নদীতেই কাওয়ার হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট তৈরি হবে, খরচ 4 হাজার 500 কোটিরও বেশি ৷আজ এই 'ব়্যাটল অ্যান্ড কাওয়ার হাইড্রোইলেকট্রিক প্রজেক্টস'-এর (Ratle and Kwar Hydroelectric projects) ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
    • Tomorrow, 24th April, we will mark the National Panchayati Raj Day. On this important occasion, I will be in Jammu and Kashmir and from there will address Gram Sabhas across India. Will also lay the foundation stone and inaugurate development works worth over Rs. 20,000 crore.

      — Narendra Modi (@narendramodi) April 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Jammu and Kashmir Encounter : প্রধানমন্ত্রী সফরের আগে জঙ্গি হানায় উত্তপ্ত উপত্যকা

  • জম্মু ও কাশ্মীরে 'জন ঔষধী কেন্দ্র'-র বিস্তারে 100টি কেন্দ্র নির্মিত হয়েছে ৷ আজ যা দেশবাসীকে উৎসর্গ করবেন তিনি ৷ কেন্দ্রশাসিত অঞ্চলের একেবারে প্রত্যন্তে অবস্থিত এই কেন্দ্রগুলি (Jan Aushadi Kendras in Jammu and Kashmir) ৷ এছাড়া পল্লি গ্রামে 500 কিলোওয়াটের একটি সৌর বিদ্যুৎ প্লান্টের উদ্বোধন করবেন মোদি ৷ এটাই দেশের প্রথম পঞ্চায়েত, যেখানে কার্বন উৎপাদন ছাড়া বিদ্যুৎ পাওয়া যাবে ৷
  • প্রধানমন্ত্রী এসভিএএমআইটিভিএ উপভোক্তাদের এই প্রকল্পের সুবিধে পেতে কার্ড বিতরণ করবেন ৷ জাতীয় পঞ্চায়েত রাজ দিবস উপলক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে পঞ্চায়েতগুলিকে অর্থ পুরস্কার দেবেন মোদি ৷ উপত্যকার গ্রাম্য জীবন ও ঐতিহ্য তুলে ধরেছে আইএনটিএসিএইচ ফোটো গ্যালারি ৷ সেটি ঘুরে দেখবেন তিনি ৷

নয়াদিল্লি, 24 এপ্রিল : আজ জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস ৷ এই দিবস উপলক্ষ্যে জম্মু-কাশ্মীরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখান থেকে সারা দেশের গ্রামসভার উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি ৷ এখানে সাম্বা জেলার পল্লিগ্রামে পঞ্চায়েত এলাকা ঘুরে দেখবেন, জানিয়েছে পিএমও ৷ 370 ধারা বিলোপের পর এই প্রথম বিতর্কিত উপত্যকায় পা রাখছেন প্রধানমন্ত্রী (PM Modi to visit Palli Panchayat of J and K today Panchayati Raj Day event) ৷

আজকের কর্মসূচি :

  • দেশের প্রতিটি জেলায় 75টি জলাশয়ের ব্যবস্থা করছে কেন্দ্র ৷ তার অংশ হিসেবে 'অমৃত সরোবর'-এর উদ্বোধন করবেন মোদি ৷ টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, "আমি অমৃত সরোবরের উদ্বোধন করব ৷ এ নিয়ে খুবই উৎসাহ বোধ করছি ৷ আমার কাছে এটা একটা বিশেষ মুহূর্ত ৷"
  • এছাড়া বানিহাল কোয়াজ়িগান্ড রোড টানেলের (Banihal Qazigund Road Tunnel) উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি ৷ এটি তৈরিতে 3 হাজার 100 কোটি টাকারও বেশি খরচ হয়েছে ৷ পিএমও জানিয়েছে, 8.45 কিলোমিটার লম্বা এই টানেলের মাধ্যমে বানিহাল এবং কোয়াজ়িগান্ডের মধ্যে সড়কপথে 16 কিমি দূরত্ব কমবে ৷ দু'জায়গায় যাতায়াতে দেড় ঘণ্টা সময় কম লাগবে ৷ 'টুইন-টিউব টানেল'-এর মধ্যে দু'টি টিউব আছে, যা একে অপরের সঙ্গে যুক্ত ৷ টালেনগুলির রক্ষণাবেক্ষণ এবং জরুরি প্রয়োজনে মানুষ বের করার জন্য প্রতি 500 মিটার অন্তর একটি করে ক্রস প্যাসেজ আছে ৷
  • যে কোনও আবহাওয়ায় জম্মু ও কাশ্মীরের মধ্যে যাতায়াত আরও সহজ হবে ৷ এছাড়া তিনি রাস্তা দিল্লি-অমৃতসর-কাটরা এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ৷ এর জন্য 7 হাজার 500 কোটি টাকা খরচ হবে ৷ এখানে 4 থেকে 6টি লেন তৈরি হবে ৷
  • কিস্তওয়ার জেলায় চেনাব নদীর উপর ব়্যাটল হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট নির্মাণ হবে ৷ এর জন্য প্রায় 5 হাজার 300 কোটি টাকা ধার্য করা হয়েছে ৷ এই জেলায় চেনাব নদীতেই কাওয়ার হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট তৈরি হবে, খরচ 4 হাজার 500 কোটিরও বেশি ৷আজ এই 'ব়্যাটল অ্যান্ড কাওয়ার হাইড্রোইলেকট্রিক প্রজেক্টস'-এর (Ratle and Kwar Hydroelectric projects) ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
    • Tomorrow, 24th April, we will mark the National Panchayati Raj Day. On this important occasion, I will be in Jammu and Kashmir and from there will address Gram Sabhas across India. Will also lay the foundation stone and inaugurate development works worth over Rs. 20,000 crore.

      — Narendra Modi (@narendramodi) April 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Jammu and Kashmir Encounter : প্রধানমন্ত্রী সফরের আগে জঙ্গি হানায় উত্তপ্ত উপত্যকা

  • জম্মু ও কাশ্মীরে 'জন ঔষধী কেন্দ্র'-র বিস্তারে 100টি কেন্দ্র নির্মিত হয়েছে ৷ আজ যা দেশবাসীকে উৎসর্গ করবেন তিনি ৷ কেন্দ্রশাসিত অঞ্চলের একেবারে প্রত্যন্তে অবস্থিত এই কেন্দ্রগুলি (Jan Aushadi Kendras in Jammu and Kashmir) ৷ এছাড়া পল্লি গ্রামে 500 কিলোওয়াটের একটি সৌর বিদ্যুৎ প্লান্টের উদ্বোধন করবেন মোদি ৷ এটাই দেশের প্রথম পঞ্চায়েত, যেখানে কার্বন উৎপাদন ছাড়া বিদ্যুৎ পাওয়া যাবে ৷
  • প্রধানমন্ত্রী এসভিএএমআইটিভিএ উপভোক্তাদের এই প্রকল্পের সুবিধে পেতে কার্ড বিতরণ করবেন ৷ জাতীয় পঞ্চায়েত রাজ দিবস উপলক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে পঞ্চায়েতগুলিকে অর্থ পুরস্কার দেবেন মোদি ৷ উপত্যকার গ্রাম্য জীবন ও ঐতিহ্য তুলে ধরেছে আইএনটিএসিএইচ ফোটো গ্যালারি ৷ সেটি ঘুরে দেখবেন তিনি ৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.