ETV Bharat / bharat

অযোধ্যার নতুন বিমানবন্দরের নাম 'মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর', উদ্বোধন করবেন মোদি

author img

By ANI

Published : Dec 28, 2023, 10:34 PM IST

PM Modi to visit Ayodhya: প্রধানমন্ত্রী নবনির্মিত অযোধ্যা বিমানবন্দরেরও উদ্বোধন করবেন ওইদিন দুপুর একটায় ৷ যার নাম মহর্ষি বাল্মিকীর নামে রাখা হয়েছে বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি প্রধানমন্ত্রী একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন বলে জানা গিয়েছে ৷ রাজ্যে 15 হাজার 700 কোটি টাকারও বেশি অর্থের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন মোদি।

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 28 ডিসেম্বর: অযোধ্যায় নাগরিক সুবিধা এবং বিশ্বমানের পরিষেবা প্রদানকারী উন্নয়নের জন্য 11 হাজার 100 কোটি টাকারও বেশি অর্থের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী 30 ডিসেম্বর শনিবার প্রধানমন্ত্রী অযোধ্য়ার নবরূপে সজ্জিত রেল স্টেশনের পাশাপাশি বিমানবন্দরেরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে জারি করা বিবৃতি অনুসারে, তিনি সকাল 11টা নাগাদ রেল স্টেশনের উদ্বোধন করবেন এবং নতুন অমৃত ভারত, বন্দে ভারত ট্রেনগুলির ফ্ল্যাগ অফ করবেন ৷ একই সঙ্গে, আরও বেশ কয়েকটি রেল প্রকল্পেরও উদ্বোধন করবে প্রধানমন্ত্রী।

একই সঙ্গে, জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নবনির্মিত অযোধ্যা বিমানবন্দরেরও উদ্বোধন করবেন ওইদিন দুপুর একটায় ৷ যার নাম মহর্ষি বাল্মিকীর নামে রাখা হয়েছে বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি প্রধানমন্ত্রী একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন বলে জানা গিয়েছে ৷ রাজ্যে 15 হাজার 700 কোটি টাকারও বেশি অর্থের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন মোদি। এর মধ্যে অযোধ্যা এবং এর আশেপাশের অঞ্চলগুলির উন্নয়নের জন্য প্রায় 11 হাজার 100 কোটি টাকার প্রকল্প এবং উত্তরপ্রদেশ জুড়ে অন্যান্য প্রকল্পগুলির সঙ্গে সম্পর্কিত প্রায় চার হাজার 600 কোটি টাকার প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি হল, অযোধ্যায় আধুনিক, বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলা, পরিবহণ সংযোগ উন্নত করা এবং শহরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এর নাগরিক সুবিধাগুলিকে পুনরুদ্ধার করা। এই দৃষ্টিভঙ্গির বাস্তবায়নে, একটি নতুন বিমানবন্দর, নতুন পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন, নতুন প্রশস্ত এবং সৌন্দর্যমন্ডিত রাস্তা এবং অন্যান্য নাগরিক পরিকাঠামো শহরের উদ্বোধন করা হচ্ছে। এছাড়াও, বেশ কয়েকটি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানা গিয়েছে ৷

এদিকে, এক হাজার 450 কোটি টাকারও বেশি ব্যয়ে অত্যাধুনিক বিমানবন্দরের প্রথম ফেজ তৈরি করা হচ্ছে। বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিং হবে 6500 বর্গ মিটার এলাকা জুড়ে ৷ বার্ষিক প্রায় 10 লক্ষ যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য নির্মিত হচ্ছে এই বিমান বন্ধর ৷ টার্মিনাল বিল্ডিংয়ের সামনে অযোধ্যার আসন্ন শ্রীরাম মন্দিরের স্থাপত্যকে চিত্রিত করে তোলা হচ্ছে। টার্মিনাল ভবনের অভ্যন্তরীণ অংশ ভগবান শ্রীরামের জীবন চিত্রিত ম্যুরাল, স্থানীয় শিল্প, পেইন্টিং এবং শিল্প দ্বারা সজ্জিত করা হচ্ছে।

অযোধ্যা রেলওয়ে স্টেশনের প্রথম ধাপ যা অযোধ্যা ধাম জংশন রেলওয়ে স্টেশন নামে পরিচিত হয়েছে ৷ 240 কোটি টাকারও বেশি ব্যয়ে পুণর্নির্মিত হয়েছে। তিন তলা আধুনিক রেলওয়ে স্টেশন বিল্ডিংটি সমস্ত আধুনিক বৈশিষ্ট্য যেমন লিফট, এসকেলেটর, ফুড প্লাজা, পূজা সামগ্রীর দোকান, ক্লোক রুম, চাইল্ড কেয়ার রুম এবং ওয়েটিং হল দিয়ে সজ্জিত। স্টেশন বিল্ডিং হবে 'সকলের জন্য অ্যাক্সেসযোগ্য' এবং একটি 'আইজিবিসি-প্রত্যয়িত গ্রিন স্টেশন বিল্ডিং'।

আরও পড়ুন

নাগপুরে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন রাহুল

জয়পুর বিমানবন্দরে বোমাতঙ্ক ! ইমেলে ভুয়ো হুমকি কর্তৃপক্ষকে

কাতারে ভারতের কূটনৈতিক সাফল্য! 8 ভারতীয়র মৃত্যুদণ্ডের সাজা মকুব

নয়াদিল্লি, 28 ডিসেম্বর: অযোধ্যায় নাগরিক সুবিধা এবং বিশ্বমানের পরিষেবা প্রদানকারী উন্নয়নের জন্য 11 হাজার 100 কোটি টাকারও বেশি অর্থের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী 30 ডিসেম্বর শনিবার প্রধানমন্ত্রী অযোধ্য়ার নবরূপে সজ্জিত রেল স্টেশনের পাশাপাশি বিমানবন্দরেরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে জারি করা বিবৃতি অনুসারে, তিনি সকাল 11টা নাগাদ রেল স্টেশনের উদ্বোধন করবেন এবং নতুন অমৃত ভারত, বন্দে ভারত ট্রেনগুলির ফ্ল্যাগ অফ করবেন ৷ একই সঙ্গে, আরও বেশ কয়েকটি রেল প্রকল্পেরও উদ্বোধন করবে প্রধানমন্ত্রী।

একই সঙ্গে, জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নবনির্মিত অযোধ্যা বিমানবন্দরেরও উদ্বোধন করবেন ওইদিন দুপুর একটায় ৷ যার নাম মহর্ষি বাল্মিকীর নামে রাখা হয়েছে বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি প্রধানমন্ত্রী একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন বলে জানা গিয়েছে ৷ রাজ্যে 15 হাজার 700 কোটি টাকারও বেশি অর্থের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন মোদি। এর মধ্যে অযোধ্যা এবং এর আশেপাশের অঞ্চলগুলির উন্নয়নের জন্য প্রায় 11 হাজার 100 কোটি টাকার প্রকল্প এবং উত্তরপ্রদেশ জুড়ে অন্যান্য প্রকল্পগুলির সঙ্গে সম্পর্কিত প্রায় চার হাজার 600 কোটি টাকার প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি হল, অযোধ্যায় আধুনিক, বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলা, পরিবহণ সংযোগ উন্নত করা এবং শহরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এর নাগরিক সুবিধাগুলিকে পুনরুদ্ধার করা। এই দৃষ্টিভঙ্গির বাস্তবায়নে, একটি নতুন বিমানবন্দর, নতুন পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন, নতুন প্রশস্ত এবং সৌন্দর্যমন্ডিত রাস্তা এবং অন্যান্য নাগরিক পরিকাঠামো শহরের উদ্বোধন করা হচ্ছে। এছাড়াও, বেশ কয়েকটি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানা গিয়েছে ৷

এদিকে, এক হাজার 450 কোটি টাকারও বেশি ব্যয়ে অত্যাধুনিক বিমানবন্দরের প্রথম ফেজ তৈরি করা হচ্ছে। বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিং হবে 6500 বর্গ মিটার এলাকা জুড়ে ৷ বার্ষিক প্রায় 10 লক্ষ যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য নির্মিত হচ্ছে এই বিমান বন্ধর ৷ টার্মিনাল বিল্ডিংয়ের সামনে অযোধ্যার আসন্ন শ্রীরাম মন্দিরের স্থাপত্যকে চিত্রিত করে তোলা হচ্ছে। টার্মিনাল ভবনের অভ্যন্তরীণ অংশ ভগবান শ্রীরামের জীবন চিত্রিত ম্যুরাল, স্থানীয় শিল্প, পেইন্টিং এবং শিল্প দ্বারা সজ্জিত করা হচ্ছে।

অযোধ্যা রেলওয়ে স্টেশনের প্রথম ধাপ যা অযোধ্যা ধাম জংশন রেলওয়ে স্টেশন নামে পরিচিত হয়েছে ৷ 240 কোটি টাকারও বেশি ব্যয়ে পুণর্নির্মিত হয়েছে। তিন তলা আধুনিক রেলওয়ে স্টেশন বিল্ডিংটি সমস্ত আধুনিক বৈশিষ্ট্য যেমন লিফট, এসকেলেটর, ফুড প্লাজা, পূজা সামগ্রীর দোকান, ক্লোক রুম, চাইল্ড কেয়ার রুম এবং ওয়েটিং হল দিয়ে সজ্জিত। স্টেশন বিল্ডিং হবে 'সকলের জন্য অ্যাক্সেসযোগ্য' এবং একটি 'আইজিবিসি-প্রত্যয়িত গ্রিন স্টেশন বিল্ডিং'।

আরও পড়ুন

নাগপুরে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন রাহুল

জয়পুর বিমানবন্দরে বোমাতঙ্ক ! ইমেলে ভুয়ো হুমকি কর্তৃপক্ষকে

কাতারে ভারতের কূটনৈতিক সাফল্য! 8 ভারতীয়র মৃত্যুদণ্ডের সাজা মকুব

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.