ETV Bharat / bharat

Modi Talks to Putin: ইউক্রেন যুদ্ধ নিয়ে আগামীর একমাত্র পথ আলোচনা-কূটনীতি - নরেন্দ্র মোদি

ইউক্রেনের যুদ্ধ (Russia Ukraine war) নিয়ে আগামীর একমাত্র পথ আলোচনা ও কূটনীতি (Modi Talks to Putin)৷ ভ্লাদিমির পুতিনকে (Russian President Vladimir Putin) টেলিফোনে ফের এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷

PM Modi to Russian President Vladimir Putin: Dialogue, diplomacy only way forward on Ukraine war
ইউক্রেন যুদ্ধ নিয়ে আগামীর একমাত্র পথ আলোচনা-কূটনীতি
author img

By

Published : Dec 16, 2022, 6:26 PM IST

নয়াদিল্লি, 16 ডিসেম্বর: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ (Russia Ukraine war) নিয়ে "আগামী দিনের একমাত্র উপায়" আলোচনা এবং কূটনীতি (Modi Talks to Putin)৷ শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Russian President Vladimir Putin) সঙ্গে টেলিফোনে কথা বলে ফের এ কথাই তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷ প্রধানমন্ত্রীর দফতর একটি বিবৃতিতে জানিয়েছে, "ইউক্রেনে চলমান সংঘাতের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী আলোচনা ও কূটনীতিকে এগিয়ে যাওয়ার একমাত্র পথ বলে মন্তব্য করে ফের তার জন্য আহ্বান জানিয়েছেন ।" টেলিফোনে কথোপকথনের সময়, প্রধানমন্ত্রী মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করেছেন ৷ যার মধ্যে রয়েছে শক্তি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা এবং অন্যান্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর শীর্ষ সম্মেলনের ফাঁকে সমরকন্দে 16 সেপ্টেম্বর মুখোমুখি বৈঠক হয়েছিল এই দুই নেতার ৷ তারপর শুক্রবার ফের তাঁদের কথা হল টেলিফোনে ৷ প্রধানমন্ত্রী মোদি পুতিনকে ভারতের চলমান G20 প্রেসিডেন্সি সম্পর্কে জানিয়েছেন এবং এর মূল অগ্রাধিকারগুলি তুলে ধরেছেন । মোদি বলেছেন যে, এসসিও-য় ভারতের সভাপতিত্বের সময় উভয় দেশকে নিয়ে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ ছিলেন তিনি ৷ পিএমওর বিবৃতিতে এ কথা জানানো হয়েছে । দুই নেতা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে সম্মত হয়েছেন ।

সমরকন্দে তাঁদের শেষ বৈঠকের সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিভিন্ন স্তরে যোগাযোগ-সহ দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির প্রশংসা করেছেন । প্রধানমন্ত্রী মোদি বলেন, "আজকের যুগ যুদ্ধের নয় । আমি আপনার সঙ্গে এই বিষয়ে আগেও কথা বলেছি । আজ আমরা কীভাবে শান্তির পথে অগ্রসর হতে পারি তা নিয়ে কথা বলার সুযোগ পাব । ভারত, রাশিয়া কয়েক দশক ধরে একে অপরের সঙ্গে একসঙ্গে থেকেছে ৷" তিনি আরও বলেন, "আমরা ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিভিন্ন বিষয় নিয়ে ফোনে বেশ কয়েকবার কথা বলেছি । খাদ্য, জ্বালানি নিরাপত্তা এবং সারের সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করা উচিত । ইউক্রেন থেকে আমাদের শিক্ষার্থীদের সরিয়ে নিতে সাহায্য করার জন্য আমি রাশিয়া এবং ইউক্রেনকে ধন্যবাদ জানাতে চাই ৷"

আরও পড়ুন: কড়া শীত-লোডশেডিং-পুতিনের বোমা ! ত্রিমুখী নিশানার মুখেও স্বাধীনতার স্বপ্নে অবিচল ইউক্রেন

এ দিকে, ভ্লাদিমির পুতিন বলেছেন, "আমি ইউক্রেন সংঘাতে আপনার অবস্থান সম্পর্কে জানি । আমি আপনার উদ্বেগ সম্পর্কে জানি ৷ আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এই সব শেষ হোক ।" তিনি আরও বলেন, "কিন্তু অন্য পক্ষ ইউক্রেনের নেতৃত্ব দাবি করেছে…তারা আলোচনা প্রক্রিয়ায় যেতে অস্বীকার করেছে । তারা বলেছে যে, তারা যুদ্ধক্ষেত্রে সামরিকভাবে তাদের উদ্দেশ্য অর্জন করতে চায় । সেখানে যা ঘটছে তার সবকিছু আমরা আপনাকে জানাতে থাকব ।"

নয়াদিল্লি, 16 ডিসেম্বর: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ (Russia Ukraine war) নিয়ে "আগামী দিনের একমাত্র উপায়" আলোচনা এবং কূটনীতি (Modi Talks to Putin)৷ শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Russian President Vladimir Putin) সঙ্গে টেলিফোনে কথা বলে ফের এ কথাই তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷ প্রধানমন্ত্রীর দফতর একটি বিবৃতিতে জানিয়েছে, "ইউক্রেনে চলমান সংঘাতের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী আলোচনা ও কূটনীতিকে এগিয়ে যাওয়ার একমাত্র পথ বলে মন্তব্য করে ফের তার জন্য আহ্বান জানিয়েছেন ।" টেলিফোনে কথোপকথনের সময়, প্রধানমন্ত্রী মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করেছেন ৷ যার মধ্যে রয়েছে শক্তি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা এবং অন্যান্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর শীর্ষ সম্মেলনের ফাঁকে সমরকন্দে 16 সেপ্টেম্বর মুখোমুখি বৈঠক হয়েছিল এই দুই নেতার ৷ তারপর শুক্রবার ফের তাঁদের কথা হল টেলিফোনে ৷ প্রধানমন্ত্রী মোদি পুতিনকে ভারতের চলমান G20 প্রেসিডেন্সি সম্পর্কে জানিয়েছেন এবং এর মূল অগ্রাধিকারগুলি তুলে ধরেছেন । মোদি বলেছেন যে, এসসিও-য় ভারতের সভাপতিত্বের সময় উভয় দেশকে নিয়ে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ ছিলেন তিনি ৷ পিএমওর বিবৃতিতে এ কথা জানানো হয়েছে । দুই নেতা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে সম্মত হয়েছেন ।

সমরকন্দে তাঁদের শেষ বৈঠকের সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিভিন্ন স্তরে যোগাযোগ-সহ দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির প্রশংসা করেছেন । প্রধানমন্ত্রী মোদি বলেন, "আজকের যুগ যুদ্ধের নয় । আমি আপনার সঙ্গে এই বিষয়ে আগেও কথা বলেছি । আজ আমরা কীভাবে শান্তির পথে অগ্রসর হতে পারি তা নিয়ে কথা বলার সুযোগ পাব । ভারত, রাশিয়া কয়েক দশক ধরে একে অপরের সঙ্গে একসঙ্গে থেকেছে ৷" তিনি আরও বলেন, "আমরা ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিভিন্ন বিষয় নিয়ে ফোনে বেশ কয়েকবার কথা বলেছি । খাদ্য, জ্বালানি নিরাপত্তা এবং সারের সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করা উচিত । ইউক্রেন থেকে আমাদের শিক্ষার্থীদের সরিয়ে নিতে সাহায্য করার জন্য আমি রাশিয়া এবং ইউক্রেনকে ধন্যবাদ জানাতে চাই ৷"

আরও পড়ুন: কড়া শীত-লোডশেডিং-পুতিনের বোমা ! ত্রিমুখী নিশানার মুখেও স্বাধীনতার স্বপ্নে অবিচল ইউক্রেন

এ দিকে, ভ্লাদিমির পুতিন বলেছেন, "আমি ইউক্রেন সংঘাতে আপনার অবস্থান সম্পর্কে জানি । আমি আপনার উদ্বেগ সম্পর্কে জানি ৷ আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এই সব শেষ হোক ।" তিনি আরও বলেন, "কিন্তু অন্য পক্ষ ইউক্রেনের নেতৃত্ব দাবি করেছে…তারা আলোচনা প্রক্রিয়ায় যেতে অস্বীকার করেছে । তারা বলেছে যে, তারা যুদ্ধক্ষেত্রে সামরিকভাবে তাদের উদ্দেশ্য অর্জন করতে চায় । সেখানে যা ঘটছে তার সবকিছু আমরা আপনাকে জানাতে থাকব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.