ETV Bharat / bharat

কোরোনা ভ্যাকসিন তৈরিতে নিযুক্ত তিন দলের সঙ্গে আজ বৈঠক প্রধানমন্ত্রীর - Co-vaccine

ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হবে । জেনোভা বায়োফার্মা , বায়োলজিকাল ই , ড রেড্ডিস- এই তিনটি সংস্থার দলের সঙ্গে বৈঠক করবেন ।

Narendra Modi
নরেন্দ্র মোদি
author img

By

Published : Nov 30, 2020, 10:44 AM IST

দিল্লি , 30 নভেম্বর : কোরোনা ভ্যাকসিন তৈরিতে নিযুক্ত তিনটি দলের সঙ্গে আজ বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হবে । PMO-র তরফে টুইট করে জানানো হয়েছে , তিনি মূলত জেনোভা বায়োফার্মা , বায়োলজিকাল ই , ড. রেড্ডিস- এর দলের সঙ্গে বৈঠক করবেন ।

কোরোনা ভ্যাকসিন তৈরির কাজ খতিয়ে দেখতে শনিবার দেশের তিন শহর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী । আহমেদাবাদের জ়াইডাস ক্যাডিলা সংস্থার কার্যালয়ে কোরোনার ভ্যাকসিন তৈরির কাজ খতিয়ে দেখেছেন তিনি । পাশাপাশি , পুনের সিরাম ইনস্টিটিউট ও হায়দরাবাদের ভারত বায়োটেক-এও ভ্যাকসিনের অগ্রগতির কাজ খতিয়ে দেখেন ।

আহমেদাবাদের সফর শেষে জা়ইডাসের কাজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷ টুইটারে লিখেছিলেন, " জ়াইডাস ক্যাডিলার DNA নির্ভর ভ্যাকসিনের কাজ খতিয়ে দেখতে আহমেদাবাদের জ়াইডাস বায়োটেক পার্ক পরিদর্শন করলাম। ওই টিমের কাজ প্রশংসাযোগ্য। ভারত সরকার তাদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে।" অন্যদিকে , ভারত বায়োটেক ও সিরাম ইনস্টিটিউটের কাজেরও প্রশংসা করেন তিনি ।

দিল্লি , 30 নভেম্বর : কোরোনা ভ্যাকসিন তৈরিতে নিযুক্ত তিনটি দলের সঙ্গে আজ বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হবে । PMO-র তরফে টুইট করে জানানো হয়েছে , তিনি মূলত জেনোভা বায়োফার্মা , বায়োলজিকাল ই , ড. রেড্ডিস- এর দলের সঙ্গে বৈঠক করবেন ।

কোরোনা ভ্যাকসিন তৈরির কাজ খতিয়ে দেখতে শনিবার দেশের তিন শহর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী । আহমেদাবাদের জ়াইডাস ক্যাডিলা সংস্থার কার্যালয়ে কোরোনার ভ্যাকসিন তৈরির কাজ খতিয়ে দেখেছেন তিনি । পাশাপাশি , পুনের সিরাম ইনস্টিটিউট ও হায়দরাবাদের ভারত বায়োটেক-এও ভ্যাকসিনের অগ্রগতির কাজ খতিয়ে দেখেন ।

আহমেদাবাদের সফর শেষে জা়ইডাসের কাজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷ টুইটারে লিখেছিলেন, " জ়াইডাস ক্যাডিলার DNA নির্ভর ভ্যাকসিনের কাজ খতিয়ে দেখতে আহমেদাবাদের জ়াইডাস বায়োটেক পার্ক পরিদর্শন করলাম। ওই টিমের কাজ প্রশংসাযোগ্য। ভারত সরকার তাদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে।" অন্যদিকে , ভারত বায়োটেক ও সিরাম ইনস্টিটিউটের কাজেরও প্রশংসা করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.