ভোপাল, 14 সেপ্টেম্বর: সনাতন ধর্মকে মশা, ডেঙ্গি, ম্যালেরিয়া এবং করোনার সঙ্গে তুলনা করেছিলেন ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন ৷ ডিএমকে বিরোধী জোট ইন্ডিয়ারও অংশীদার ৷ তারপরেই সনাতন ধর্ম নিয়ে বিরোধী নেতাদের মন্তব্যের বিরোধিতা করতে মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সুপ্রিমোর নির্দেশ পেয়েই মাঠে নেমে পড়েছিলেন রাজনাথ সিং, গজেন্দ্র সিং, প্রহ্লাদ জোশীরা ৷ বিরোধীদের একহাত নিয়েছিলেন পদ্মশিবিরের সেকেন্ড ইন-কম্যান্ড অমিত শাহও ৷ এবার ময়দানে নামলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
মধ্যপ্রদেশে এক জনসভা থেকে প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, সনাতন ধর্মকে অপমান করেছে বিরোধী জোট ৷ ‘ঘমন্ডিয়া গটবন্ধন’ অর্থাৎ ‘অহঙ্কারীদের জোট’ শিরোনামে রাহুল গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়দের ‘ইন্ডিয়া’ জোটকে কাঠগড়ায় তুললেন মোদি ৷ তিনি বলেন, "সনাতন সংস্কৃতি এবং ঐতিহ্য দেশের শক্তি ৷ এই ধর্ম দেবী অহল্যাবাই হোলকারের মতো ব্যক্তিত্বকে অনুপ্রাণিত করেছিল । সনাতন ধর্মের শক্তি ছিল যা ঝাঁসির রানি লক্ষ্মীবাইকে উৎসাহিত করেছিল । স্বামী বিবেকানন্দ এবং লোকমান্য তিলক সনাতন সংস্কৃতির দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন ৷ এই শক্তিই স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রাণিত করেছিল ।’’ ফের ‘ভারত মায়ের বুকে’ জন্মানোর কথাও শোনা গিয়েছে মোদির মুখে ৷
ভারতের কথিত ঘৃণ্য উদ্দেশ্য সম্পর্কে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, ‘‘তারা (ইন্ডিয়া জোট) সম্প্রতি মুম্বাইতে একটি সভা করেছে ৷ 'ঘামন্ডিয়া জোট’ ঘৃণ্য উদ্দেশ্য রাজনীতি এবং কৌশল দুই’ই ব্যবহার করছে । গোপন অ্যাজেন্ডাও তৈরি করেছে, যার লক্ষ্য ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে ক্ষুণ্ন করা। ভারতীয়দের বিশ্বাসকে আঘাত করা এবং হাজার বছরের সংস্কৃতি, পুরনো চিন্তা, মূল্যবোধ এবং ঐতিহ্যকে ভেঙে ফেলা যা এই জাতিকে একত্রে আবদ্ধ করে রেখেছে ৷"
আরও পড়ুন: সনাতন ধর্মের সঙ্গে ডেঙ্গি-করোনার তুলনা, উদয়নিধির মন্তব্য থেকে দূরত্ব বজায় রাখল কংগ্রেস
একটি অনুষ্ঠানে উদয়নিধি স্ট্যালিন বলেন, "সনাতন অভ্যাসগুলির বিরোধিতা করলেই হবে না, তাকে সম্পূর্ণরূপে মুছে ফেলতে হবে ৷" এছাড়া তিনি সনাতন অভ্যাসকে ডেঙ্গি, ম্যালেরিয়া এবং কোভিড-19-এর সঙ্গেও তুলনা করেন ৷ তাঁর মতে সনাতন অভ্যাস, মানুষ হত্যার জন্য দায়ী ৷ এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তাঁর বিরুদ্ধে হিন্দু ধর্মের বিরোধিতা করার অভিযোগ ওঠে ৷