ETV Bharat / bharat

PM Modi: 'দিল্লির জি20-তে রোপিত বীজ বিশ্বের আস্থার বটবৃক্ষে পরিণত হবে', দাবি মোদির; কৃতজ্ঞতা আমেরিকার - PM in Parliament

PM Modi on G20: দিল্লির জি20 শীর্ষ সম্মেলনে রোপিত বীজ বিশ্বের জন্য আস্থার বটবৃক্ষে পরিণত হবে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এ দিকে, জি20 সভাপতিত্বের জন্য তাঁর ও ভারতের কাছে কৃতজ্ঞতা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷

PM Modi on G20
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 3:08 PM IST

নিউইয়র্ক, 19 সেপ্টেম্বর: দিল্লিতে অনুষ্ঠিত জি20 শীর্ষ সম্মেলনে যে বীজ রোপন করা হয়েছে, তা একদিন বিশ্বের জন্য আস্থার বটবৃক্ষে পরিণত হবে ৷ মঙ্গলবার সংসদের বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে ফের জি20-র সাফল্যের কথা তুলে ধরে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এ দিকে, জি20-তে তাঁর ও ভারতের সভাপতিত্বে আপ্লুত মার্কিন যুক্তরাষ্ট্র ৷ জি20 সম্মেলনের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বেশ ইতিবাচক ও আশাবাদী বলে জানিয়েছে হোয়াইট হাউস ৷

জি20-র সভাপতিত্বের জন্য ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তারা কৃতজ্ঞ বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ সোমবার এ কথা জানিয়েছেন হোয়াইট হাউসের এক শীর্ষ আধিকারিক ৷ 9-10 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত জি20 শীর্ষ সম্মেলন সম্পর্কে আমারিকার জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগের কোঅর্ডিনেটর জন কারবি সংবাদসংস্থা পিটিআইয়ের একটি প্রশ্নের জবাবে বলেন,

"জি20 থেকে ফিরে এসে বাইডেন খুবই ইতিবাচক এবং আশাবাদী । আমি বলতে চাইছি, জি20-তে দুর্দান্ত অনেক কাজ হয়েছে এবং আমরা সবাই প্রধানমন্ত্রী মোদির কাছে তাঁর সভাপতিত্বের জন্য, ভারতের সভাপতিত্বের জন্য কৃতজ্ঞ । যেভাবে এজেন্ডাটি কার্যকর করা হয়েছে তার জন্যও আমরা কৃতজ্ঞ ৷ দিনগুলি খুব, খুব কার্যকরী ছিল ৷"

সোমবার নিউইয়র্কে ফরেন প্রেস সেন্টারে রাষ্ট্রসংঘের সাধারণ সভার উচ্চ পর্যায়ের 78তম অধিবেশনের পাশাপাশি অন্যান্য বৈদেশিক নীতির বিষয়ে মার্কিন অগ্রাধিকারের বিষয়ে কথা বলেন কারবি । মঙ্গলবার ঐতিহ্যবাহী ইউএনজিএ হলে সাধারণ সভার অধিবেশনের শুরুতে বাইডেনের 193 সদস্যের সাধারণ সভার নেতাদের উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে ।

আরও পড়ুন: নয়া সংসদে ভবনেই ভারতের নতুন ভবিষ্যতের সূচনা হবে, সেন্ট্রাল হলে বললেন প্রধানমন্ত্রী মোদি

কারবি আরও বলেন যে, উচ্চ পর্যায়ের ওই সপ্তাহে, ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক আলোচনার কথা নেই বাইডেনের এজেন্ডায় । বাইডেনের জি20 এজেন্ডা ছাড়াও দিল্লিতে দ্বিপাক্ষিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বেশ কিছুটা সময় কাটানোর সুযোগ ছিল বলেও জানান কারবি । তাঁর কথায়, "তিনি নিউইয়র্কে থাকাকালীন তাঁর এজেন্ডায় কোনও নির্দিষ্ট ভারত-কেন্দ্রিক বৈঠক সম্পর্কে আমি অবগত নই ।"

এ দিকে, সংসদের বিশেষ অধিবেশনের প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও জি20-র সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, জি20 শীর্ষ সম্মেলন গ্লোবাল সাউথের চাহিদা পূরণের একটি মাধ্যম ছিল ৷ ভবিষ্যত প্রজন্ম এই গুরুত্বপূর্ণ প্রাপ্তির জন্য গর্ব অনুভব করবে বলে আস্থা প্রকাশ করেন তিনি ।

মোদির কথায়, "জি20 শীর্ষ সম্মেলনের রোপিত বীজ বিশ্বের জন্য একটি বিশাল আস্থার বটবৃক্ষে পরিণত হবে ৷" প্রধানমন্ত্রী বায়োফুয়েল অ্যালায়েন্সের কথাও উল্লেখ করেন, যেটি জি20 সম্মেলনে আনুষ্ঠানিক রূপ লাভ করে । তিনি বলেন যে, ভারতের নেতৃত্বে বিশ্বব্যাপী একটি বিশাল জৈব জ্বালানি আন্দোলন চলছে ।

নিউইয়র্ক, 19 সেপ্টেম্বর: দিল্লিতে অনুষ্ঠিত জি20 শীর্ষ সম্মেলনে যে বীজ রোপন করা হয়েছে, তা একদিন বিশ্বের জন্য আস্থার বটবৃক্ষে পরিণত হবে ৷ মঙ্গলবার সংসদের বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে ফের জি20-র সাফল্যের কথা তুলে ধরে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এ দিকে, জি20-তে তাঁর ও ভারতের সভাপতিত্বে আপ্লুত মার্কিন যুক্তরাষ্ট্র ৷ জি20 সম্মেলনের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বেশ ইতিবাচক ও আশাবাদী বলে জানিয়েছে হোয়াইট হাউস ৷

জি20-র সভাপতিত্বের জন্য ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তারা কৃতজ্ঞ বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ সোমবার এ কথা জানিয়েছেন হোয়াইট হাউসের এক শীর্ষ আধিকারিক ৷ 9-10 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত জি20 শীর্ষ সম্মেলন সম্পর্কে আমারিকার জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগের কোঅর্ডিনেটর জন কারবি সংবাদসংস্থা পিটিআইয়ের একটি প্রশ্নের জবাবে বলেন,

"জি20 থেকে ফিরে এসে বাইডেন খুবই ইতিবাচক এবং আশাবাদী । আমি বলতে চাইছি, জি20-তে দুর্দান্ত অনেক কাজ হয়েছে এবং আমরা সবাই প্রধানমন্ত্রী মোদির কাছে তাঁর সভাপতিত্বের জন্য, ভারতের সভাপতিত্বের জন্য কৃতজ্ঞ । যেভাবে এজেন্ডাটি কার্যকর করা হয়েছে তার জন্যও আমরা কৃতজ্ঞ ৷ দিনগুলি খুব, খুব কার্যকরী ছিল ৷"

সোমবার নিউইয়র্কে ফরেন প্রেস সেন্টারে রাষ্ট্রসংঘের সাধারণ সভার উচ্চ পর্যায়ের 78তম অধিবেশনের পাশাপাশি অন্যান্য বৈদেশিক নীতির বিষয়ে মার্কিন অগ্রাধিকারের বিষয়ে কথা বলেন কারবি । মঙ্গলবার ঐতিহ্যবাহী ইউএনজিএ হলে সাধারণ সভার অধিবেশনের শুরুতে বাইডেনের 193 সদস্যের সাধারণ সভার নেতাদের উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে ।

আরও পড়ুন: নয়া সংসদে ভবনেই ভারতের নতুন ভবিষ্যতের সূচনা হবে, সেন্ট্রাল হলে বললেন প্রধানমন্ত্রী মোদি

কারবি আরও বলেন যে, উচ্চ পর্যায়ের ওই সপ্তাহে, ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক আলোচনার কথা নেই বাইডেনের এজেন্ডায় । বাইডেনের জি20 এজেন্ডা ছাড়াও দিল্লিতে দ্বিপাক্ষিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বেশ কিছুটা সময় কাটানোর সুযোগ ছিল বলেও জানান কারবি । তাঁর কথায়, "তিনি নিউইয়র্কে থাকাকালীন তাঁর এজেন্ডায় কোনও নির্দিষ্ট ভারত-কেন্দ্রিক বৈঠক সম্পর্কে আমি অবগত নই ।"

এ দিকে, সংসদের বিশেষ অধিবেশনের প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও জি20-র সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, জি20 শীর্ষ সম্মেলন গ্লোবাল সাউথের চাহিদা পূরণের একটি মাধ্যম ছিল ৷ ভবিষ্যত প্রজন্ম এই গুরুত্বপূর্ণ প্রাপ্তির জন্য গর্ব অনুভব করবে বলে আস্থা প্রকাশ করেন তিনি ।

মোদির কথায়, "জি20 শীর্ষ সম্মেলনের রোপিত বীজ বিশ্বের জন্য একটি বিশাল আস্থার বটবৃক্ষে পরিণত হবে ৷" প্রধানমন্ত্রী বায়োফুয়েল অ্যালায়েন্সের কথাও উল্লেখ করেন, যেটি জি20 সম্মেলনে আনুষ্ঠানিক রূপ লাভ করে । তিনি বলেন যে, ভারতের নেতৃত্বে বিশ্বব্যাপী একটি বিশাল জৈব জ্বালানি আন্দোলন চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.