ETV Bharat / bharat

Diwali 2023: দীপাবলির শুভেচ্ছায় দেশবাসীকে পরিবার সম্বোধন মোদির, বার্তা মুর্মু-মমতারও - PM Prez CMs Diwali Wish

PM-Prez-CM's Diwali Wish: দেশবাসীকে পরিবারের সদস্য হিসেবে সম্বোধন করে সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিশেষ বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যরা ৷

PM-Prez-CM's Diwali Wish
মুর্মু-মোদি-মমতার দীপাবলির শুভেচ্ছা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 11:07 AM IST

নয়াদিল্লি, 12 নভেম্বর: দীপাবলিতে জনগণকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ এ ছাড়াও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ৷

আজ দেশবাসীর উদ্দেশে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে তাঁর এক্স হ্যান্ডেল থেকে বার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তিনি লিখেছেন, "শুভ দীপাবলি উপলক্ষে, আমি সমস্ত দেশবাসী এবং বিদেশে বসবাসরত সমস্ত ভারতীয়দের আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই । দীপাবলি, আনন্দ ও আনন্দের একটি মহান উৎসব, অন্ধকারের উপর আলোর জয়, মন্দের উপর ভালো এবং অন্যায়ের উপর ন্যায়ের বিজয় উদযাপন করার একটি উৎসব । বিভিন্ন ধর্ম ও অনুসারীদের দ্বারা পালিত এই উৎসব প্রেম, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বার্তা দেয় । এই উৎসব আমাদের ভালো প্রকৃতি, ভালোবাসা, মমতা, 'ভালো ও লাভ'-এর প্রতীক এবং আমাদের বিবেককে আলোকিত করে । এই উৎসব আমাদের মানবতার জন্য ভালো কাজ করতেও অনুপ্রাণিত করে । দীপাবলিতে একটি প্রদীপ যেমন অনেক প্রদীপ জ্বালাতে পারে, তেমনই আমরা সমাজের দরিদ্র, দুস্থ ও অভাবী মানুষদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে তাঁদের জীবনে সুখ ও সমৃদ্ধির আলো ছড়িয়ে দিতে পারি । আসুন, আমরা সবাই মিলে পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদে আলোর উৎসব উদযাপন করি এবং পরিবেশ রক্ষায় অবদান রেখে দেশ গড়ার অঙ্গীকার করি।"

  • दीपावली के शुभ अवसर पर सभी को मेरी हार्दिक शुभकामनाएं! pic.twitter.com/i2T8lPdKm9

    — President of India (@rashtrapatibhvn) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে এ দিন ফের দেশবাসীকে পরিবারের সদস্য বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লিখেছেন, "দেশে আমার সব পরিবারের সদস্যদের দীপাবলির অনেক শুভেচ্ছা ৷"

  • देश के अपने सभी परिवारजनों को दीपावली की ढेरों शुभकामनाएं।

    Wishing everyone a Happy Diwali! May this special festival bring joy, prosperity and wonderful health to everyone’s lives.

    — Narendra Modi (@narendramodi) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নিজের এক্স হ্যান্ডেলে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

দীপাবলির শুভেচ্ছা জানিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বার্তা দিয়েছেন যে, "মিথ্যে, অন্যায় আর ঘৃণার অন্ধকার দূর হোক, আমাদের ভারত সত্য, ন্যায় ও ভালোবাসায় আলোকিত হোক ।"

  • सभी को दीपावली की हार्दिक शुभकामनाएं।

    झूठ, अन्याय और नफ़रत का अंधेरा मिटे,
    सत्य, न्याय और मोहब्बत से रौशन हो हमारा भारत। pic.twitter.com/XfgilUe1CQ

    — Rahul Gandhi (@RahulGandhi) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বলেছেন, "আলোর মহান উত্সব দীপাবলিতে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা । আলোর এই উৎসব আপনাদের সকলের জীবনে বয়ে আনুক নতুন আলো, সুখ ও সুস্বাস্থ্য ।"

  • समस्त देशवासियों को प्रकाश के महापर्व दीपावली की हार्दिक शुभकामनाएँ।

    यह दीपोत्सव आप सभी के जीवन में नया प्रकाश, खुशियाँ और उत्तम स्वास्थ्य लेकर आये। pic.twitter.com/8gOHrUeqKi

    — Amit Shah (@AmitShah) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷

  • May the light of the Diyas brighten up your home with joy, happiness & prosperity.

    Wishing you & your family a very Happy Diwali 🪔 pic.twitter.com/Qa6NgrvrjW

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:

  1. ভদ্রেশ্বর গঙ্গার ঘাটে রামচন্দ্রের তির-ধনুক, জ্বলল আট হাজার প্রদীপ
  2. আতসবাজির ধোঁয়া থেকে শিশুর শ্বাসকষ্ট-অ্যালার্জি ! মেনে চলুন বিশেষজ্ঞদের পরামর্শ

নয়াদিল্লি, 12 নভেম্বর: দীপাবলিতে জনগণকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ এ ছাড়াও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ৷

আজ দেশবাসীর উদ্দেশে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে তাঁর এক্স হ্যান্ডেল থেকে বার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তিনি লিখেছেন, "শুভ দীপাবলি উপলক্ষে, আমি সমস্ত দেশবাসী এবং বিদেশে বসবাসরত সমস্ত ভারতীয়দের আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই । দীপাবলি, আনন্দ ও আনন্দের একটি মহান উৎসব, অন্ধকারের উপর আলোর জয়, মন্দের উপর ভালো এবং অন্যায়ের উপর ন্যায়ের বিজয় উদযাপন করার একটি উৎসব । বিভিন্ন ধর্ম ও অনুসারীদের দ্বারা পালিত এই উৎসব প্রেম, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বার্তা দেয় । এই উৎসব আমাদের ভালো প্রকৃতি, ভালোবাসা, মমতা, 'ভালো ও লাভ'-এর প্রতীক এবং আমাদের বিবেককে আলোকিত করে । এই উৎসব আমাদের মানবতার জন্য ভালো কাজ করতেও অনুপ্রাণিত করে । দীপাবলিতে একটি প্রদীপ যেমন অনেক প্রদীপ জ্বালাতে পারে, তেমনই আমরা সমাজের দরিদ্র, দুস্থ ও অভাবী মানুষদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে তাঁদের জীবনে সুখ ও সমৃদ্ধির আলো ছড়িয়ে দিতে পারি । আসুন, আমরা সবাই মিলে পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদে আলোর উৎসব উদযাপন করি এবং পরিবেশ রক্ষায় অবদান রেখে দেশ গড়ার অঙ্গীকার করি।"

  • दीपावली के शुभ अवसर पर सभी को मेरी हार्दिक शुभकामनाएं! pic.twitter.com/i2T8lPdKm9

    — President of India (@rashtrapatibhvn) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে এ দিন ফের দেশবাসীকে পরিবারের সদস্য বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লিখেছেন, "দেশে আমার সব পরিবারের সদস্যদের দীপাবলির অনেক শুভেচ্ছা ৷"

  • देश के अपने सभी परिवारजनों को दीपावली की ढेरों शुभकामनाएं।

    Wishing everyone a Happy Diwali! May this special festival bring joy, prosperity and wonderful health to everyone’s lives.

    — Narendra Modi (@narendramodi) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নিজের এক্স হ্যান্ডেলে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

দীপাবলির শুভেচ্ছা জানিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বার্তা দিয়েছেন যে, "মিথ্যে, অন্যায় আর ঘৃণার অন্ধকার দূর হোক, আমাদের ভারত সত্য, ন্যায় ও ভালোবাসায় আলোকিত হোক ।"

  • सभी को दीपावली की हार्दिक शुभकामनाएं।

    झूठ, अन्याय और नफ़रत का अंधेरा मिटे,
    सत्य, न्याय और मोहब्बत से रौशन हो हमारा भारत। pic.twitter.com/XfgilUe1CQ

    — Rahul Gandhi (@RahulGandhi) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বলেছেন, "আলোর মহান উত্সব দীপাবলিতে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা । আলোর এই উৎসব আপনাদের সকলের জীবনে বয়ে আনুক নতুন আলো, সুখ ও সুস্বাস্থ্য ।"

  • समस्त देशवासियों को प्रकाश के महापर्व दीपावली की हार्दिक शुभकामनाएँ।

    यह दीपोत्सव आप सभी के जीवन में नया प्रकाश, खुशियाँ और उत्तम स्वास्थ्य लेकर आये। pic.twitter.com/8gOHrUeqKi

    — Amit Shah (@AmitShah) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷

  • May the light of the Diyas brighten up your home with joy, happiness & prosperity.

    Wishing you & your family a very Happy Diwali 🪔 pic.twitter.com/Qa6NgrvrjW

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:

  1. ভদ্রেশ্বর গঙ্গার ঘাটে রামচন্দ্রের তির-ধনুক, জ্বলল আট হাজার প্রদীপ
  2. আতসবাজির ধোঁয়া থেকে শিশুর শ্বাসকষ্ট-অ্যালার্জি ! মেনে চলুন বিশেষজ্ঞদের পরামর্শ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.