ETV Bharat / bharat

Padma Award 2021 : নদিয়ার পদ্মশ্রী বীরেনের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী মোদি - ফুলিয়ার জনপ্রিয় তাঁত শিল্পী বীরেন কুমার বসাক

ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী ৷ আর তা শুনছেন বহু মানুষ ৷ শাড়িতে এই অলঙ্করণ ফুটিয়ে তুলেই নরেন্দ্র মোদিকে উপহার দিয়ে এলেন ফুলিয়ার জনপ্রিয় তাঁত শিল্পী বীরেনকুমার বসাক (Biren Kumar Basak) ।

Padma Award 2021
শিল্পীর সঙ্গে তাঁর হাতের নিখুঁত শিল্প কার্যে তৈরি করা শাড়ি ধরে দাঁড়িয়ে রয়েছেন প্রধানমন্ত্রী
author img

By

Published : Nov 14, 2021, 10:43 AM IST

শান্তিপুর, 14 নভেম্বর : নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়ার জনপ্রিয় তাঁত শিল্পী বীরেনকুমার বসাক (Biren Kumar Basak) । তাঁর হাতে রয়েছে অসাধারণ শিল্প দক্ষতা । হাতের জাদুতে তিনি অনেক সামান্য শাড়িকেও করে তুলেছেন অসামান্য । শিল্পী হিসাবে এই মহৎ প্রতিভার অধিকারী হওয়ায় এবার রাষ্ট্রপতির হাত থেকে পেয়েছেন পদ্ম সম্মান (Padma Award 2021) । শনিবার টুইটারে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং নিজেও । বাংলার এই শিল্পীর কৃতিত্ব সকলের সামনে তুলে ধরতে এবার বাংলায় তাঁর সম্পর্কে লিখলেন প্রধানমন্ত্রী ।

  • President Kovind presents Padma Shri to Shri Biren Kumar Basak for Art. He is the master weaver and founder of Biren Basak and Company, known globally for its sarees in Tangail and Jamdani weaving style. pic.twitter.com/ucT68P301x

    — President of India (@rashtrapatibhvn) November 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শনিবার বীরেনের সঙ্গে নিজের ছবি শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই ছবিতে দেখা যাচ্ছে, শিল্পীর সঙ্গে তাঁর হাতের নিখুঁত শিল্পকার্যে তৈরি করা শাড়ি ধরে দাঁড়িয়ে রয়েছেন প্রধানমন্ত্রী । যাতে দেখা যাচ্ছে, ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী ৷ আর তা শুনছেন সর্বধর্মের বহু মানুষ ৷ টুইটে প্রধানমন্ত্রী লেখেন, "পশ্চিমবঙ্গের নদিয়ার বীরেনকুমার বসাক বিশিষ্ট তন্তুবায় । তাঁর শাড়িতে তিনি ভারতীয় সংস্কৃতির নানা দিক ও ইতিহাসের নানা অধ্যায় ফুটিয়ে তোলেন । পদ্ম সম্মানে ভূষিতদের সঙ্গে আলাপচারিতার সময় তাঁর থেকে পাওয়া উপহারে আমি আপ্লুত ।"

  • পশ্চিমবঙ্গের নদীয়ার বীরেন কুমার বসাক বিশিষ্ট তন্তুবায়। তাঁর শাড়িতে তিনি ভারতীয় সংস্কৃতির নানা দিক ও ইতিহাসের নানা অধ্যায় ফুটিয়ে তোলেন। পদ্ম সম্মানে ভূষিতদের সঙ্গে আলাপচারিতার সময় তাঁর থেকে পাওয়া উপহারে আমি আপ্লুত । pic.twitter.com/0bUA9DVxQS

    — Narendra Modi (@narendramodi) November 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Mahua Moitra : গোয়ায় তৃণমূলের দায়িত্বে মহুয়া

প্রধানমন্ত্রীর টুইট থেকে স্পষ্ট, পদ্ম সম্মানের সময়ই তাঁর সৌজন্য সাক্ষাৎ হয়েছিল ফুলিয়ার তাঁত শিল্পীর সঙ্গে । সেখানেই তিনি নিজের হাতে তৈরি করা অসামান্য কারুকার্যের একটি কাপড় তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে । এবছরের পদ্ম প্রাপকের জাতীয় পুরস্কার প্রাপ্তি এই প্রথম নয় । এর আগেও রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন তিনি । এছাড়াও বিভিন্ন সময়ে তাঁর ঝুলিতে এসেছে দেশের নানা প্রান্ত থেকে নানা ঐতিহাসিক পুরস্কার ।

বিশেষ উপহারে প্রধানমন্ত্রীকে মুগ্ধ করলেন ফুলিয়ার জনপ্রিয় তাঁত শিল্পী বীরেন কুমার বসাক

শান্তিপুর, 14 নভেম্বর : নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়ার জনপ্রিয় তাঁত শিল্পী বীরেনকুমার বসাক (Biren Kumar Basak) । তাঁর হাতে রয়েছে অসাধারণ শিল্প দক্ষতা । হাতের জাদুতে তিনি অনেক সামান্য শাড়িকেও করে তুলেছেন অসামান্য । শিল্পী হিসাবে এই মহৎ প্রতিভার অধিকারী হওয়ায় এবার রাষ্ট্রপতির হাত থেকে পেয়েছেন পদ্ম সম্মান (Padma Award 2021) । শনিবার টুইটারে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং নিজেও । বাংলার এই শিল্পীর কৃতিত্ব সকলের সামনে তুলে ধরতে এবার বাংলায় তাঁর সম্পর্কে লিখলেন প্রধানমন্ত্রী ।

  • President Kovind presents Padma Shri to Shri Biren Kumar Basak for Art. He is the master weaver and founder of Biren Basak and Company, known globally for its sarees in Tangail and Jamdani weaving style. pic.twitter.com/ucT68P301x

    — President of India (@rashtrapatibhvn) November 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শনিবার বীরেনের সঙ্গে নিজের ছবি শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই ছবিতে দেখা যাচ্ছে, শিল্পীর সঙ্গে তাঁর হাতের নিখুঁত শিল্পকার্যে তৈরি করা শাড়ি ধরে দাঁড়িয়ে রয়েছেন প্রধানমন্ত্রী । যাতে দেখা যাচ্ছে, ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী ৷ আর তা শুনছেন সর্বধর্মের বহু মানুষ ৷ টুইটে প্রধানমন্ত্রী লেখেন, "পশ্চিমবঙ্গের নদিয়ার বীরেনকুমার বসাক বিশিষ্ট তন্তুবায় । তাঁর শাড়িতে তিনি ভারতীয় সংস্কৃতির নানা দিক ও ইতিহাসের নানা অধ্যায় ফুটিয়ে তোলেন । পদ্ম সম্মানে ভূষিতদের সঙ্গে আলাপচারিতার সময় তাঁর থেকে পাওয়া উপহারে আমি আপ্লুত ।"

  • পশ্চিমবঙ্গের নদীয়ার বীরেন কুমার বসাক বিশিষ্ট তন্তুবায়। তাঁর শাড়িতে তিনি ভারতীয় সংস্কৃতির নানা দিক ও ইতিহাসের নানা অধ্যায় ফুটিয়ে তোলেন। পদ্ম সম্মানে ভূষিতদের সঙ্গে আলাপচারিতার সময় তাঁর থেকে পাওয়া উপহারে আমি আপ্লুত । pic.twitter.com/0bUA9DVxQS

    — Narendra Modi (@narendramodi) November 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Mahua Moitra : গোয়ায় তৃণমূলের দায়িত্বে মহুয়া

প্রধানমন্ত্রীর টুইট থেকে স্পষ্ট, পদ্ম সম্মানের সময়ই তাঁর সৌজন্য সাক্ষাৎ হয়েছিল ফুলিয়ার তাঁত শিল্পীর সঙ্গে । সেখানেই তিনি নিজের হাতে তৈরি করা অসামান্য কারুকার্যের একটি কাপড় তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে । এবছরের পদ্ম প্রাপকের জাতীয় পুরস্কার প্রাপ্তি এই প্রথম নয় । এর আগেও রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন তিনি । এছাড়াও বিভিন্ন সময়ে তাঁর ঝুলিতে এসেছে দেশের নানা প্রান্ত থেকে নানা ঐতিহাসিক পুরস্কার ।

বিশেষ উপহারে প্রধানমন্ত্রীকে মুগ্ধ করলেন ফুলিয়ার জনপ্রিয় তাঁত শিল্পী বীরেন কুমার বসাক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.