ETV Bharat / bharat

Jawaharlal Nehru : নেহরুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য মোদির - জওহরলাল নেহরুর জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদি

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর 132তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

Jawaharlal Nehru
জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By

Published : Nov 14, 2021, 1:41 PM IST

নয়াদিল্লি, 14 নভেম্বর : পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন দিনে পালন করা হয় শিশু দিবস ৷ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে এদেশে পালিত হয় এই দিনটি ৷ রবিবার তাঁর 132 তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

তিনি টুইটারে লিখেছেন, "পণ্ডিত জওহরলাল নেহরুজিকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই ৷" জওহরলাল নেহরুর জন্ম 1889 সালের 14 নভেম্বর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে । দুঁদে এই রাজনীতিবিদ পরিচিত ছিলেন ‘চাচা নেহরু’ নামে ৷ কারণ, শিশুদের প্রতি তাঁর ভালবাসা ৷ ভারতবর্ষে শিশু সুরক্ষা ও শিশু শিক্ষার প্রসারের ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য । বলেছিলেন, ‘‘আজকের শিশুরাই আগামীর ভারতবর্ষ গড়বে ৷’’

  • Tributes to Pandit Jawaharlal Nehru Ji on his birth anniversary.

    — Narendra Modi (@narendramodi) November 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : আইনপ্রণেতা হিসেবে অপরাধীদের অবস্থান গণতান্ত্রিক মূল্যবোধ হ্রাস করে

1954 সালে, রাষ্ট্রসংঘ 20 নভেম্বরকে সর্বজনীন শিশু দিবস হিসাবে ঘোষণা করে ৷ ভারতেও প্রতি বছর ওই তারিখেই দিনটি পালন করা হলেও 1964 সালে নেহরুর প্রয়াণের পর সর্বসম্মতিক্রমে ভারতে তাঁর জন্মদিনকে শিশু দিবস হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় ।

নেহরুর সমাধিস্থল শান্তিবনে গিয়ে শ্রদ্ধার্ঘ্য জানান কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ দেশের প্রথম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে টুইট করেছেন রাহুল গান্ধিও ৷

  • “What we need is a generation of peace.”
    - Pandit Jawaharlal Nehru

    Remembering India’s first Prime Minister who greatly valued truth, unity and peace. pic.twitter.com/h89MpL39Ph

    — Rahul Gandhi (@RahulGandhi) November 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নয়াদিল্লি, 14 নভেম্বর : পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন দিনে পালন করা হয় শিশু দিবস ৷ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে এদেশে পালিত হয় এই দিনটি ৷ রবিবার তাঁর 132 তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

তিনি টুইটারে লিখেছেন, "পণ্ডিত জওহরলাল নেহরুজিকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই ৷" জওহরলাল নেহরুর জন্ম 1889 সালের 14 নভেম্বর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে । দুঁদে এই রাজনীতিবিদ পরিচিত ছিলেন ‘চাচা নেহরু’ নামে ৷ কারণ, শিশুদের প্রতি তাঁর ভালবাসা ৷ ভারতবর্ষে শিশু সুরক্ষা ও শিশু শিক্ষার প্রসারের ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য । বলেছিলেন, ‘‘আজকের শিশুরাই আগামীর ভারতবর্ষ গড়বে ৷’’

  • Tributes to Pandit Jawaharlal Nehru Ji on his birth anniversary.

    — Narendra Modi (@narendramodi) November 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : আইনপ্রণেতা হিসেবে অপরাধীদের অবস্থান গণতান্ত্রিক মূল্যবোধ হ্রাস করে

1954 সালে, রাষ্ট্রসংঘ 20 নভেম্বরকে সর্বজনীন শিশু দিবস হিসাবে ঘোষণা করে ৷ ভারতেও প্রতি বছর ওই তারিখেই দিনটি পালন করা হলেও 1964 সালে নেহরুর প্রয়াণের পর সর্বসম্মতিক্রমে ভারতে তাঁর জন্মদিনকে শিশু দিবস হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় ।

নেহরুর সমাধিস্থল শান্তিবনে গিয়ে শ্রদ্ধার্ঘ্য জানান কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ দেশের প্রথম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে টুইট করেছেন রাহুল গান্ধিও ৷

  • “What we need is a generation of peace.”
    - Pandit Jawaharlal Nehru

    Remembering India’s first Prime Minister who greatly valued truth, unity and peace. pic.twitter.com/h89MpL39Ph

    — Rahul Gandhi (@RahulGandhi) November 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.