ETV Bharat / bharat

Modi Independence Day Speech লালকেল্লার ভাষণে নতুন দেশ গড়ার ডাক মোদির - PM Modi addressed to the nation from Red fort

লালকেল্লা থেকে নতুন দেশ গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী (PM Modi addressed to the nation from Red fort ) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 15, 2022, 10:12 AM IST

Updated : Aug 15, 2022, 10:21 AM IST

নয়াদিল্লি, 15 অগস্ট: নতুন সঙ্কল্পকে পাথেয় করে নতুন উদ্দেশের দিকে এগিয়ে যাওয়ার সময় হয়েছে। স্বাধীনতার 75তম বর্ষপূর্তিতে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে একথাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi addressed to the nation from Red fort)। পাশাপাশি দেশ যখন স্বাধীনতার একশো বছর পূর্ণ করবে তখন আর্থ-সামাজিক পরিস্থিতি কেমন হওয়া উচিত তার রূপরেখাও ঠিক করে দিলেন প্রধানমন্ত্রী । বললেন নারী শক্তির বিকাশের কথা । দুর্নীতি থেকে শুরু করে পরিবারতন্ত্রের বিরুদ্ধে বার্তাও দিলেন মোদি।

আরও পড়ুন: বিরোধীদের সেটিং তত্ত্ব নিয়ে পালটা তোপ মমতার

ভাষণের শুরুতেই মহত্মা গান্ধি থেকে শুরু করে সুভাষচন্দ্র বসু, বাবাসাহেব আম্বেদকর থেকে শুরু করে জওহরলাল নেহরুরু প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদি । তাঁর কথায়, "পরাধীনতার সময় এমন একটা বছরও যায়নি যখন স্বাধীনতা সংগ্রামীদের অত্যাচার এবং বর্বরতা সহ্য করতে হয়নি । আজ সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানানোর দিন ।" তিনি আরও বলেন, " যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তাঁদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমাদের । এখন সময় এসেছে যখন আমাদের নতুন সঙ্কল্পকে পাথেয় করে নতুন উদ্দেশে এগিয়ে যেতে হবে ।"

নিজেদের লেখনি থেকে শুরু করে মতাদর্শ দিয়ে যাঁরা স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করেছেন তাঁদের প্রতিও শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী । এ প্রসঙ্গে রাম মনোহর লোহিয়া থেকে শুরু করে সর্দারবল্লভ ভাই প্যাটেলের নামও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ।

নয়াদিল্লি, 15 অগস্ট: নতুন সঙ্কল্পকে পাথেয় করে নতুন উদ্দেশের দিকে এগিয়ে যাওয়ার সময় হয়েছে। স্বাধীনতার 75তম বর্ষপূর্তিতে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে একথাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi addressed to the nation from Red fort)। পাশাপাশি দেশ যখন স্বাধীনতার একশো বছর পূর্ণ করবে তখন আর্থ-সামাজিক পরিস্থিতি কেমন হওয়া উচিত তার রূপরেখাও ঠিক করে দিলেন প্রধানমন্ত্রী । বললেন নারী শক্তির বিকাশের কথা । দুর্নীতি থেকে শুরু করে পরিবারতন্ত্রের বিরুদ্ধে বার্তাও দিলেন মোদি।

আরও পড়ুন: বিরোধীদের সেটিং তত্ত্ব নিয়ে পালটা তোপ মমতার

ভাষণের শুরুতেই মহত্মা গান্ধি থেকে শুরু করে সুভাষচন্দ্র বসু, বাবাসাহেব আম্বেদকর থেকে শুরু করে জওহরলাল নেহরুরু প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদি । তাঁর কথায়, "পরাধীনতার সময় এমন একটা বছরও যায়নি যখন স্বাধীনতা সংগ্রামীদের অত্যাচার এবং বর্বরতা সহ্য করতে হয়নি । আজ সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানানোর দিন ।" তিনি আরও বলেন, " যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তাঁদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমাদের । এখন সময় এসেছে যখন আমাদের নতুন সঙ্কল্পকে পাথেয় করে নতুন উদ্দেশে এগিয়ে যেতে হবে ।"

নিজেদের লেখনি থেকে শুরু করে মতাদর্শ দিয়ে যাঁরা স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করেছেন তাঁদের প্রতিও শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী । এ প্রসঙ্গে রাম মনোহর লোহিয়া থেকে শুরু করে সর্দারবল্লভ ভাই প্যাটেলের নামও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ।

Last Updated : Aug 15, 2022, 10:21 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.