নয়াদিল্লি, 19 জুলাই: নামিবিয়া ও দক্ষিণা আফ্রিকা থেকে কয়েকমাস আগে ভারতে নিয়ে আসা হয়েছিল 20টি চিতাকে ৷ সেগুলিকে ছাড়া হয় মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে ৷ কিন্তু 20টি চিতার মধ্যে ইতিমধ্যেই 5টি চিতার মৃত্যু হয়েছে ৷ বিষয়টি নিয়ে আগেই সাফাই দিয়েছে ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথরিটি বা এনটিসিএ ৷ ভারতের মাটিতে এভাবে বিদেশ থেকে নিয়ে আসা চিতার মৃত্যু নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ সূত্রের খবর, বিষয়টি নিয়ে বুধবার বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 'প্রজেক্ট চিতা' প্রকল্পের আওতায় ভারতে নিয়ে আসা হয়েছিল চিতাগুলিকে ৷ এই প্রকল্পটি নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা ৷ কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও এই বৈঠকে যোগ দেবেন ৷
ইতিমধ্যেই অভিযোগ উঠেছে, নজরদারির জন্য চিতাগুলিকে যে রেডিও কলার পরানো হয়েছে সেগুলি থেকেই সংক্রমণ ছড়িয়ে মৃত্যু হয়েছে চিতাগুলির ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই গত বছর 17 সেপ্টেম্বরে প্রথম 8টি চিতা নামিবিয়া থেকে নিয়ে আসা হয় ভারতে ৷ ছাড়া হয় কুনো ন্যাশনাল পার্কে ৷ পরে চলতি বছরের 18 ফেব্রুয়ারি আরও 12টি চিতা নিয়ে আসা হয় দক্ষিণ আফ্রিকা থেকে ৷ সেগুলিকেও কুনোতেই ছাড়া হয় ৷ এই 20টি চিতার মধ্যে 5টি পূর্ণবয়স্ক চিতার মৃত্যু হয়েছে ৷ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ইতিমধ্যেই এই চিতা মৃত্যু নিয়ে একটি বৈঠক করেছেন ৷ এবার প্রধানমন্ত্রী মোদিও বৈঠকে বসতে চলেছেন ৷
আরও পড়ুন: আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা চলছে, কুনোয় একাধিক চিতার মৃত্যুর নিয়ে সাফাই কর্তৃপক্ষের
গত বছর 'প্রজেক্ট চিতা' প্রকল্পের আওতায় ঢাকঢোল পিটিয়ে নামিবিয়া থেকে বিমানে করে নিয়ে আসা হয়েছিল 8টি চিতাকে ৷ প্রাণীগুলিকে কুনো জাতীয় উদ্যানে ছাড়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সেখানে উপস্থিত ছিলেন ৷ ফলে এভাবে একের পর এক চিতার মৃত্যুর পর বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে কেন্দ্রীয় সরকার ৷ বিষয়টির গুরুত্ব বুঝে এবার প্রধানমন্ত্রী নিজে রিভিউ বৈঠকে যোগ দিতে চলেছেন বলে খবর ৷