দিল্লি, 23 নভেম্বর : সমস্য়া মেটে তার সমাধানসূত্র খোঁজার মাধ্য়মে । তাকে এড়িয়ে গিয়ে নয় ৷ সোমবার দিল্লিতে সাংসদদের জন্য় আবাসনের উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মূলত বছরের পর বছর একাধিক কেন্দ্রীয় প্রকল্প পড়ে থাকা নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেন তিনি ৷
আজ BD মার্গে সাংসদদের জন্য় আবাসনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি বলেন, সাংসদদের আবাসনের সমস্য়া অনেক দিনের ৷ তবে তা সমাধানের জন্য় কেউ কোনওদিন ভাবেনি ৷ 2014 সালে তাঁদের সরকার আসার পর এই প্রকল্পের কাজ শুরু হয় এবং সময়ের আগে তা শেষ হয়েছে ৷
তিনি বলেন, শুধু সাংসদদের আবাসন প্রকল্প নয় এমন একাধিক সমস্য়া বহু দশক ধরে রয়েছে ৷ তবে তার সমাধানের কথা কেউ ভাবেনি ৷ উদাহরণ হিসেবে অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন আম্বেদকর ন্যাশনাল মেমোরিয়াল তৈরির কথা শুরু হয়েছিল ৷ তবে পরে তা নিয়ে কেউ উচ্চবাচ্য করেননি ৷ পরে 2014 সালে BJP ক্ষমতায় আসার পর 23 বছরের এই প্রকল্প সম্পূর্ণ হয় ৷
এই আবাসনে একাধিক গ্রিন বিল্ডিং রয়েছে ৷ এমনকী ফ্লাই অ্য়াশ দিয়ে তৈরি ইট এবং বিভিন্ন নির্মাণের বর্জ্য এই আবাসন তৈরি করতে ব্য়বহার করা হয়েছে ৷