মুম্বই, 12 জানুয়ারি: দেশের দীর্ঘতম সমুদ্র সেতু 'অটল-সেতু'র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার মহারাষ্ট্রে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামাঙ্কিত সেওয়ারি-নাভা শেভা 'অটল-সেতু'র উদ্বোধন করেন মোদি ।
মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ বইস, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ এবং অজিত পাওয়ার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ 'অটল-সেতু' দেশের দীর্ঘতম সমুদ্র সেতু ৷ এটির মাধ্যমে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর এবং নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে দ্রুত সংযোগ স্থাপন করা যাবে ৷ একইসঙ্গে, এই সেতু মুম্বই থেকে পুনে, গোয়ার পাশাপাশি দক্ষিণ ভারতে যাতায়াতের সময়ও অনেকটাই কমিয়ে দেবে বলে জানা গিয়েছে । 2016 সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন । মোট 17 হাজার 840 কোটি টাকারও বেশি ব্যয়ে এই 'অটল-সেতু' নির্মাণ করা হয়েছে।
জানা গিয়েছে, এটি 21.8 কিলোমিটার দীর্ঘ, ছয় লেনের সেতু । সমুদ্রের উপর দিয়ে প্রায় 16.5 কিলোমিটার দীর্ঘ এবং স্থলভাগের উপরে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ । এটি মুম্বই বন্দর এবং জওহরলাল নেহেরু বন্দরের মধ্যে সংযোগকে আরও উন্নত করবে বলে মনে করা হচ্ছে । এর আগে, এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় যুব দিবস উপলক্ষে, ভারতের তাৎপর্যের উপর জোর দিয়েছিলেন । যুব শক্তি প্রতিটি ক্ষেত্রে দেশের উন্নয়নে নেতৃত্ব দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী ৷
এ দিন মহারাষ্ট্রের নাসিকের তপোবন ময়দানে 27 তম জাতীয় যুব উৎসব উদ্বোধন করে, প্রধানমন্ত্রী ভারতের যুবকদের স্থানীয় পণ্য ব্যবহার এবং মাদক বর্জন করার আহ্বান জানিয়েছেন ৷ এ দিন প্রধানমন্ত্রী বলেন, "আমাদের দেশের সাধারণ মানুষ, সকলে সর্বদা তারুণ্যকে প্রাধান্য দিয়েছে । শ্রী অরবিন্দ বিশ্বাস করতেন যে, ভারত যদি তার লক্ষ্য অর্জন করতে চায় তবে ভারতের যুবকদের স্বাধীন চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে । স্বামী বিবেকানন্দ বলতেন যে, ভারতের আশা, তার যৌবনের চরিত্র এবং প্রতিশ্রুতির উপর নির্ভর করে ৷" প্রধানমন্ত্রী মোদি একদিনের সফরে বর্তমানে মহারাষ্ট্রে রয়েছেন । (এএনআই)
আরও পড়ুন
মন্দিরের মেঝে মুছলেন মোদি, রাম ভজনে বাজালেন করতাল; ভাইরাল ভিডিয়ো
রাজনীতির কথা বলব না বলেও বিবেকানন্দের বাড়িতে দাঁড়িয়ে অভিষেকের কটাক্ষ শুভেন্দুকে
রাজ্যে 3% ভোটও নেই কংগ্রেসের, কাজেই দুইয়ের বেশি আসন নিয়ে আলোচনায় না তৃণমূলের