ETV Bharat / bharat

Parliament Budget Session 2023: আদানি-বিতর্কে উত্তাল সংসদ! মুলতুবি রাজ্য়-লোকসভা বাজেট অধিবেশন - আদানি গ্রুপ

1 ফেব্রুয়ারি থেকে চলতি বছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে ৷ অধিবেশনে সংসদের উচ্চ ও নিম্ন কক্ষে সরকার কীভাবে প্রতিপক্ষদের কোণঠাসা করবে তা নিয়ে বৈঠক হল (PM Narendra Modi meets cabinet) । কিন্তু আদানি নিয়ে বিরোধীদের প্রবল চাপের মুখে বিজেপি সরকার ৷

Budget Session 2023
বাজেট অধিবেশন 2023
author img

By

Published : Feb 2, 2023, 11:29 AM IST

Updated : Feb 2, 2023, 12:25 PM IST

নয়াদিল্লি, 2 ফেব্রুয়ারি: শুরু হয়েছে বাজেট অধিবেশ ৷ আজ দিনের প্রথমেই আদানিকে নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়ে বিজেপি সরকার ৷ উত্তাল হয়ে ওঠে সংসদের দুই কক্ষ ৷ তাই রাজ্যসভা ও লোকসভা- দুই কক্ষের অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়েছে ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Congress president Mallikarjun Kharge) সাংবাদিকদের বলেন, "আমরা এলআইসি, পাবলিক সেক্টর ব্যাংক, অন্য অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলির বিনিয়োগ নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম ৷ এরা বাজারে গুরুত্ব হারাতে বসেছে ৷ সংসদে এ বিষয়ে আলোচনা করতে চেয়ে সাসপেনসন অফ বিজনেস নোটিশও দিয়েছি ৷ কোটি কোটি ভারতীয়ের কষ্টার্জিত টাকা এখন ঝুঁকির মুখে ৷"

তিনি আরও জানান, হয় দেশের প্রধান বিচারপতির পর্যবেক্ষণে একটি যুগ্ম সংসদীয় কমিটি (Joint Parliamentary Committee) অথবা দল গঠন করা হোক ৷ যে কমিটি অথবা দলটি এ বিষয়ে তদন্ত করবে ৷ বুধবার 2023-24 অর্থবর্ষের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ বাজেট অধিবেশন যে খুব একটা সুখকর হবে না, তা বোধহয় আঁচ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

  • We have given the suspension of Business Notice under rule 267 to discuss the issue of investment by LIC, Public Sector Banks and financial institutions in companies losing market value, endangering the hard-earned money of crores of Indians: Congress president Mallikarjun Kharge pic.twitter.com/NxgVGlqYz6

    — ANI (@ANI) February 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বৃহস্পতিবার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে সকাল সকাল অধিবেশন নিয়ে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করেন ৷ সেখানে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী, কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল, সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি এবং কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরণ রিজেজু ৷

আরও পড়ুন: হিন্ডেনবার্গের ধাক্কায় 7 লক্ষ কোটি খুইয়েছেন আদানি !

এই বাজেট অধিবেশনে রাজ্যসভা ও লোকসভায় সরকারের কৌশল ঠিক করা নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi holds meeting over Parliament Budget Session strategy) ৷ বিরোধীদের মোকাবিলা করতে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর । বিরোধী কংগ্রেস শিবির সংসদে গৌতম আদানি ও চিনের আগ্রাসন নিয়ে আলোচনা করতে চেয়েছিল ৷ সম্প্রতি হিন্ডেনবার্গের রিপোর্টে মোদি-ঘনিষ্ঠ শিল্পপতিকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ এই মুহূর্তে আদানির কোম্পানিগুলিতে বিনিয়োগকারীদের টাকা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে ৷ যদিও তিনি আশ্বাস দিয়েছেন, টাকা ফেরত দিয়ে দেওয়া হবে ৷ কংগ্রেস সাংসদ মানিকম টেগোর নোটিশ দিয়ে জানান, "সাধারণ মানুষের বিপুল অঙ্কের টাকা এসবিআই আর এলআইসির মাধ্যমে আদানি গ্রুপের কাছে আটকে রয়েছে ৷ কক্ষের নিয়মিত কাজকর্মগুলি সরিয়ে রেখে সংসদে এ বিষয়ে এখুনি আলোচনা করা দরকার ৷ ক্ষতির পরিমাণ এবং সরকার তা রুখতে কী পদক্ষেপ করছে ? বিষয়টি স্পষ্ট করুন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷"

নয়াদিল্লি, 2 ফেব্রুয়ারি: শুরু হয়েছে বাজেট অধিবেশ ৷ আজ দিনের প্রথমেই আদানিকে নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়ে বিজেপি সরকার ৷ উত্তাল হয়ে ওঠে সংসদের দুই কক্ষ ৷ তাই রাজ্যসভা ও লোকসভা- দুই কক্ষের অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়েছে ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Congress president Mallikarjun Kharge) সাংবাদিকদের বলেন, "আমরা এলআইসি, পাবলিক সেক্টর ব্যাংক, অন্য অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলির বিনিয়োগ নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম ৷ এরা বাজারে গুরুত্ব হারাতে বসেছে ৷ সংসদে এ বিষয়ে আলোচনা করতে চেয়ে সাসপেনসন অফ বিজনেস নোটিশও দিয়েছি ৷ কোটি কোটি ভারতীয়ের কষ্টার্জিত টাকা এখন ঝুঁকির মুখে ৷"

তিনি আরও জানান, হয় দেশের প্রধান বিচারপতির পর্যবেক্ষণে একটি যুগ্ম সংসদীয় কমিটি (Joint Parliamentary Committee) অথবা দল গঠন করা হোক ৷ যে কমিটি অথবা দলটি এ বিষয়ে তদন্ত করবে ৷ বুধবার 2023-24 অর্থবর্ষের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ বাজেট অধিবেশন যে খুব একটা সুখকর হবে না, তা বোধহয় আঁচ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

  • We have given the suspension of Business Notice under rule 267 to discuss the issue of investment by LIC, Public Sector Banks and financial institutions in companies losing market value, endangering the hard-earned money of crores of Indians: Congress president Mallikarjun Kharge pic.twitter.com/NxgVGlqYz6

    — ANI (@ANI) February 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বৃহস্পতিবার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে সকাল সকাল অধিবেশন নিয়ে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করেন ৷ সেখানে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী, কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল, সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি এবং কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরণ রিজেজু ৷

আরও পড়ুন: হিন্ডেনবার্গের ধাক্কায় 7 লক্ষ কোটি খুইয়েছেন আদানি !

এই বাজেট অধিবেশনে রাজ্যসভা ও লোকসভায় সরকারের কৌশল ঠিক করা নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi holds meeting over Parliament Budget Session strategy) ৷ বিরোধীদের মোকাবিলা করতে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর । বিরোধী কংগ্রেস শিবির সংসদে গৌতম আদানি ও চিনের আগ্রাসন নিয়ে আলোচনা করতে চেয়েছিল ৷ সম্প্রতি হিন্ডেনবার্গের রিপোর্টে মোদি-ঘনিষ্ঠ শিল্পপতিকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ এই মুহূর্তে আদানির কোম্পানিগুলিতে বিনিয়োগকারীদের টাকা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে ৷ যদিও তিনি আশ্বাস দিয়েছেন, টাকা ফেরত দিয়ে দেওয়া হবে ৷ কংগ্রেস সাংসদ মানিকম টেগোর নোটিশ দিয়ে জানান, "সাধারণ মানুষের বিপুল অঙ্কের টাকা এসবিআই আর এলআইসির মাধ্যমে আদানি গ্রুপের কাছে আটকে রয়েছে ৷ কক্ষের নিয়মিত কাজকর্মগুলি সরিয়ে রেখে সংসদে এ বিষয়ে এখুনি আলোচনা করা দরকার ৷ ক্ষতির পরিমাণ এবং সরকার তা রুখতে কী পদক্ষেপ করছে ? বিষয়টি স্পষ্ট করুন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷"

Last Updated : Feb 2, 2023, 12:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.