নয়াদিল্লি, 17 নভেম্বর: ইন্দোনেশিয়ার বালিতে বিভিন্ন দেশের নেতাদের জন্য উপহারের (Modi Gifts to G20 Leaders) ডালি সাজিয়ে জি20 শীর্ষ সম্মেলনে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷ বুধবার আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়-সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের হাতে হিমাচল প্রদেশ ও গুজরাতের শিল্প এবং ঐতিহ্যের নিদর্শন তুলে দেন তিনি ৷ তাঁর মধ্যে ছিল কাংড়া ক্ষুদ্র চিত্রকর্ম, কিন্নৌরি শাল, হিমাচলী মুখতে, কুলু শাল এবং কানাল পিতলের সেট । এই পদক্ষেপ হিমাচল প্রদেশ ও গুজরাতের পর্যটন এবং হস্তশিল্পকে উত্সাহিত করতে সহায়ক হবে । ইতিমধ্যেই ভারত 1 ডিসেম্বর থেকে ইন্দোনেশিয়ার থেকে জি20-র সভাপতিত্ব গ্রহণ করতে প্রস্তুত (Modi Gifts to world leaders)।
আমেরিকাকে উপহার: কাংরা মিনিয়েচার পেইন্টিং (কাংরা)
সূত্রের তরফে জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে কাংরা মিনিয়েচার পেইন্টিং উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কাংড়া ক্ষুদ্রাকৃতির চিত্রগুলি সাধারণত 'শ্রীঙ্গার রস' বা প্রাকৃতিক পটভূমিতে প্রেমের চিত্রায়ন করে । এই সূক্ষ্ম পেইন্টিং প্রাকৃতিক রং ব্যবহার করে তৈরি করেছেন হিমাচল প্রদেশের প্রখ্যাত চিত্রশিল্পীরা ৷
ব্রিটেনকে উপহার: মাতা নি পচেড়ি (আহমেদাবাদ)
ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে প্রধানমন্ত্রী উপহার দিয়েছেন মাতা নি পচেড়ি ৷ মাতা নি পচেড়ি গুজরাতের একটি হস্তনির্মিত টেক্সটাইল যা দেবীর মন্দিরে নিবেদন করা হয় ৷ নামটি গুজরাতি শব্দ ‘মাতা’ যার অর্থ ‘মাতৃদেবী’, ‘নি’ যার অর্থ ‘অন্তর্ভুক্ত’ এবং ‘পচেড়ি’ যার অর্থ ‘পটভূমি’ থেকে উদ্ভূত ।
ইন্দোনেশিয়াকে উপহার কিন্নৌরি শাল (কিন্নর) ও ডিজাইনার রুপোর বাটি (সুরাত)
আয়োজক দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোকে প্রধানমন্ত্রী মোদি উপহার দিয়েছেন হিমাচলপ্রদেশের শিল্পীদের তৈরি একটি কিন্নৌরি হস্তনির্মিত শাল ৷ কিন্নৌরি শাল হিমাচল প্রদেশের কিন্নর জেলার বিশেষত্ব । শালের নকশাগুলিতে মধ্য এশিয়া এবং তিব্বতের প্রভাব দেখা যায় । এছাড়াও তাঁকে একটি সুরাতের তৈরি ডিজাইনার রুপোর বাটি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী ৷
স্পেনের জন্য উপহার: কানাল ব্রাস সেট (মান্ডি ও কুলু)
স্পেনের প্রধানমন্ত্রীকে হিমাচলপ্রদেশের মান্ডি ও কুলুর তৈরি কানাল পেতলের সেট উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ৷ এটি এক মিটারেরও বেশি লম্বা ৷ ভারতের বেশ কিছু অংশে এটি বাজানো হয় । হিমাচল প্রদেশের নেতাদের স্বাগত জানাতে এটি ব্যবহৃত হয় ।
অস্ট্রেলিয়ার জন্য উপহার : পিথোরা (ছোট উদয়পুর)
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে গুজরাতের ছোটা উদয়পুরের পিথোরা উপহার দেওয়া হয় ৷ পিথোরা হল গুজরাতের ছোট উদয়পুরের রাথওয়া কারিগরদের তৈরি পেইন্টিং ৷ এই পেইন্টিংগুলি হল গুহাচিত্র, যেখানে আদিবাসীদের সামাজিক, সাংস্কৃতিক এবং পৌরাণিক জীবন এবং বিশ্বাসকে তুলে ধরা হয় ৷ সাংস্কৃতিক নৃতত্ত্বের ইতিহাসে পিথোরার একটি বিশেষ তাৎপর্য রয়েছে । এই পেইন্টিংগুলির সঙ্গে অস্ট্রেলিয়ার আদিবাসী সম্প্রদায়ের আদিবাসী ডট পেইন্টিংয়ের দারুণ সাদৃশ্য রয়েছে ৷
তাৎপর্যপূর্ণ ভাবে যে দুই রাজ্যের উপহার বিভিন্ন দেশের নেতাদের হাতে প্রধানমন্ত্রী তুলে দিয়েছেন, তার মধ্যে হিমাচলপ্রদেশে নির্বাচন হয়েছে গত 12 নভেম্বর এবং গুজরাতে বিধানসভা নির্বাচন হতে চলেছে 1 ও 5 ডিসেম্বর ৷