ভোপাল (মধ্যপ্রদেশ), 1 এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার মধ্যপ্রদেশের ভোপাল ও নয়াদিল্লির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন ৷ ট্রেনটি ভোপালের রানি কমলাপতি রেলওয়ে স্টেশন থেকে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল করবে ৷ এটি ভারতের একাদশতম বন্দে ভারত এক্সপ্রেস । প্রধানমন্ত্রী জানান, এই ট্রেন ভোপাল ও নয়াদিল্লির মধ্যে যোগাযোগ আরও সুগম করবে ৷
এই সেমি স্পিড ট্রেনটি দেশীয় প্রযুক্তিকে ডিজাইন করা ৷ ট্রেন আসনগুলি অত্যাধুনিক যাত্রী সুবিধার কথা মাথায় রেখে তৈরি হয়েছে ৷ এই ট্রেন যাত্রীদের দ্রুত, আরামদায়ক ও সুবিধাজনক ভ্রমণে অভিজ্ঞতা দেয় ৷ ফলে এই ট্রেন পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় ৷ এখনও পর্যন্ত যে ক’টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হয়েছে, সেখানে পর্যটনের বিষয়টিই বেশি করে সামনে এসেছে ৷ তাই এই ট্রেনের মাধ্যমে ভারতের অর্থনৈতিক উন্নতিও সুনিশ্চিত হচ্ছে বলে বিশেষজ্ঞদের দাবি ৷
এদিন সকালে ভোপালে আসার আগে বন্দে ভারতের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি জানান, ভোপালে এই ট্রেনের উদ্বোধন ছাড়াও কম্বাইন্ড কমান্ডারদের একটি সম্মেলনে অংশগ্রহণ করবেন ৷ পরে তিনি সেই সম্মেলনেও যোগদেন ৷ ভোপালের কুশাভাউ ঠাকরে হলে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স 2023 এর অনুষ্ঠানটি গত 30 মার্চ শুরু হয়েছে ৷
আজ, শনিবার ছিল শেষদিন ৷ শেষদিনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ৷ এবারের থিম ছিল ‘রেডি, রিসার্জেন্ট, রেলেভেন্ট’ ৷ এই সম্মেলনে জাতীয় নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় ৷ সশস্ত্র বাহিনী নিয়েও কথা হয় ৷ সশস্ত্র বাহিনীর আত্মনির্ভরতার বিষয়টিও পর্যালোচনা করে দেখা হয় ৷ সম্মেলনে তিন সশস্ত্র বাহিনীর কমান্ডার ও প্রতিরক্ষা মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন । পদাতিক বাহিনী, নৌবাহিনী ও বায়ুসেনার জওয়ান, নাবিক ও এয়ারম্যানদের মধ্যেও আলোচনা ও মতামত বিনিময়েরও সুযোগ ছিল ৷
যদিও বিরোধীদের অভিযোগ, মোদির এই সব প্রকল্পের উদ্বোধন আসলে নির্বাচনী প্রচারের অংশ ৷ চলতি বছরের শেষে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে ৷ তাই এখন থেকেই বিভিন্ন উদ্বোধন করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী ৷
আরও পড়ুন: বিহারে সংঘর্ষের জেরে বাতিল অমিত শাহের সাসারাম সফর