ETV Bharat / bharat

Vande Bharat Express: মোদির হাত ধরে যাত্রা শুরু দিল্লি-দেরাদুন বন্দে ভারত এক্সপ্রেসের - দিল্লি দেরাদুন বন্দে ভারত এক্সপ্রেস

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে যাত্রা শুরু করল দিল্লি-দেরাদুন বন্দে ভারত এক্সপ্রেস ৷ বৃহস্পতিবার তিনি সে রাজ্যের রেলপথের 100 শতাংশ বিদ্যুতায়নেরও উদ্বোধন করেছেন ৷

Vande Bharat Express
Vande Bharat Express
author img

By

Published : May 25, 2023, 2:24 PM IST

দেরাদুন, 25 মে: বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও গত কয়েক বছরে ভারত যেভাবে তার অর্থনীতিকে শক্তিশালী করেছে, তার প্রশংসা করেছে গোটা বিশ্ব ৷ বৃহস্পতিবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দিল্লি-দেরাদুন বন্দে ভারত এক্সপ্রেসের ফ্ল্যাগ অফ করে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এ দিন সে রাজ্যে রেলপথের 100 শতাংশ বিদ্যুতায়নেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ।

যাত্রীদের জন্য অত্যাধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে সজ্জিত উত্তরাখণ্ডে এই ধরনের প্রথম ট্রেন দেরাদুন এবং জাতীয় রাজধানীর মধ্যে যাত্রার সময়কে কমিয়ে সাড়ে চার ঘণ্টায় নামিয়ে আনল ৷ শতাব্দী এক্সপ্রেসে এই পথ যেতে সময় নেয় 6 ঘণ্টা 10 মিনিট ৷ এ দিন উত্তরাখণ্ডে বন্দে ভারতের যাত্রা শুরু করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী পর্যটকরা এই দেশকে দেখতে এবং বুঝতে ভারতে আসতে চান । এটি উত্তরাখণ্ডের জন্য একটি দুর্দান্ত সুযোগ ৷

এই ট্রেনের ফ্ল্যাগ-অফ অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মোদি বলেন যে, তিনি সবেমাত্র একটি ত্রিদেশীয় সফর থেকে ফিরেছেন এবং পুরো বিশ্ব ভারতের দিকে বড় আশা নিয়ে তাকিয়ে আছে বলে জানান তিনি । তাঁর কথায়, "বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও গত কয়েক বছরে ভারত যেভাবে তার অর্থনীতিকে শক্তিশালী করেছে, বিশ্ব তার প্রশংসা করে ৷"

সংযোগ বাড়াতে বিজেপির 'ডাবল-ইঞ্জিন সরকার'-এর দ্বারা উত্তরাখণ্ডে গৃহীত বিভিন্ন সড়ক ও রেল প্রকল্পেরও উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি কেদারনাথ ও বদ্রীনাথে পুনর্গঠন প্রকল্পের মাধ্যমে চারধাম তীর্থযাত্রীদের জন্য সুবিধাগুলি আপগ্রেড করার জন্য যে প্রচেষ্টা চলছে তারও উল্লেখ করেছেন ৷ এই প্রচেষ্টাগুলির লক্ষ্য রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিকাঠামো প্রসারিত করা ।

এ দিন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজ্যকে আরও একটি সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ৷ এই পরিষেবা উত্তরাখণ্ডের রাজধানী এবং দিল্লির মধ্যে সংযোগ আরও বাড়িয়ে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি ।

আরও পড়ুন: বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে ষাঁড়ের সংঘর্ষ, ক্ষতিগ্রস্ত ইঞ্জিন

দেরাদুন, 25 মে: বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও গত কয়েক বছরে ভারত যেভাবে তার অর্থনীতিকে শক্তিশালী করেছে, তার প্রশংসা করেছে গোটা বিশ্ব ৷ বৃহস্পতিবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দিল্লি-দেরাদুন বন্দে ভারত এক্সপ্রেসের ফ্ল্যাগ অফ করে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এ দিন সে রাজ্যে রেলপথের 100 শতাংশ বিদ্যুতায়নেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ।

যাত্রীদের জন্য অত্যাধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে সজ্জিত উত্তরাখণ্ডে এই ধরনের প্রথম ট্রেন দেরাদুন এবং জাতীয় রাজধানীর মধ্যে যাত্রার সময়কে কমিয়ে সাড়ে চার ঘণ্টায় নামিয়ে আনল ৷ শতাব্দী এক্সপ্রেসে এই পথ যেতে সময় নেয় 6 ঘণ্টা 10 মিনিট ৷ এ দিন উত্তরাখণ্ডে বন্দে ভারতের যাত্রা শুরু করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী পর্যটকরা এই দেশকে দেখতে এবং বুঝতে ভারতে আসতে চান । এটি উত্তরাখণ্ডের জন্য একটি দুর্দান্ত সুযোগ ৷

এই ট্রেনের ফ্ল্যাগ-অফ অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মোদি বলেন যে, তিনি সবেমাত্র একটি ত্রিদেশীয় সফর থেকে ফিরেছেন এবং পুরো বিশ্ব ভারতের দিকে বড় আশা নিয়ে তাকিয়ে আছে বলে জানান তিনি । তাঁর কথায়, "বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও গত কয়েক বছরে ভারত যেভাবে তার অর্থনীতিকে শক্তিশালী করেছে, বিশ্ব তার প্রশংসা করে ৷"

সংযোগ বাড়াতে বিজেপির 'ডাবল-ইঞ্জিন সরকার'-এর দ্বারা উত্তরাখণ্ডে গৃহীত বিভিন্ন সড়ক ও রেল প্রকল্পেরও উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি কেদারনাথ ও বদ্রীনাথে পুনর্গঠন প্রকল্পের মাধ্যমে চারধাম তীর্থযাত্রীদের জন্য সুবিধাগুলি আপগ্রেড করার জন্য যে প্রচেষ্টা চলছে তারও উল্লেখ করেছেন ৷ এই প্রচেষ্টাগুলির লক্ষ্য রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিকাঠামো প্রসারিত করা ।

এ দিন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজ্যকে আরও একটি সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ৷ এই পরিষেবা উত্তরাখণ্ডের রাজধানী এবং দিল্লির মধ্যে সংযোগ আরও বাড়িয়ে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি ।

আরও পড়ুন: বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে ষাঁড়ের সংঘর্ষ, ক্ষতিগ্রস্ত ইঞ্জিন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.