ETV Bharat / bharat

দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেভাডিয়া পর্যন্ত 8টি ট্রেনের উদ্বোধন প্রধানমন্ত্রীর - স্ট্য়াচু অফ ইউনিটি

দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুজরাতের কেভাডিয়ায় মোট আটটি ট্রেনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গুজরাতের স্ট্য়াচু অফ ইউনিটির সঙ্গে বিরামহীন যোগাযোগ ব্য়বস্থা তৈরি করতেই এই রেল পরিষেবা চালু করা হয়েছে বলে এদিন জানান প্রধানমন্ত্রী ৷ এই রেল যোগাযোগ সূচনার ফলে গুজরাতের নর্মদা জেলায় সর্দার বল্লভভাই প্য়াটেলের স্ট্য়াচু অফ লিবার্টির দর্শনে পর্যটকদের যাতায়াতে আরও সুবিধা হবে জানান প্রধানমন্ত্রী ৷

pm-modi-flags-off-8-trains-to-boost-connectivity-to-statue-of-unity
দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেভাডিয়া পর্যন্ত 8টি ট্রেনের উদ্বোধন প্রধানমন্ত্রীর
author img

By

Published : Jan 17, 2021, 3:55 PM IST

দিল্লি, 17 জানুয়ারি : দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুজরাতের কেভাডিয়ায় মোট আটটি ট্রেনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গুজরাতের স্ট্য়াচু অফ ইউনিটির সঙ্গে বিরামহীন যোগাযোগ ব্য়বস্থা তৈরি করতেই এই রেল পরিষেবা চালু করা হয়েছে বলে এদিন জানান প্রধানমন্ত্রী ৷ এই রেল যোগাযোগ সূচনার ফলে গুজরাতের নর্মদা জেলায় সর্দার বল্লভভাই প্য়াটেলের স্ট্য়াচু অফ ইউনিটি দর্শনে পর্যটকদের যাতায়াতে আরও সুবিধা হবে জানান প্রধানমন্ত্রী ৷ এদিন ভার্চুয়াল সভায় 8টি ট্রেনের সূচনা করেন তিনি ৷ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন গুজরাতের মুখ্য়মন্ত্রী বিজয় রূপানি এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েল ৷

এদিন যে ট্রেনগুলির সূচনা প্রধানমন্ত্রী করেন সেগুলি হল- কেভাডিয়া-বারাণসী মহামানা সাপ্তাহিক এক্সপ্রেস, দাদর-কেভাডিয়া এক্সপ্রেস (দৈনিক), আহমেদাবাদ-কেভাডিয়া জনশতাব্দী এক্সপ্রেস (দৈনিক), নাজিমুদ্দিন-কেভাডিয়া সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস (সপ্তাহে দু’দিন), কেভাডিয়া-রেওয়া এক্সপ্রেস (সাপ্তাহিক), চেন্নাই-কেভাডিয়া এক্সপ্রেস (সাপ্তাহিক), প্রতাপনগর-কেভাডিয়া মেমু ট্রেন (দৈনিক) এবং কেভাডিয়া-প্রতাপনগর মেমু ট্রেন (দৈনিক)৷

আরও পড়ুন : "স্ট্যাচু অফ পিস"-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী

রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আহমেদাবাদ-কেভাডিয়া জন শতাব্দী এক্সপ্রেসে নতুন যুগের ‘‘ভিস্তা-ডম ট্য়ুরিস্ট কোচ’’ যুক্ত করা হয়েছে ৷ যেখান থেকে যাত্রীরা আকাশপথের মনোরম দৃশ্য় উপভোগ করতে পারবেন ৷ কেভাডিয়া ভারতের প্রথম রেল স্টেশন যার সবুজ নির্মাণ শংসাপত্র রয়েছে ৷ এই প্রকল্পের মূল উদ্দেশ্য়ই ওই অঞ্চলের পর্যটন শিল্পকে আরও উন্নত করা, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

দিল্লি, 17 জানুয়ারি : দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুজরাতের কেভাডিয়ায় মোট আটটি ট্রেনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গুজরাতের স্ট্য়াচু অফ ইউনিটির সঙ্গে বিরামহীন যোগাযোগ ব্য়বস্থা তৈরি করতেই এই রেল পরিষেবা চালু করা হয়েছে বলে এদিন জানান প্রধানমন্ত্রী ৷ এই রেল যোগাযোগ সূচনার ফলে গুজরাতের নর্মদা জেলায় সর্দার বল্লভভাই প্য়াটেলের স্ট্য়াচু অফ ইউনিটি দর্শনে পর্যটকদের যাতায়াতে আরও সুবিধা হবে জানান প্রধানমন্ত্রী ৷ এদিন ভার্চুয়াল সভায় 8টি ট্রেনের সূচনা করেন তিনি ৷ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন গুজরাতের মুখ্য়মন্ত্রী বিজয় রূপানি এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েল ৷

এদিন যে ট্রেনগুলির সূচনা প্রধানমন্ত্রী করেন সেগুলি হল- কেভাডিয়া-বারাণসী মহামানা সাপ্তাহিক এক্সপ্রেস, দাদর-কেভাডিয়া এক্সপ্রেস (দৈনিক), আহমেদাবাদ-কেভাডিয়া জনশতাব্দী এক্সপ্রেস (দৈনিক), নাজিমুদ্দিন-কেভাডিয়া সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস (সপ্তাহে দু’দিন), কেভাডিয়া-রেওয়া এক্সপ্রেস (সাপ্তাহিক), চেন্নাই-কেভাডিয়া এক্সপ্রেস (সাপ্তাহিক), প্রতাপনগর-কেভাডিয়া মেমু ট্রেন (দৈনিক) এবং কেভাডিয়া-প্রতাপনগর মেমু ট্রেন (দৈনিক)৷

আরও পড়ুন : "স্ট্যাচু অফ পিস"-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী

রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আহমেদাবাদ-কেভাডিয়া জন শতাব্দী এক্সপ্রেসে নতুন যুগের ‘‘ভিস্তা-ডম ট্য়ুরিস্ট কোচ’’ যুক্ত করা হয়েছে ৷ যেখান থেকে যাত্রীরা আকাশপথের মনোরম দৃশ্য় উপভোগ করতে পারবেন ৷ কেভাডিয়া ভারতের প্রথম রেল স্টেশন যার সবুজ নির্মাণ শংসাপত্র রয়েছে ৷ এই প্রকল্পের মূল উদ্দেশ্য়ই ওই অঞ্চলের পর্যটন শিল্পকে আরও উন্নত করা, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.