নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর: ভারত নারী-নেতৃত্বাধীন উন্নয়নের জন্য প্রস্তুত, এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার নয়া সংসদ ভবনে লোকসভার অধিবেশন কক্ষে প্রথম ভাষণ দিতে গিয়ে এই কথাই বলেছেন তিনি ৷ পাশাপাশি দেশবাসীকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন ৷
তিনি আরও জানান, এই দিনটি একটি গৌরবময় ভবিষ্যতের নতুন সূচনা করল । তাঁর বক্তৃতার একটি উল্লেখযোগ্য অংশ নারীদের নিয়ে ছিল ৷ তাঁর কথায়, মহিলারাই সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । তাই নারীর ক্ষমতায়নের লক্ষ্যে যে তাঁর সরকার মহিলা সংরক্ষণ বিল নিয়ে আসছে, সেই কথাও তিনি উল্লেখ করেন ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "মহিলা সংরক্ষণ বিলটি অটল বিহারী বাজপেয়ীর সময়ে উত্থাপিত হয়েছিল ৷ কিন্তু লোকসভায় ঐকমত্যের অভাবে এটি পাশ করা যায়নি । ভগবান আমাকে এই মহৎ কাজের জন্য বেছে নিয়েছেন । নারীরা প্রতিটি ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব দেখাতে পেরে আনন্দিত । আমি চাই নীতি প্রণয়নেও নারীদের মুখ্য ভূমিকা থাকুক । আমাদের সরকার নারীর ক্ষমতায়নের ওপর জোর দিচ্ছে ৷"
তিনি অতীতের অন্ধকারকে দূরে সরিয়ে বিশ্বমঞ্চে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন ৷ তাঁর ভাষণে উঠে আসে লোকমান্য তিলকের কথা ৷ প্রধানমন্ত্রী বলেন, "এই দিনে আমাকে অবশ্যই লোকমান্য তিলকের নাম উল্লেখ করতে হবে, যিনি গণেশ চতুর্থীতে স্বাধীন ভারতের কথা বলেছিলেন । আজ আমরা ভারতকে একটি উন্নত দেশ করার কথা বলছি ।’’
আরও পড়ুন: সংসদের পুরনো ভবনকে সংবিধান সদন করার প্রস্তাব প্রধানমন্ত্রী মোদির
নতুন সংসদ ভবনের লোকসভায় তিনি বলেন, "আজকেও সংবতসরী পালিত হচ্ছে, এটি একটি চমৎকার ঐতিহ্য । আজকে আমরা 'মিচ্ছামি দুক্কদম' বলি, এটা আমাদের কাউকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত দুঃখ দিয়ে থাকলে, তা থেকে ক্ষমা চাওয়ার সুযোগ দেয় । সকল সংসদ সদস্য এবং দেশের জনগণকে আমিও বলতে চাই, 'মিছামি দুক্কদম' ।"
প্রধানমন্ত্রী মোদি 'সেঙ্গল' সম্বন্ধে উল্লেখ করেন৷ এই প্রসঙ্গে তিনি সেঙ্গলের সঙ্গে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর যোগসূত্রের কথা তুলে ধরেন ৷ উল্লেখ্য, নয়া সংসদ ভবনের লোকসভায় অধ্যক্ষের আসনের পাশেই এই পবিত্র সেঙ্গল রাখা হয়েছে ৷
একই সঙ্গে তিনি 30 হাজারের বেশি শ্রমিককে শ্রদ্ধা জানান, যাঁরা নয়া সংসদ ভবন নির্মাণ করেছেন । প্রধানমন্ত্রী বলেন, "আমি সেই সমস্ত কর্মীকে অভিবাদন জানাই, যাঁরা নতুন সংসদ ভবন নির্মাণের জন্য পরিশ্রম করেছেন । তাঁদের কৃতিত্বের জন্য প্রশংসার কোনও শব্দই যথেষ্ট নয় ৷"
আরও পড়ুন: নয়া সংসদে ভবনেই ভারতের নতুন ভবিষ্যতের সূচনা হবে, সেন্ট্রাল হলে বললেন প্রধানমন্ত্রী মোদি