ETV Bharat / bharat

Modi Pays Tributes to Sandhya-Bappi : অপূরণীয় ক্ষতি, সন্ধ্যা মুখোপাধ্যায়-বাপ্পি লাহিড়ীর প্রয়াণে মর্মাহত মোদি

সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ীর প্রয়াণে মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi pays tributes to Sandhya Mukhopadhyay and Bappi Lahiri) ৷ টুইটে প্রয়াত শিল্পীদের পরিবারকে সমবেদনা জানালেন তিনি ৷

PM Modi Tweets over Sandhya Mukhopadhyay and Bappi Lahiri demise
অপূরণীয় ক্ষতি, সন্ধ্যা মুখোপাধ্যায়-বাপ্পি লাহিড়ীর প্রয়াণে মর্মাহত মোদি
author img

By

Published : Feb 16, 2022, 10:04 AM IST

নয়াদিল্লি, 16 ফেব্রুয়ারি : পরপর নক্ষত্রপতন ৷ সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের চলে যাওয়ার ক্ষত এখনও টাটকা ৷ এরই মধ্যে আকাশের অস্তরাগে চলে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay passes away) ৷ সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই গানের জগতে নেমে এল আবার আঘাত ৷ এবার মৃত্যুসংবাদ এল ডিস্কো কিং বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri passes away) ৷ লতা মঙ্গেশকরের পর আরও দুই কিংবদন্তি সঙ্গীত শিল্পীর প্রয়াণে হঠাৎই বেসুরো গোটা দেশ ৷ শোকে মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷

মঙ্গলবার রাতেই বঙ্গবিভূষণ সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাংলায় টুইটে তিনি লেখেন, "গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে আমরা সকলে শোকাহত । আমাদের সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি হল । আগামী প্রজন্মও তাঁর সুরেলা কণ্ঠে আবিষ্ট হবে । শোকের এই মুহূর্তে তাঁর পরিবার পরিজন ও গুণমুগ্ধদের সমবেদনা জানাই । ওঁ শান্তি ।"

আরও পড়ুন: Sandhya Mukhopadhyay Demise : কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে...

  • Shri Bappi Lahiri Ji’s music was all encompassing, beautifully expressing diverse emotions. People across generations could relate to his works. His lively nature will be missed by everyone. Saddened by his demise. Condolences to his family and admirers. Om Shanti. pic.twitter.com/fLjjrTZ8Jq

    — Narendra Modi (@narendramodi) February 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর আজ সকালে অপর প্রখ্যাত সঙ্গীতকার বাপ্পি লাহিড়ীর জীবনাবসানের খবর পেয়ে ফের টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রয়াত সঙ্গীত পরিচালকের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, "শ্রী বাপ্পি লাহিড়ীজির সঙ্গীত সমস্তটা জুড়ে ছিল, তা খুব সুন্দর ভাবে সব আবেগকে তুলে ধরতে পারত ৷ তাঁর কাজের সঙ্গে নিজেদের সম্পর্ক খুঁজে পাবে পরবর্তী বহু প্রজন্ম ৷ তাঁর অপূর্ব ব্যবহার সবাই মিস করবে ৷ তাঁর প্রয়াণে শোকাহত ৷ তাঁর পরিবার ও ভক্তদের সমবেদনা জানাই ৷ ওঁ শান্তি ৷"

  • গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে আমরা সকলে শোকাহত। আমাদের সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি হল। আগামী প্রজন্মও তাঁর সুরেলা কন্ঠে আবিষ্ট হবে। শোকের এই মুহূর্তে তাঁর পরিবার পরিজন ও গুণমুগ্ধদের সমবেদনা জানাই। ওঁ শান্তি।

    — Narendra Modi (@narendramodi) February 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Bappi Lahiri Passes Away : প্রয়াত জনপ্রিয় গায়ক বাপ্পি লাহিড়ী

নয়াদিল্লি, 16 ফেব্রুয়ারি : পরপর নক্ষত্রপতন ৷ সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের চলে যাওয়ার ক্ষত এখনও টাটকা ৷ এরই মধ্যে আকাশের অস্তরাগে চলে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay passes away) ৷ সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই গানের জগতে নেমে এল আবার আঘাত ৷ এবার মৃত্যুসংবাদ এল ডিস্কো কিং বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri passes away) ৷ লতা মঙ্গেশকরের পর আরও দুই কিংবদন্তি সঙ্গীত শিল্পীর প্রয়াণে হঠাৎই বেসুরো গোটা দেশ ৷ শোকে মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷

মঙ্গলবার রাতেই বঙ্গবিভূষণ সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাংলায় টুইটে তিনি লেখেন, "গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে আমরা সকলে শোকাহত । আমাদের সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি হল । আগামী প্রজন্মও তাঁর সুরেলা কণ্ঠে আবিষ্ট হবে । শোকের এই মুহূর্তে তাঁর পরিবার পরিজন ও গুণমুগ্ধদের সমবেদনা জানাই । ওঁ শান্তি ।"

আরও পড়ুন: Sandhya Mukhopadhyay Demise : কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে...

  • Shri Bappi Lahiri Ji’s music was all encompassing, beautifully expressing diverse emotions. People across generations could relate to his works. His lively nature will be missed by everyone. Saddened by his demise. Condolences to his family and admirers. Om Shanti. pic.twitter.com/fLjjrTZ8Jq

    — Narendra Modi (@narendramodi) February 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর আজ সকালে অপর প্রখ্যাত সঙ্গীতকার বাপ্পি লাহিড়ীর জীবনাবসানের খবর পেয়ে ফের টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রয়াত সঙ্গীত পরিচালকের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, "শ্রী বাপ্পি লাহিড়ীজির সঙ্গীত সমস্তটা জুড়ে ছিল, তা খুব সুন্দর ভাবে সব আবেগকে তুলে ধরতে পারত ৷ তাঁর কাজের সঙ্গে নিজেদের সম্পর্ক খুঁজে পাবে পরবর্তী বহু প্রজন্ম ৷ তাঁর অপূর্ব ব্যবহার সবাই মিস করবে ৷ তাঁর প্রয়াণে শোকাহত ৷ তাঁর পরিবার ও ভক্তদের সমবেদনা জানাই ৷ ওঁ শান্তি ৷"

  • গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে আমরা সকলে শোকাহত। আমাদের সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি হল। আগামী প্রজন্মও তাঁর সুরেলা কন্ঠে আবিষ্ট হবে। শোকের এই মুহূর্তে তাঁর পরিবার পরিজন ও গুণমুগ্ধদের সমবেদনা জানাই। ওঁ শান্তি।

    — Narendra Modi (@narendramodi) February 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Bappi Lahiri Passes Away : প্রয়াত জনপ্রিয় গায়ক বাপ্পি লাহিড়ী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.