নয়াদিল্লি, 22 জানুয়ারি : ভাল প্রশাসন কীভাবে তৈরি করা যায় ? জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক তারই উপায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (pm modi explain about key of good governance at dm meeting) ৷ শনিবার জেলাশাসকদের উদ্দেশ্য়ে তাঁর পরামর্শ, একে অন্যের সাফল্য দেখে শেখার চেষ্টা করুন ৷
তিনি জানান, একে অন্যকে সাহায্য করতে হবে ৷ কাজের অভিজ্ঞতা নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে ৷ একে অন্যের থেকে শিখতে হবে, তাহলেই ভাল প্রশাসন তৈরি করা যাবে ৷ সেখান থেকেই আরও ভাল কাজ করার প্রেরণা নিতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷
পাশাপাশি তাঁর মুখে এদিন শোনা গিয়েছে, দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও সংবিধানের সংস্কৃতির কথা ৷ যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কীভাবে কেন্দ্র, রাজ্য ও স্থানীয় প্রশাসন জড়িয়ে রয়েছে, তাও এদিন ব্যাখ্যা করেছেন মোদি ৷
পাশাপাশি তিনি জানিয়েছেন, যে জেলাগুলিতে ভাল কাজের প্রয়োজন ছিল, সেখানে গত চার বছরে জনধন অ্যাকাউন্ট তৈরি হয়েছে, প্রতিটি বাড়িতে শৌচালয় তৈরি হয়েছে ৷ গ্রামে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে ৷
এদিন জেলাশাসকদের কাছ থেকে অনেক তথ্যও নেন প্রধানমন্ত্রী (District Magistrates meets pm through video conference) ৷ কীভাবে সরকারি প্রকল্পগুলির কাজ চলছে, তাও জেলাশাসকদের কাছ থেকে জানতে চান তিনি ৷
আরও পড়ুন : Mamata As Main Opponent of Modi : মোদির বিরুদ্ধে মমতাই মুখ, তৃণমূলের হাতিয়ার এবার সমীক্ষা