ETV Bharat / bharat

PM Chairs Meeting: চড়ছে তাপমাত্রা, গরম নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী

পড়তে শুরু করেছে গরম ৷ প্রখর গ্রীষ্মে কীভাবে পরিস্থিতি মোকাবিলা ? গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী (Narendra Modi) ৷

ETV Bharat
নরেন্দ্র মোদি
author img

By

Published : Mar 6, 2023, 9:55 PM IST

নয়াদিল্লি, 6 মার্চ: শীত মিটতেই চড়তে শুরু করেছে থার্মোমিটারের পারদ ৷ বাড়ছে তাপমাত্রা ৷ এদেশে এখন আর সেভাবে বসন্ত ঋতুর দেখা মেলে না ৷ ফলে মার্চের শুরু থেকেই গরমের উষ্ণ ছোয়া মিলতে শুরু করেছে দেশের বিভিন্ন প্রান্তে ৷ তথ্য ও গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে, আর কয়েকদিন পরেই 40 ডিগ্রি পেরিয়ে যেতে পারে উষ্ণতার পারদ ৷ তার সঙ্গে রয়েছে দীর্ঘ তাপপ্রবাহের আশঙ্কাও ৷ এই যাবতীয় বিষয় মাথায় রেখে সোমবার গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi on hot weather conditions in summer) ৷

এদিনের উচ্চ-পর্যায়ের বৈঠকে দেশের আবহাওয়ার বর্তমান অবস্থা ও আগামিদিনে জলবায়ুর কী পরিবর্তন হতে পারে তা তুলে ধরা হয় প্রধানমন্ত্রীর সামনে ৷ কেন্দ্রীয় হাওয়া অফিস বা আইএমডি'র তরফ থেকে পাওয়া আবহাওয়ার পূর্বাভাস, বর্ষার পরিস্থিতি ও রবি শস্য চাষে আবহাওয়ার প্রভাব সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয় ৷

দেশে গরমের প্রকোপ বাড়লে অথবা তাপপ্রবাহ জনিত পরিস্থিতির সৃষ্টি হলে কী কী পদক্ষেপ করা প্রয়োজন তাও জানান হয় প্রধানমন্ত্রীকে ৷ জানা গিয়েছে, তীব্র গরমের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী চিকিৎসা ব্যবস্থা, বিপর্যয় মোকাবিলায় তৈরি থাকার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট সব পক্ষকে ৷ এইসময় যে বিভিন্ন জঙ্গল ও অরণ্যে দাবানলের পরিস্থিতির তৈরি হয় তাও মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi chairs meeting on weather) ৷

আরও পড়ুন: উষ্ণ হোলিতে শরীর ঠান্ডা রাখতে পান করুন এই জুস

তীব্র গরম পড়লে কী করা উচিত তা নিয়ে স্কুলে ও সাধারণ মানুষের মধ্যে প্রচার চালানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ এর জন্য আধুনিক প্রচার মাধ্যমকে হাতিয়ার করার পরামর্শ দেন তিনি ৷ এছাড়াও, সেচ, পনীয় জলের জোগান, খাদ্যের জোগান নিয়েও খোঁজ নেন প্রধানমন্ত্রী ৷ ফুড কর্পোরেশনকেও যেকোনও পরিস্থিতি মোকাবিলায় আগাম পরিকল্পনা করে এগনোর ও খাদ্য মজুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ টিভি, রেডিও ও এফএম আর মতো গণমাধ্যম ব্যবহার করে যাতে প্রত্যেকদিনের আবহাওয়া সংক্রান্ত খবর বেশি সংখ্যাক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেদিকেও নজর রাখতে বলেন তিনি ৷ হাসপাতালগুলিতে ফায়ার অডিটসও করাতে বলেছেন তিনি ৷

নয়াদিল্লি, 6 মার্চ: শীত মিটতেই চড়তে শুরু করেছে থার্মোমিটারের পারদ ৷ বাড়ছে তাপমাত্রা ৷ এদেশে এখন আর সেভাবে বসন্ত ঋতুর দেখা মেলে না ৷ ফলে মার্চের শুরু থেকেই গরমের উষ্ণ ছোয়া মিলতে শুরু করেছে দেশের বিভিন্ন প্রান্তে ৷ তথ্য ও গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে, আর কয়েকদিন পরেই 40 ডিগ্রি পেরিয়ে যেতে পারে উষ্ণতার পারদ ৷ তার সঙ্গে রয়েছে দীর্ঘ তাপপ্রবাহের আশঙ্কাও ৷ এই যাবতীয় বিষয় মাথায় রেখে সোমবার গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi on hot weather conditions in summer) ৷

এদিনের উচ্চ-পর্যায়ের বৈঠকে দেশের আবহাওয়ার বর্তমান অবস্থা ও আগামিদিনে জলবায়ুর কী পরিবর্তন হতে পারে তা তুলে ধরা হয় প্রধানমন্ত্রীর সামনে ৷ কেন্দ্রীয় হাওয়া অফিস বা আইএমডি'র তরফ থেকে পাওয়া আবহাওয়ার পূর্বাভাস, বর্ষার পরিস্থিতি ও রবি শস্য চাষে আবহাওয়ার প্রভাব সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয় ৷

দেশে গরমের প্রকোপ বাড়লে অথবা তাপপ্রবাহ জনিত পরিস্থিতির সৃষ্টি হলে কী কী পদক্ষেপ করা প্রয়োজন তাও জানান হয় প্রধানমন্ত্রীকে ৷ জানা গিয়েছে, তীব্র গরমের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী চিকিৎসা ব্যবস্থা, বিপর্যয় মোকাবিলায় তৈরি থাকার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট সব পক্ষকে ৷ এইসময় যে বিভিন্ন জঙ্গল ও অরণ্যে দাবানলের পরিস্থিতির তৈরি হয় তাও মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi chairs meeting on weather) ৷

আরও পড়ুন: উষ্ণ হোলিতে শরীর ঠান্ডা রাখতে পান করুন এই জুস

তীব্র গরম পড়লে কী করা উচিত তা নিয়ে স্কুলে ও সাধারণ মানুষের মধ্যে প্রচার চালানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ এর জন্য আধুনিক প্রচার মাধ্যমকে হাতিয়ার করার পরামর্শ দেন তিনি ৷ এছাড়াও, সেচ, পনীয় জলের জোগান, খাদ্যের জোগান নিয়েও খোঁজ নেন প্রধানমন্ত্রী ৷ ফুড কর্পোরেশনকেও যেকোনও পরিস্থিতি মোকাবিলায় আগাম পরিকল্পনা করে এগনোর ও খাদ্য মজুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ টিভি, রেডিও ও এফএম আর মতো গণমাধ্যম ব্যবহার করে যাতে প্রত্যেকদিনের আবহাওয়া সংক্রান্ত খবর বেশি সংখ্যাক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেদিকেও নজর রাখতে বলেন তিনি ৷ হাসপাতালগুলিতে ফায়ার অডিটসও করাতে বলেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.