নয়াদিল্লি, 27 মে: আজ নীতি আয়োগের অষ্টম পরিচালন পরিষদের সভা ৷ শনিবার নয়াদিল্লির প্রগতি ময়দানে নতুন কনভেনশন সেন্টারে এই বৈঠক হবে ৷ এবারের থিম 'বিকশিত ভারত @2047: রোল অফ টিম ইন্ডিয়া' ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীতি আয়োগের অষ্টম পরিচালন পরিষদের সভায় সভাপতিত্ব করবেন ৷ পদাধিকার বলে তিনি নীতি আয়োগের চেয়ারম্যান ৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়াল এই বৈঠকে যোগ দিচ্ছেন না ৷ যোগ দিচ্ছেন না পঞ্জাবের মুখ্য়মন্ত্রী ভগবন্ত মানও ।
2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাস্থ্য, দক্ষতা বিষয়ে উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন ৷ নীতি আয়োগের তরফে জানানো হয়েছে- আটটি উল্লেখযোগ্য থিম নিয়ে দিনভর বৈঠক হবে ৷ এগুলি- 2047 সালে বিকশিত ভারত, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপর জোর দেওয়া, পরিকাঠামো এবং বিনিয়োগ, নির্ভরতা কমানো, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য ও পুষ্টি, দক্ষতা উন্নয়ন, এবং এলাকার উন্নতির জন্য গতি শক্তির উন্নয়ন এবং সামাজিক পরিকাঠামো ৷
নীতি আয়োগ সূত্রে আরও জানা গিয়েছে, এই বৈঠকে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী, লেফটেন্যান্ট গভর্নর, নীতি আয়োগের সদস্য কেন্দ্রীয় মন্ত্রীরা এবং নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, অন্য সদস্যরা অংশগ্রহণ করবেন ৷ অষ্টম পরিচালন পর্ষদের বৈঠকের প্রস্তুতিতে এর আগে জানুয়ারিতে দ্বিতীয় প্রধান সচিবদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ৷
ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং সর্বাধিক জনবহুল দেশ ৷ ভারতের অর্থনৈতিক উন্নয়ন এমন একটি পর্যায়ে রয়েছে, যেখানে আগামী 25 বছরে বৃদ্ধি আরও বাড়বে ৷ 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা এই পরিচালন পর্ষদের লক্ষ্য ৷ এর জন্য একটি রোডম্যাপ তৈরিতে কেন্দ্র এবং রাজ্যগুলি টিম ইন্ডিয়া হিসাবে একসঙ্গে কাজ করতে পারে ৷
আরও পড়ুন: মমতার পথে হেঁটেই নীতি আয়োগের বৈঠক বয়কট কেজরিওয়ালের