নয়াদিল্লি, 1 মার্চ : আগামী 3 দিনে, বুখারেস্ট এবং বুদাপেস্ট ছাড়াও ভারতীয় নাগরিকদের নিয়ে আসার জন্য 26টি ফ্লাইট নির্ধারিত হয়েছে। পোল্যান্ড এবং স্লোভাকিয়া বিমানবন্দরগুলিও ব্যবহার করা হবে ৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছেন বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ৷
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে এবার বায়ুসেনার হাতে দায়িত্ব তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi asks Air Force to evacuate stranded Indians from Ukraine) ৷ এর মঙ্গলবার ওই সূত্রের তরফে দাবি করা হয়েছে যে অপারেশন গঙ্গায় (Operation Ganga) এবার ব্যবহার করা হবে বায়ুসেনার সি-17 বিমানগুলি (IAF C-17 Aircrafts) ৷
গত কয়েকদিন ধরে ক্রমশ ইউক্রেনের পরিস্থিতি খারাপ হচ্ছে ৷ রাশিয়ার আক্রমণের জেরে সেই দেশ ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন সকলে ৷ সেখানে আটকে পড়েছেন অনেক ভারতীয় (Indians Stranded in Ukraine) ৷ তাঁদের মধ্যে বেশিরভাগই ডাক্তারি পড়ুয়া ৷
শুরুর দিকে তাঁদের অনেকে ব্যক্তিগত উদ্যোগে ফিরেছেন ৷ তার পর ভারত সরকার তাঁদের ফেরানোর ব্যবস্থা শুরু করে ৷ বারবার বিভিন্ন নির্দেশিকা দিয়ে ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস আটকে পড়া ভারতীয়দের ওই দেশের পশ্চিমপ্রান্তে আসার কথা বলেছে ৷ সেখান থেকেই সীমান্তে পার করিয়ে ভারতে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে ৷
-
Over the next 3 days, 26 flights have been scheduled to bring out Indian citizens apart from Bucharest and Budapest. Airports in Poland and Slovak Republic will also be used: Foreign Secretary Harsh Vardhan Shringla#OperationGanga pic.twitter.com/ctb25bLxKB
— ANI (@ANI) March 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Over the next 3 days, 26 flights have been scheduled to bring out Indian citizens apart from Bucharest and Budapest. Airports in Poland and Slovak Republic will also be used: Foreign Secretary Harsh Vardhan Shringla#OperationGanga pic.twitter.com/ctb25bLxKB
— ANI (@ANI) March 1, 2022Over the next 3 days, 26 flights have been scheduled to bring out Indian citizens apart from Bucharest and Budapest. Airports in Poland and Slovak Republic will also be used: Foreign Secretary Harsh Vardhan Shringla#OperationGanga pic.twitter.com/ctb25bLxKB
— ANI (@ANI) March 1, 2022
ইতিমধ্যে মোদি সরকারের (Modi Government) চারমন্ত্রী ইউক্রেনের পশ্চিম-প্রতিবেশী চার দেশের সীমান্তের উদ্দেশে রওনা দিয়েছেন ৷ তাঁরা সেখানে সম্পূর্ণ ব্যবস্থাপনা দেখবেন ৷ তার পর উদ্ধার হওয়া ভারতীয়দের দেশের উদ্দেশে পাঠিয়ে দেবেন ৷
এতদিন সেই প্রক্রিয়া বেসরকারি উড়ান ব্যবস্থার মাধ্যমেই হচ্ছিল ৷ এবার সরাসরি বায়ুসেনার বিমান ব্যবহারের সিদ্ধান্ত মোদি সরকার নিয়েছে বলে খবর ৷ বায়ুসেনার তরফে ইতিমধ্যেই বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে তারা ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে প্রস্তুত ৷
যে বিমানটি ব্যবহার করা হবে বলে শোনা যাচ্ছে, সেখানে একসঙ্গে 300 জন বহন করা সম্ভব ৷ সূত্রের খবর ওই বিমান ব্যবহার করে ইউক্রেনে প্রয়োজনীয় সাহায্যও দেওয়া যেতে পারে ৷ সেই বিষয়টিও নয়াদিল্লি খতিয়ে দেখছে ৷
আরও পড়ুন : IAF on Ukraine Evacuation : আজই কিভ ছাড়ার বার্তা বিদেশ মন্ত্রকের, ভারতীয়দের ফেরাতে ইউক্রেন যাচ্ছে বায়ুসেনা