ETV Bharat / bharat

PM Modi in Cairo: 26 বছরে তিনিই প্রথম, নীল নদের দেশে পা রাখলেন প্রধানমন্ত্রী মোদি - চারদিনের আমেরিকা সফর শেষে মিশরের

চারদিনের আমেরিকা সফর শেষে মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার কায়রোয় পৌঁছেছেন নরেন্দ্র মোদি।

Etv Bharat
ভারতের প্রধানমন্ত্রী মোদি
author img

By

Published : Jun 24, 2023, 7:08 PM IST

Updated : Jun 24, 2023, 9:06 PM IST

নীলনদের দেশে পা রাখলেন প্রধানমন্ত্রী

কায়রো, 24 জুন: 26 বছরের মধ্যে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে মিশরে গেলেন ৷ শনিবার ভারতীয় সময় সন্ধ্যা ছ'টা নাগাদ কায়রো বিমানবন্দরে অবতরণ করে নরেন্দ্র মোদির বিমান ৷ কায়রো বিমানবন্দরে সে দেশের প্রধানমন্ত্রী মোস্তফা মদবৌলি উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ বিমানবন্দরেই ভারতের প্রধানমন্ত্রীকে 'গার্ড অফ অনার' দেওয়া হয় ৷

চারদিনের আমেরিকা সফর শেষে মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার নীলনদের দেশে পৌঁছেছেন নরেন্দ্র মোদি। কায়রো পৌঁছে মিশরের রাষ্ট্রপ্রধানকে আলিঙ্গন করতে দেখা যায় মোদিকে ৷ বিমানের ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন মিশরের প্রধানমন্ত্রী। বিমান থেকে নেমেই তাঁকে আলিঙ্গন করেন ভারতের প্রধানমন্ত্রী ৷ বিদেশ মন্ত্রক সূত্রে খবর, রবিবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে দেখা করবেন মোদি।

অন্যদিকে, কায়রোর যে হোটেলে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী সেখানে প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রী মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানায় ৷ পাশাপাশি গোটা হোটেলে মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহর ভারত সফরের ছবিও প্রদর্শিত করা হয়েছে ৷ কায়রোর রিটজ কার্লটনে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাতে ভারতীয় সম্প্রদায়ের মধ্যে চরম উৎসাহ দেখা যায় ৷ সেইসঙ্গে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিশরে তাঁর প্রথম রাষ্ট্রীয় সফরে ভারতের দাউদি বোহরা সম্প্রদায়ের সহায়তায় পুনরুদ্ধার করা কায়রোর ঐতিহাসিক আল-হাকিম মসজিদ পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করলেন মেরি মিলবেন, গাইলেন 'ওম জয় জগদীশ হরে'

রবিবার মসজিদে মোদির সফর ভারতের জন্য বিশেষ তাৎপর্য বহন করে বলে মনে করছে ওয়াকিবহল মহল। ভারতের দাউদি বোহরা সম্প্রদায়ের সহায়তায় মসজিদটি ফের সংস্কার করা হয়েছে ৷ মিশরীয় সরকারের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ সংস্কারের কাজ প্রায় তিন মাস আগে সম্পন্ন হয়েছে। মিশরে ভারতের রাষ্ট্রদূত অজিত গুপ্ত বলেছেন, "আমাদের প্রধানমন্ত্রী ঐতিহাসিক আল-হাকিম মসজিদটিও পরিদর্শন করবেন যা 11 শতকে নির্মিত হয়েছিল যখন ফাতেমীয় রাজবংশ মিশরে শাসন করছিল।" সেইসঙ্গে, তিনি দাবি করেছেন, ভারতে বোহরা সম্প্রদায় 1970 সাল থেকে মসজিদটি রক্ষণাবেক্ষণ করে আসছে ৷

নীলনদের দেশে পা রাখলেন প্রধানমন্ত্রী

কায়রো, 24 জুন: 26 বছরের মধ্যে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে মিশরে গেলেন ৷ শনিবার ভারতীয় সময় সন্ধ্যা ছ'টা নাগাদ কায়রো বিমানবন্দরে অবতরণ করে নরেন্দ্র মোদির বিমান ৷ কায়রো বিমানবন্দরে সে দেশের প্রধানমন্ত্রী মোস্তফা মদবৌলি উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ বিমানবন্দরেই ভারতের প্রধানমন্ত্রীকে 'গার্ড অফ অনার' দেওয়া হয় ৷

চারদিনের আমেরিকা সফর শেষে মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার নীলনদের দেশে পৌঁছেছেন নরেন্দ্র মোদি। কায়রো পৌঁছে মিশরের রাষ্ট্রপ্রধানকে আলিঙ্গন করতে দেখা যায় মোদিকে ৷ বিমানের ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন মিশরের প্রধানমন্ত্রী। বিমান থেকে নেমেই তাঁকে আলিঙ্গন করেন ভারতের প্রধানমন্ত্রী ৷ বিদেশ মন্ত্রক সূত্রে খবর, রবিবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে দেখা করবেন মোদি।

অন্যদিকে, কায়রোর যে হোটেলে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী সেখানে প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রী মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানায় ৷ পাশাপাশি গোটা হোটেলে মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহর ভারত সফরের ছবিও প্রদর্শিত করা হয়েছে ৷ কায়রোর রিটজ কার্লটনে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাতে ভারতীয় সম্প্রদায়ের মধ্যে চরম উৎসাহ দেখা যায় ৷ সেইসঙ্গে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিশরে তাঁর প্রথম রাষ্ট্রীয় সফরে ভারতের দাউদি বোহরা সম্প্রদায়ের সহায়তায় পুনরুদ্ধার করা কায়রোর ঐতিহাসিক আল-হাকিম মসজিদ পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করলেন মেরি মিলবেন, গাইলেন 'ওম জয় জগদীশ হরে'

রবিবার মসজিদে মোদির সফর ভারতের জন্য বিশেষ তাৎপর্য বহন করে বলে মনে করছে ওয়াকিবহল মহল। ভারতের দাউদি বোহরা সম্প্রদায়ের সহায়তায় মসজিদটি ফের সংস্কার করা হয়েছে ৷ মিশরীয় সরকারের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ সংস্কারের কাজ প্রায় তিন মাস আগে সম্পন্ন হয়েছে। মিশরে ভারতের রাষ্ট্রদূত অজিত গুপ্ত বলেছেন, "আমাদের প্রধানমন্ত্রী ঐতিহাসিক আল-হাকিম মসজিদটিও পরিদর্শন করবেন যা 11 শতকে নির্মিত হয়েছিল যখন ফাতেমীয় রাজবংশ মিশরে শাসন করছিল।" সেইসঙ্গে, তিনি দাবি করেছেন, ভারতে বোহরা সম্প্রদায় 1970 সাল থেকে মসজিদটি রক্ষণাবেক্ষণ করে আসছে ৷

Last Updated : Jun 24, 2023, 9:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.