ETV Bharat / bharat

Modi Shah pay tribute to Netaji: নেতাজির 125তম জন্মদিনে পালিত পরাক্রম দিবস, শ্রদ্ধা মোদি-শাহের - Parakram Diwas 2022

নেতাজির 125তম জন্মদিনে দেশজুড়ে পালিত হচ্ছে পরাক্রম দিবস (125th Birth Anniversary of Netaji Subhas Chandra Bose) ৷ নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

PM Modi Amit Shah pay tribute to Netaji Subhas Chandra Bose on his 125th Birth Anniversary
নেতাজির 125তম জন্মতিথিতে পালিত পরাক্রম দিবস, শ্রদ্ধা মোদির-শাহের
author img

By

Published : Jan 23, 2022, 9:47 AM IST

Updated : Jan 23, 2022, 10:54 AM IST

নয়াদিল্লি, 23 জানুয়ারি: নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তীতে (125th Birth Anniversary of Netaji Subhas Chandra Bose) তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi Shah pay tribute to Netaji)৷ তাঁর মতে, দেশের জন্য নেতাজির যা অবদান, তাতে প্রত্যেক ভারতীয় গর্বিত ৷ সুভাষচন্দ্র বসুর জন্মতিথিতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ৷ এই দিনটিকে পরাক্রম দিবস (Parakram Diwas 2022) হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়ায় নমোকে কুর্নিশ জানালেন তিনি ৷

রবিবার সাতসকালে টুইটে নেতাজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী (PM Modi pays tribute to Netaji Subhas Chandra Bose)৷ নেতাজির মূর্তিতে তাঁর ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর একটি ছবি পোস্ট করে মোদি হিন্দিতে লেখেন, "সব দেশবাসীকে পরাক্রম দিবসে প্রচুর শুভকামনা ৷ নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জয়ন্তীতে তাঁর প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি ৷" এ ছাড়াও ইংরেজিতে তিনি লিখেছেন, "নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে তাঁকে প্রণাম জানাই ৷ আমাদের দেশের প্রতি তাঁর বিরাট স্তম্ভের মতো অবদানের জন্য প্রত্যেক ভারতীয় গর্বিত ৷"

  • सभी देशवासियों को पराक्रम दिवस की ढेरों शुभकामनाएं।

    नेताजी सुभाष चंद्र बोस की 125वीं जयंती पर उन्हें मेरी आदरपूर्ण श्रद्धांजलि।

    I bow to Netaji Subhas Chandra Bose on his Jayanti. Every Indian is proud of his monumental contribution to our nation. pic.twitter.com/Ska0u301Nv

    — Narendra Modi (@narendramodi) January 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Netaji Birth Anniversary : ‘দেশনায়ক দিবস’-কে ফের জাতীয় ছুটি ঘোষণার দাবি মমতার

নেতাজিকে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah pays tribute to Netaji Subhas Chandra Bose) ৷ তিনিও নেতাজিকে তাঁর শ্রদ্ধা জানানোর একটি ছবি টুইটারে পোস্ট করে হিন্দিতে লিখেছেন, "স্বাধীনতার মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে তাঁর জন্মবার্ষিকীতে প্রণাম জানাই । তিনি তাঁর অসাধারণ দেশপ্রেম, অদম্য সাহসিকতা ও অত্যাশ্চর্য বক্তৃতা দিয়ে তরুণদের সংগঠিত করে বিদেশি শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন । মাতৃভূমির জন্য তাঁর অনন্য ত্যাগ, দৃঢ়তা ও সংগ্রাম দেশকে সবসময় পথ দেখাবে ।"

  • आजादी के महानायक नेताजी सुभाष चन्द्र बोस की जयंती पर उन्हें कोटिशः नमन करता हूँ।

    उन्होंने अपने असाधारण देशप्रेम, अदम्य साहस व तेजस्वी वाणी से युवाओं को संगठित कर विदेशी शासन की नींव हिला दी।

    मातृभूमि के लिए उनका अद्वितीय त्याग, तप व संघर्ष सदैव देश का मार्गदर्शन करता रहेगा। pic.twitter.com/cTepfFE6pN

    — Amit Shah (@AmitShah) January 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই দিনটাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরাক্রম দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়ায় সাধুবাদ জানিয়েছেন শাহ ৷ তিনি লিখেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের স্বাধীনতায় নেতাজির অতুলনীয় অবদানকে চিরস্মরণীয় করে রাখতে সারা দেশে তাঁর জন্মবার্ষিকীকে 'পরাক্রম দিবস' হিসেবে পালনের অভিনব কাজ করেছেন । এটি নেতাজির গতিশীল চিন্তাভাবনা এবং আদর্শকে আগামী প্রজন্মের মধ্যে পৌঁছে দিতে সাহায্য করবে ।"

  • प्रधानमंत्री @narendramodi जी ने भारत की स्वतंत्रता में नेताजी के अतुलनीय योगदान को चिरस्मरणीय बनाए रखने हेतु उनकी जयंती को देशभर में ‘पराक्रम दिवस’ के रूप में मनाने का अभिनव कार्य किया है।

    यह आने वाली पीढ़ियों में नेताजी के ओजस्वी विचारों व आदर्शों को सींचने का काम करेगा।

    — Amit Shah (@AmitShah) January 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Modi to unveil Netaji Statue at India Gate : ইন্ডিয়া গেটে বসছে নেতাজির মূর্তি, 23 জানুয়ারি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজই ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গত শুক্রবার প্রধানমন্ত্রী টুইটে লেখেন, "সারা দেশ যখন নেতাজি সুভাষ চন্দ্র বোসের 125 তম জন্মজয়ন্তী পালন করছে, তখন এটা ঘোষণা করতে পেরে আমি আনন্দিত যে, গ্রানাইট পাথরের তৈরি তাঁর একটি মূর্তি বসানো হবে ইন্ডিয়া গেটে ৷ ভারত যে তাঁর কতটা ঋণী, তার প্রতীক হিসেবে থাকবে ওই মূর্তি ৷" যতদিন না ওই মূর্তি তৈরি হচ্ছে, ততদিন একটা হলোগ্রাম মূর্তি সেখানে বসানো হবে বলে জানান তিনি ৷

নয়াদিল্লি, 23 জানুয়ারি: নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তীতে (125th Birth Anniversary of Netaji Subhas Chandra Bose) তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi Shah pay tribute to Netaji)৷ তাঁর মতে, দেশের জন্য নেতাজির যা অবদান, তাতে প্রত্যেক ভারতীয় গর্বিত ৷ সুভাষচন্দ্র বসুর জন্মতিথিতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ৷ এই দিনটিকে পরাক্রম দিবস (Parakram Diwas 2022) হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়ায় নমোকে কুর্নিশ জানালেন তিনি ৷

রবিবার সাতসকালে টুইটে নেতাজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী (PM Modi pays tribute to Netaji Subhas Chandra Bose)৷ নেতাজির মূর্তিতে তাঁর ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর একটি ছবি পোস্ট করে মোদি হিন্দিতে লেখেন, "সব দেশবাসীকে পরাক্রম দিবসে প্রচুর শুভকামনা ৷ নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জয়ন্তীতে তাঁর প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি ৷" এ ছাড়াও ইংরেজিতে তিনি লিখেছেন, "নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে তাঁকে প্রণাম জানাই ৷ আমাদের দেশের প্রতি তাঁর বিরাট স্তম্ভের মতো অবদানের জন্য প্রত্যেক ভারতীয় গর্বিত ৷"

  • सभी देशवासियों को पराक्रम दिवस की ढेरों शुभकामनाएं।

    नेताजी सुभाष चंद्र बोस की 125वीं जयंती पर उन्हें मेरी आदरपूर्ण श्रद्धांजलि।

    I bow to Netaji Subhas Chandra Bose on his Jayanti. Every Indian is proud of his monumental contribution to our nation. pic.twitter.com/Ska0u301Nv

    — Narendra Modi (@narendramodi) January 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Netaji Birth Anniversary : ‘দেশনায়ক দিবস’-কে ফের জাতীয় ছুটি ঘোষণার দাবি মমতার

নেতাজিকে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah pays tribute to Netaji Subhas Chandra Bose) ৷ তিনিও নেতাজিকে তাঁর শ্রদ্ধা জানানোর একটি ছবি টুইটারে পোস্ট করে হিন্দিতে লিখেছেন, "স্বাধীনতার মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে তাঁর জন্মবার্ষিকীতে প্রণাম জানাই । তিনি তাঁর অসাধারণ দেশপ্রেম, অদম্য সাহসিকতা ও অত্যাশ্চর্য বক্তৃতা দিয়ে তরুণদের সংগঠিত করে বিদেশি শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন । মাতৃভূমির জন্য তাঁর অনন্য ত্যাগ, দৃঢ়তা ও সংগ্রাম দেশকে সবসময় পথ দেখাবে ।"

  • आजादी के महानायक नेताजी सुभाष चन्द्र बोस की जयंती पर उन्हें कोटिशः नमन करता हूँ।

    उन्होंने अपने असाधारण देशप्रेम, अदम्य साहस व तेजस्वी वाणी से युवाओं को संगठित कर विदेशी शासन की नींव हिला दी।

    मातृभूमि के लिए उनका अद्वितीय त्याग, तप व संघर्ष सदैव देश का मार्गदर्शन करता रहेगा। pic.twitter.com/cTepfFE6pN

    — Amit Shah (@AmitShah) January 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই দিনটাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরাক্রম দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়ায় সাধুবাদ জানিয়েছেন শাহ ৷ তিনি লিখেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের স্বাধীনতায় নেতাজির অতুলনীয় অবদানকে চিরস্মরণীয় করে রাখতে সারা দেশে তাঁর জন্মবার্ষিকীকে 'পরাক্রম দিবস' হিসেবে পালনের অভিনব কাজ করেছেন । এটি নেতাজির গতিশীল চিন্তাভাবনা এবং আদর্শকে আগামী প্রজন্মের মধ্যে পৌঁছে দিতে সাহায্য করবে ।"

  • प्रधानमंत्री @narendramodi जी ने भारत की स्वतंत्रता में नेताजी के अतुलनीय योगदान को चिरस्मरणीय बनाए रखने हेतु उनकी जयंती को देशभर में ‘पराक्रम दिवस’ के रूप में मनाने का अभिनव कार्य किया है।

    यह आने वाली पीढ़ियों में नेताजी के ओजस्वी विचारों व आदर्शों को सींचने का काम करेगा।

    — Amit Shah (@AmitShah) January 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Modi to unveil Netaji Statue at India Gate : ইন্ডিয়া গেটে বসছে নেতাজির মূর্তি, 23 জানুয়ারি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজই ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গত শুক্রবার প্রধানমন্ত্রী টুইটে লেখেন, "সারা দেশ যখন নেতাজি সুভাষ চন্দ্র বোসের 125 তম জন্মজয়ন্তী পালন করছে, তখন এটা ঘোষণা করতে পেরে আমি আনন্দিত যে, গ্রানাইট পাথরের তৈরি তাঁর একটি মূর্তি বসানো হবে ইন্ডিয়া গেটে ৷ ভারত যে তাঁর কতটা ঋণী, তার প্রতীক হিসেবে থাকবে ওই মূর্তি ৷" যতদিন না ওই মূর্তি তৈরি হচ্ছে, ততদিন একটা হলোগ্রাম মূর্তি সেখানে বসানো হবে বলে জানান তিনি ৷

Last Updated : Jan 23, 2022, 10:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.