ETV Bharat / bharat

Narendra Modi Addresses Matua Programme : রাজনৈতিক হিংসা সমর্থনযোগ্য নয়, মতুয়া ধর্ম মহামেলাতেও পরোক্ষে রাজ্যকে কটাক্ষ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন ঠাকুরনগরে মতুয়াদের ধর্ম মহামেলায় ভার্চুয়ালি ভাষণ দেন (PM modi addresses matua dharma maha mela) ৷

PM modi in matua programme
রাজনীতির কারণে হিংসা সমর্থনযোগ্য নয়, প্রতিবাদ করুন, বার্তা প্রধানমন্ত্রীর
author img

By

Published : Mar 29, 2022, 10:06 PM IST

নয়াদিল্লি, 29 মার্চ : বগটুই গণহত্যা কাণ্ডের কথা সরাসরি উল্লেখ না করেও হিংসার ঘটনা নিয়ে মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi gives message against political violence) ৷ এদিন মতুয়া ধর্ম মহামেলা অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "রাজনীতির কারণে যদি হিংসার ঘটনা ঘটে, ভয় দেখানো হয় তবে তা কখনওই কাম্য নয় ৷ এই ধরণের ঘটনা গণতান্ত্রিক অধিকার হরণের সামিল ৷ রাজনৈতিক বিরোধিতার কারণে যদি হিংসা নেমে আসে, কাউকে আক্রমণ করা হয় তবে তা সংসদীয় গণতান্ত্রিক রীতির পরিপন্থী ৷ হিংসা ও অরজকতার বিরোধিতা করুন ৷ এরকম মানসিকতার বিরোধিতা করুন ৷ অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন ৷" এই মন্তব্যের মাধ্যমে মোদি ঘুরিয়ে রাজ্যকে কটাক্ষ করলেন বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷

প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘‘দেশের উন্নয়নে, দেশকে সংঘবদ্ধ রাখতে মতুয়াদের বড় ভূমিকা আছে ’’৷ এপ্রসঙ্গে তিনি হরিচাঁদ ঠাকুর, ঠাকুরবাড়ির বড়মাকে স্মরণ করেন ৷ মতুয়াদের আদর্শের কথা তুলে ধরে তিনি বলেন, "অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন ৷ সংবিধান মেনে দেশের প্রতি নিজেদের কর্তব্য পালন করা উচিত আমাদের ৷ সংবিধান আমাদের অধিকার দিয়েছে, তা মেনেই আমাদের নিজেদের দায়িত্ব পালন করতে হবে ৷ স্বার্থের জন্য খুন খারাপি, সমাজে ভেদাভেদ তৈরির চেষ্টা হচ্ছে ৷ এর বিরোধিতা করতে হবে আমাদের ৷"

আরও পড়ুন : অবিজেপি নেতৃত্বকে মমতার চিঠি নিয়ে তোপ শমীকের

মতুয়াদের এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছেন বলে জানান প্রধানমন্ত্রী ৷ স্মরণ করেন গতবছর তাঁর বাংলাদেশের ওড়াকান্দি সফরের কথা ৷ বলেন, "ঠাকুরবাড়ি সবসময় আমায় স্নেহ দিয়েছে, আপন করে নিয়েছে ৷" মতুয়া সম্প্রদায়ের উন্নয়নে কেন্দ্র পদক্ষেপ করেছে বলেও এদিন দাবি করেন প্রধানমন্ত্রী ৷

নয়াদিল্লি, 29 মার্চ : বগটুই গণহত্যা কাণ্ডের কথা সরাসরি উল্লেখ না করেও হিংসার ঘটনা নিয়ে মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi gives message against political violence) ৷ এদিন মতুয়া ধর্ম মহামেলা অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "রাজনীতির কারণে যদি হিংসার ঘটনা ঘটে, ভয় দেখানো হয় তবে তা কখনওই কাম্য নয় ৷ এই ধরণের ঘটনা গণতান্ত্রিক অধিকার হরণের সামিল ৷ রাজনৈতিক বিরোধিতার কারণে যদি হিংসা নেমে আসে, কাউকে আক্রমণ করা হয় তবে তা সংসদীয় গণতান্ত্রিক রীতির পরিপন্থী ৷ হিংসা ও অরজকতার বিরোধিতা করুন ৷ এরকম মানসিকতার বিরোধিতা করুন ৷ অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন ৷" এই মন্তব্যের মাধ্যমে মোদি ঘুরিয়ে রাজ্যকে কটাক্ষ করলেন বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷

প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘‘দেশের উন্নয়নে, দেশকে সংঘবদ্ধ রাখতে মতুয়াদের বড় ভূমিকা আছে ’’৷ এপ্রসঙ্গে তিনি হরিচাঁদ ঠাকুর, ঠাকুরবাড়ির বড়মাকে স্মরণ করেন ৷ মতুয়াদের আদর্শের কথা তুলে ধরে তিনি বলেন, "অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন ৷ সংবিধান মেনে দেশের প্রতি নিজেদের কর্তব্য পালন করা উচিত আমাদের ৷ সংবিধান আমাদের অধিকার দিয়েছে, তা মেনেই আমাদের নিজেদের দায়িত্ব পালন করতে হবে ৷ স্বার্থের জন্য খুন খারাপি, সমাজে ভেদাভেদ তৈরির চেষ্টা হচ্ছে ৷ এর বিরোধিতা করতে হবে আমাদের ৷"

আরও পড়ুন : অবিজেপি নেতৃত্বকে মমতার চিঠি নিয়ে তোপ শমীকের

মতুয়াদের এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছেন বলে জানান প্রধানমন্ত্রী ৷ স্মরণ করেন গতবছর তাঁর বাংলাদেশের ওড়াকান্দি সফরের কথা ৷ বলেন, "ঠাকুরবাড়ি সবসময় আমায় স্নেহ দিয়েছে, আপন করে নিয়েছে ৷" মতুয়া সম্প্রদায়ের উন্নয়নে কেন্দ্র পদক্ষেপ করেছে বলেও এদিন দাবি করেন প্রধানমন্ত্রী ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.