কেভাদিয়া (গুজরাত), 31 অক্টোবর: যারা তুষ্টিকরণের রাজনীতি করেন তারা সন্ত্রাসবাদ ও এর ভয়াবহতা-ধ্বংসলীলা চোখে দেখেন না ৷ নাম না করে বিরোধীদের কটাক্ষ করে মঙ্গলবার এই ভাষাতেই সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন দেশের প্রথম উপ-প্রধানমন্ত্রী সর্দার বল্লবভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে স্ট্যাচু অফ ইউনিটিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ৷
এদিনের অনুষ্ঠানে নরেন্দ্র মোদি জানান, যারা তুষ্টিকরণের রাজনীতি করে তারা জঙ্গি ও সন্ত্রাসবাদীদের পাশে দাঁড়াতে দ্বিধাবোধ করেন না ৷ এরা মানবতার শত্রু ৷ কিছু বিভেদমূলক রাজনীতির কারণেই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে ৷ দেশের উন্নয়নের পথে এই তুষ্টিকরণের রাজনীতিই সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ৷ নিজের শাসনকালের প্রশংসা করে প্রধানমন্ত্রী এদিন দাবি করেন, দেশের নিরাপত্তা বাহিনীর ত্যাগের কারণে গত 9 বছরে দেশের শত্রুরা দেশবিরোধী কোনও কার্যকলাপ করতে পারেনি ৷ আগামী 25 বছর দেশের সামনে চ্যালেঞ্জের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ এই সময়ের মধ্যেই দেশ সমৃদ্ধশালী ও উন্নত দেশ হয়ে উঠবে বলে তিনি জানান ৷
আরও পড়ুন: ইন্দিরা গান্ধির রাজনৈতিক প্রত্যাবর্তনের টার্নিং পয়েন্ট ঐতিহাসিক বেলছি সফর
প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, "তুষ্টিকরণের মানসিকতা খুব বিপজ্জনক এবং এই ধরণের চিন্তাধারা দেশের উপকারে আসে না ৷ দেশে এমনকিছু রাজনৈতিক শ্রেণির মানুষ আছেন যাঁরা ভালো রাজনীতি করেন না ৷ এরা শুধু নিজেদের স্বার্থ নিয়ে ভাবেন, নিজেদের স্বার্থে এরা দেশের একতাতে আঘাত হানতেও দ্বিধাবোধ করেন না ৷" তারা মতে দেশের উন্নয়ন ও একতার পথে কোনও বাধা সৃষ্টি করা উচিত নয় ৷ প্রধানমন্ত্রীর দাবি, বিশ্ব এখন ভারত ও ভারতের উন্নয়নের দিকে তাকিয়ে আছে ৷ নতুন নতুন মাইলফলক বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশকে নয়া উচ্চতায় পৌঁছে দিচ্ছে ৷ কোভিড নিয়ন্ত্রণে ও মুদ্রাস্ফীতি রোধে ভারত অন্যান্য দেশের তুলনায় ভালো কাজ করেছে বলে দাবি প্রধানমন্ত্রীর ৷