ETV Bharat / bharat

ভোটমুখী কেরালায় পর্যটনে গুরুত্ব মোদির, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন - পর্যটন

চলতি বছরই ভোট কেরালায়৷ রবিবার রাজ্য়ে এসে একটি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী৷ রাজ্য় তথা দেশের উন্নয়নের স্বার্থে কেরালার পর্যটনে গুরুত্ব আরোপ করেন নরেন্দ্র মোদি৷ উদ্বোধন করেন নানা প্রকল্পের৷

PM Launches Projects In Kerala, Focusses On Tourism, Ahead Of Election
ভোটমুখী কেরালায় পর্যটনে গুরুত্ব মোদির, একের পর এক প্রকল্পের উদ্বোধন
author img

By

Published : Feb 14, 2021, 9:24 PM IST

তিরুবনন্তপুরম, 14 ফেব্রুয়ারি: ভোটের বাজারে ব্য়স্ততা বেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ ভোটমুখী রাজ্য়গুলির মন পেতে দেশের এক প্রান্ত থেকে অন্য় প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তিনি৷ রবিবারও দক্ষিণের দুই ভোটমুখী রাজ্য় তামিলনাড়ু ও কেরালায় কর্মসূচি সারেন নরেন্দ্র মোদি৷ তামিলনাড়ুর চেন্নাইয়ের মঞ্চ থেকে কৃষকস্তূতির পর পৌঁছে যান কেরালায়৷ সেখানেও একের পর প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷ তামিলনাড়ুতে তাঁর নজর মূলত কৃষক ও মৎস্যজীবীদের উপর থাকলেও কেরালায় প্রধানমন্ত্রী জোর দেন পর্যটন শিল্পের উপর৷

ব্য়াক ওয়াটার আর নারেকেলের বাগানে ঘেরা কেরালা বরাবরই পছন্দ পর্যটকদের৷ দেশি থেকে বিদেশি, সকলেরই পছন্দের হলিডে ডেস্টিনেশন দক্ষিণ ভারতের এই রাজ্য়৷ এ বছর ভোট হবে সেখানেও৷ তাই ভোটের আগে সেই পর্যটনকেই পাখির চোখ করলেন প্রধানমন্ত্রী৷ এদিন কেরালার কোচিতে 6 হাজার কোটি টাকার পেট্রোকেমিক্য়াল কমপ্লেক্স প্রকল্পের উদ্বোধন করেন মোদি৷ একইসঙ্গে উইলিংডন দ্বীপের জন্য জলপথে রো রো পরিষেবারও উদ্বোধন করেন৷ তাঁর বিশ্বাস, এই দু’টি প্রকল্পেই আগামী দিনে প্রচুর কর্মসংস্থান হবে৷ এছাড়াও, কোচি পোর্ট ট্রাস্টের আওতাধীন আন্তর্জাতিক ক্রুজ বন্দর এবং মেরিন ইঞ্জিনিয়ারদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্রেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷

এদিনের ভাষণে মোদি জানান, এতদিন অ্য়াক্রেলিক অ্য়াসিড, অক্সো-অ্য়ালকোহল এবং অ্য়াক্রিলেটসের মতো পণ্য বিদেশ থেকে আমদানি করতে হত ভারতকে৷ যার জন্য প্রচুর বিদেশি মুদ্রা খরচ করতে হত৷ কিন্তু আগামী দিনে ভারত পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাই এসব উৎপাদন করবে৷ কোচিতে সংস্থার যে সংশোধনাগার আছে, তার কাছেই গড়ে উঠবে নতুন প্রকল্প৷ এতে সরকারের খরচ যেমন কমবে, তেমনই বাড়বে স্থানীয়দের কাজের সুযোগও৷

আরও পড়ুন: অমিত-মোদি-নাড্ডা ; সাতদিনের ব্যবধানে বাংলায় বিজেপির ত্রয়ী

এছাড়া, বলগ্য়াটি ও উইলিংডন দ্বীপের মধ্যে 3 নম্বর জাতীয় জলপথে যে নতুন দু’টি রো রো জলযান চলবে, সেগুলির এক-একটা 20 ফুটের ছ’টি ট্রাক, 20 ফুটের তিনটি ট্রেলার এবং 40 ফুটের তিনটি ট্রেলার-সহ 30 জন করে যাত্রী পরিবহণেও সক্ষম বলে জানান প্রধানমন্ত্রী৷

এদিন কোচির নিকটবর্তী আম্বালামেডুর এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কেরালার রাজ্যপাল অরিফ মহম্মদ খান, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, মনসুখ এল মাণ্ডব্য়, ভি মুরলীধরন-সহ অন্যরা৷

তিরুবনন্তপুরম, 14 ফেব্রুয়ারি: ভোটের বাজারে ব্য়স্ততা বেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ ভোটমুখী রাজ্য়গুলির মন পেতে দেশের এক প্রান্ত থেকে অন্য় প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তিনি৷ রবিবারও দক্ষিণের দুই ভোটমুখী রাজ্য় তামিলনাড়ু ও কেরালায় কর্মসূচি সারেন নরেন্দ্র মোদি৷ তামিলনাড়ুর চেন্নাইয়ের মঞ্চ থেকে কৃষকস্তূতির পর পৌঁছে যান কেরালায়৷ সেখানেও একের পর প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷ তামিলনাড়ুতে তাঁর নজর মূলত কৃষক ও মৎস্যজীবীদের উপর থাকলেও কেরালায় প্রধানমন্ত্রী জোর দেন পর্যটন শিল্পের উপর৷

ব্য়াক ওয়াটার আর নারেকেলের বাগানে ঘেরা কেরালা বরাবরই পছন্দ পর্যটকদের৷ দেশি থেকে বিদেশি, সকলেরই পছন্দের হলিডে ডেস্টিনেশন দক্ষিণ ভারতের এই রাজ্য়৷ এ বছর ভোট হবে সেখানেও৷ তাই ভোটের আগে সেই পর্যটনকেই পাখির চোখ করলেন প্রধানমন্ত্রী৷ এদিন কেরালার কোচিতে 6 হাজার কোটি টাকার পেট্রোকেমিক্য়াল কমপ্লেক্স প্রকল্পের উদ্বোধন করেন মোদি৷ একইসঙ্গে উইলিংডন দ্বীপের জন্য জলপথে রো রো পরিষেবারও উদ্বোধন করেন৷ তাঁর বিশ্বাস, এই দু’টি প্রকল্পেই আগামী দিনে প্রচুর কর্মসংস্থান হবে৷ এছাড়াও, কোচি পোর্ট ট্রাস্টের আওতাধীন আন্তর্জাতিক ক্রুজ বন্দর এবং মেরিন ইঞ্জিনিয়ারদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্রেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷

এদিনের ভাষণে মোদি জানান, এতদিন অ্য়াক্রেলিক অ্য়াসিড, অক্সো-অ্য়ালকোহল এবং অ্য়াক্রিলেটসের মতো পণ্য বিদেশ থেকে আমদানি করতে হত ভারতকে৷ যার জন্য প্রচুর বিদেশি মুদ্রা খরচ করতে হত৷ কিন্তু আগামী দিনে ভারত পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাই এসব উৎপাদন করবে৷ কোচিতে সংস্থার যে সংশোধনাগার আছে, তার কাছেই গড়ে উঠবে নতুন প্রকল্প৷ এতে সরকারের খরচ যেমন কমবে, তেমনই বাড়বে স্থানীয়দের কাজের সুযোগও৷

আরও পড়ুন: অমিত-মোদি-নাড্ডা ; সাতদিনের ব্যবধানে বাংলায় বিজেপির ত্রয়ী

এছাড়া, বলগ্য়াটি ও উইলিংডন দ্বীপের মধ্যে 3 নম্বর জাতীয় জলপথে যে নতুন দু’টি রো রো জলযান চলবে, সেগুলির এক-একটা 20 ফুটের ছ’টি ট্রাক, 20 ফুটের তিনটি ট্রেলার এবং 40 ফুটের তিনটি ট্রেলার-সহ 30 জন করে যাত্রী পরিবহণেও সক্ষম বলে জানান প্রধানমন্ত্রী৷

এদিন কোচির নিকটবর্তী আম্বালামেডুর এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কেরালার রাজ্যপাল অরিফ মহম্মদ খান, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, মনসুখ এল মাণ্ডব্য়, ভি মুরলীধরন-সহ অন্যরা৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.