ETV Bharat / bharat

PM Foreign Tours Cost: গত 5 বছরে মোদির বিদেশ সফরে খরচ 239 কোটি - ভি মুরালিধরন

গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন বিদেশ সফরে 239 কোটি টাকার কিছু বেশি খরচ হয়েছে বলে বৃহস্পতিবার রাজ্যসভায় জানাল কেন্দ্র (V Muraleedharan) ৷

PM Foreign Tours Cost
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে খরচ 239 কোটি
author img

By

Published : Dec 9, 2022, 11:15 AM IST

নয়া দিল্লি, 9 ডিসেম্বর: গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন বিদেশ সফরে 239 কোটি টাকার বেশি খরচ হয়েছে বলে বৃহস্পতিবার রাজ্যসভায় জানাল কেন্দ্র ৷ বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরালিধরন (V Muraleedharan) বলেছেন যে, এই সফরগুলি বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের দৃষ্টিভঙ্গি বোঝাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । তিনি জানান, প্রধানমন্ত্রীর এই বিদেশ সফরের উদ্দেশ্য হল বিদেশি দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন ৷

মুরলীধরন রাজ্যসভায় প্রধানমন্ত্রীর সফর, তার ফলাফল এবং গত পাঁচ বছরে প্রতিটি সফরে ব্যয়ের বিবরণ সম্পর্কে একটি প্রশ্নের উত্তর দেন । মন্ত্রী জানান, এই ধরনের সফরগুলি একটি গুরুত্বপূর্ণ উপায় যার মাধ্যমে ভারত তার জাতীয় স্বার্থ পূরণ করে এবং বিদেশি নীতির উদ্দেশ্যগুলিকে বাস্তবায়ন করে ।

আরও পড়ুন: হিমাচল 'হাত' ধরলেও মোদির দিল্লির পথ সুগম করল গুজরাত

মুরালীধরন 2017 সালের নভেম্বরে মোদির ফিলিপাইন সফর থেকে অন্য সফরগুলির বিশদ বিবরণ দিয়েছেন । তিনি 36টি সফরের প্রতিটিতে প্রধানমন্ত্রীর সঙ্গে আসা প্রতিনিধিদলের গঠনের বিবরণ দেন এবং 31টি সফরের জন্য ব্যয় কত হয়েছে জানান ৷

বিবরণ অনুযায়ী, 36টি সফরের মধ্যে নয়টি মোদির দুই বা ততোধিক দেশে সফর জড়িত রয়েছে । মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর (26-27 মার্চ, 2021), যুক্তরাষ্ট্র (22-26 সেপ্টেম্বর, 2021), ইতালি ও যুক্তরাজ্যের (29 অক্টোবর থেকে 2 নভেম্বর, 2021) খরচ মেটানো হয়েছে ।

এই তিনটি সফরে যে খরচ হয়েছে তা পাঁচটি সফরের মধ্যে রয়েছে যার খরচ তালিকায় উল্লেখ করা হয়নি । বাকি দুটি ছিল তাঁর 2019 সালের অগাস্টে ভুটান এবং এই বছরের মে মাসে নেপাল সফর । 31টি ট্রিপে মোট খরচ হয়েছে 239,04,08,625 টাকা ৷

আরও পড়ুন: মোদি-রাজ্যে 'গেরুয়া ঝড়', বাঁধনভাঙা উচ্ছ্বাস বিজেপি'র কর্মী-সমর্থকদের

বিশদ বিবরণ অনুযায়ী, 2019 সালের 21 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর মার্কিন সফরে সর্বাধিক 23,27,09,000 টাকা খরচ হয়েছে এবং 26 সেপ্টেম্বর থেকে তার জাপান সফরে কমপক্ষে 23,86,536 টাকা খরচ হয়েছে ।

নয়া দিল্লি, 9 ডিসেম্বর: গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন বিদেশ সফরে 239 কোটি টাকার বেশি খরচ হয়েছে বলে বৃহস্পতিবার রাজ্যসভায় জানাল কেন্দ্র ৷ বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরালিধরন (V Muraleedharan) বলেছেন যে, এই সফরগুলি বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের দৃষ্টিভঙ্গি বোঝাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । তিনি জানান, প্রধানমন্ত্রীর এই বিদেশ সফরের উদ্দেশ্য হল বিদেশি দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন ৷

মুরলীধরন রাজ্যসভায় প্রধানমন্ত্রীর সফর, তার ফলাফল এবং গত পাঁচ বছরে প্রতিটি সফরে ব্যয়ের বিবরণ সম্পর্কে একটি প্রশ্নের উত্তর দেন । মন্ত্রী জানান, এই ধরনের সফরগুলি একটি গুরুত্বপূর্ণ উপায় যার মাধ্যমে ভারত তার জাতীয় স্বার্থ পূরণ করে এবং বিদেশি নীতির উদ্দেশ্যগুলিকে বাস্তবায়ন করে ।

আরও পড়ুন: হিমাচল 'হাত' ধরলেও মোদির দিল্লির পথ সুগম করল গুজরাত

মুরালীধরন 2017 সালের নভেম্বরে মোদির ফিলিপাইন সফর থেকে অন্য সফরগুলির বিশদ বিবরণ দিয়েছেন । তিনি 36টি সফরের প্রতিটিতে প্রধানমন্ত্রীর সঙ্গে আসা প্রতিনিধিদলের গঠনের বিবরণ দেন এবং 31টি সফরের জন্য ব্যয় কত হয়েছে জানান ৷

বিবরণ অনুযায়ী, 36টি সফরের মধ্যে নয়টি মোদির দুই বা ততোধিক দেশে সফর জড়িত রয়েছে । মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর (26-27 মার্চ, 2021), যুক্তরাষ্ট্র (22-26 সেপ্টেম্বর, 2021), ইতালি ও যুক্তরাজ্যের (29 অক্টোবর থেকে 2 নভেম্বর, 2021) খরচ মেটানো হয়েছে ।

এই তিনটি সফরে যে খরচ হয়েছে তা পাঁচটি সফরের মধ্যে রয়েছে যার খরচ তালিকায় উল্লেখ করা হয়নি । বাকি দুটি ছিল তাঁর 2019 সালের অগাস্টে ভুটান এবং এই বছরের মে মাসে নেপাল সফর । 31টি ট্রিপে মোট খরচ হয়েছে 239,04,08,625 টাকা ৷

আরও পড়ুন: মোদি-রাজ্যে 'গেরুয়া ঝড়', বাঁধনভাঙা উচ্ছ্বাস বিজেপি'র কর্মী-সমর্থকদের

বিশদ বিবরণ অনুযায়ী, 2019 সালের 21 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর মার্কিন সফরে সর্বাধিক 23,27,09,000 টাকা খরচ হয়েছে এবং 26 সেপ্টেম্বর থেকে তার জাপান সফরে কমপক্ষে 23,86,536 টাকা খরচ হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.