নয়াদিল্লি, 2 নভেম্বর: তিনি পরের সপ্তাহে ভারতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন ৷ সুপ্রিম কোর্টের সেই বিচারপতির বিরুদ্ধে মামলা দায়ের হল ৷ সর্বোচ্চ আদালতেই সেই মামলার শুনানি হচ্ছে । মামলাকারীর দাবি 9 নভেম্বর তিনি যেন দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ না নেন (CJI UU Lalit hears plea against CJI designate Justice D Y Chandrachud) ৷
দেশের বর্তমান প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার এই মামলার শুনানি শুনবেন, এমনটাই কথা ছিল ৷ তবে হঠাৎ এক আইনজীবী বৃহস্পতিবার অন্য একটি মামলার শুনানির কথা উল্লেখ করলে তা বদলে যায় ৷ আজ 12.45 মিনিট নাগাদ এর শুনানি শুরু হয়েছে ৷ প্রধান বিচারপতি নেতৃত্বে বিচারপতি এস রবীন্দ্র ভাট এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ পরবর্তী প্রধান বিচারপতিকে নিয়ে মামলা শুনছেন ৷
আরও পড়ুন: দেশের পরবর্তী প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়
দেশের বর্তমান প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত 8 নভেম্বর অবসর গ্রহণ করবেন ৷ তার আগে প্রথামাফিক তিনিই 11 অক্টোবর দেশের 50তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নাম ঘোষণা করেন ৷ এরপর 17 অক্টোবর সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের পরবর্তী প্রধান বিচারপতি (CJI) হিসেবে ডি ওয়াই চন্দ্রচূড়ের (Justice Dhananjaya Yeshwant Chandrachud) চূড়ান্ত করেন ৷ টুইট করে আগেই এই খবর জানিয়েছেন, কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ৷
এ বছর 27 অগস্ট বিচারপতি এন ভি রামানার পর 49তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি ইউ ইউ ললিত ৷ তবে তিনি মাত্র 74 দিন এই পদে থাকছেন ৷ 1957 সালের 9 নভেম্বর বিচারপতি ইউ ইউ ললিত জন্মগ্রহণ করেন ৷ সেই অনুযায়ী এ বছর 9 নভেম্বর তাঁর 65 বছর পূর্ণ হচ্ছে ৷ তাই নিয়ম অনুযায়ী তিনি অবসর নেবেন ৷ এরপরই ডি ওয়াই চন্দ্রচূড়ের প্রধান বিচারপতি হওয়ার কথা । তাঁর আগেই দায়ের হয়েছে মামলা ।