ETV Bharat / bharat

নির্বাচনী প্রচারে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে কেন্দ্র ও কমিশনকে নোটিস দিল্লি হাই কোর্টের

দিল্লি হাই কোর্টে মামলা করেছিলেন উত্তর প্রদেশ পুলিশের প্রাক্তন ডিজি বিক্রম সিং ৷ তিনি সেন্টার ফর অ্যাকাউন্টিবিলিটি অ্যান্ড সিস্টেমেটিক চেঞ্জ-এর চেয়ারম্যান পদেও রয়েছেন ৷ তাঁর করা মামলার শুনানি হয় দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি ডি এন প্যাটেল এবং বিচারপতি জশমীত সিংয়ের বেঞ্চে ৷ সেই শুনানিতেই কেন্দ্র ও নির্বাচন কমিশনকে এই নোটিস দেওয়া হয় ৷

নির্বাচনী প্রচারে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে কেন্দ্র ও কমিশনকে নোটিস দিল্লি হাই কোর্টের
নির্বাচনী প্রচারে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে কেন্দ্র ও কমিশনকে নোটিস দিল্লি হাই কোর্টের
author img

By

Published : Apr 8, 2021, 12:48 PM IST

নয়াদিল্লি, 8 এপ্রিল : একদিকে দেশে ফের করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে দেশের চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে বিধানসভা নির্বাচন ৷ এই পরিস্থিতিতে নির্বাচনী প্রচারগুলিতে করোনা বিধি মানা হচ্ছে না বলে অভিযোগ উঠছে ৷ এবার এই নিয়ে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের জবাব চাইল দিল্লি হাই কোর্ট ৷

বৃহস্পতিবার এই নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে দিল্লির উচ্চ আদালতের তরফে কেন্দ্র ও কমিশনকে জানানো হয়েছে যে নির্বাচনী প্রচারে যাতে সবাই মাস্ক ব্যবহার করে, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে ৷

এই নিয়ে দিল্লি হাই কোর্টে মামলা করেছিলেন উত্তর প্রদেশ পুলিশের প্রাক্তন ডিজি বিক্রম সিং ৷ তিনি সেন্টার ফর অ্যাকাউন্টিবিলিটি অ্যান্ড সিস্টেমেটিক চেঞ্জ-এর চেয়ারম্যান পদেও রয়েছেন ৷ তাঁর করা মামলার শুনানি হয় দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি ডি এন প্যাটেল এবং বিচারপতি জশমীত সিংয়ের বেঞ্চে ৷ সেই শুনানিতেই কেন্দ্র ও নির্বাচন কমিশনকে এই নোটিস দেওয়া হয় ৷

মামলাকারীর তরফে আইনজীবী ছিলেন বিরাগ গুপ্তা ৷ তিনি বেঞ্চকে জানান যে নির্বাচনী প্রচারে মাস্কের ব্যবহার ও শারীরিক দূরত্ব বিধি যাতে মেনে চলা হয়, সেই বিষয়ে ডিজিটাল, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে হবে ৷ পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন যে, যখন সব কর্তৃপক্ষই মাস্ক পরার বিষয়ে একমত, তখন নির্বাচনী প্রচারে সেই নিয়ম কেন মানা হবে না ?

আরও পড়ুন : করোনা পরিস্থিতি সংকটজনক, নির্বাচনী প্রক্রিয়া স্থগিত রাখতে সুপ্রিম কোর্টে আবেদন দুই আইনজীবীর

মামলাকারীর তরফে মূল যে আবেদন করা হয়েছে, তাতে বলা হয়েছে যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ যাঁরা নির্বাচনী প্রচারে বারবার ভাঙছেন, তাঁদের প্রচার থেকে সরিয়ে দেওয়া হোক ৷ এই নিয়ে আগামী 30 এপ্রিল শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে ৷

নয়াদিল্লি, 8 এপ্রিল : একদিকে দেশে ফের করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে দেশের চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে বিধানসভা নির্বাচন ৷ এই পরিস্থিতিতে নির্বাচনী প্রচারগুলিতে করোনা বিধি মানা হচ্ছে না বলে অভিযোগ উঠছে ৷ এবার এই নিয়ে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের জবাব চাইল দিল্লি হাই কোর্ট ৷

বৃহস্পতিবার এই নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে দিল্লির উচ্চ আদালতের তরফে কেন্দ্র ও কমিশনকে জানানো হয়েছে যে নির্বাচনী প্রচারে যাতে সবাই মাস্ক ব্যবহার করে, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে ৷

এই নিয়ে দিল্লি হাই কোর্টে মামলা করেছিলেন উত্তর প্রদেশ পুলিশের প্রাক্তন ডিজি বিক্রম সিং ৷ তিনি সেন্টার ফর অ্যাকাউন্টিবিলিটি অ্যান্ড সিস্টেমেটিক চেঞ্জ-এর চেয়ারম্যান পদেও রয়েছেন ৷ তাঁর করা মামলার শুনানি হয় দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি ডি এন প্যাটেল এবং বিচারপতি জশমীত সিংয়ের বেঞ্চে ৷ সেই শুনানিতেই কেন্দ্র ও নির্বাচন কমিশনকে এই নোটিস দেওয়া হয় ৷

মামলাকারীর তরফে আইনজীবী ছিলেন বিরাগ গুপ্তা ৷ তিনি বেঞ্চকে জানান যে নির্বাচনী প্রচারে মাস্কের ব্যবহার ও শারীরিক দূরত্ব বিধি যাতে মেনে চলা হয়, সেই বিষয়ে ডিজিটাল, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে হবে ৷ পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন যে, যখন সব কর্তৃপক্ষই মাস্ক পরার বিষয়ে একমত, তখন নির্বাচনী প্রচারে সেই নিয়ম কেন মানা হবে না ?

আরও পড়ুন : করোনা পরিস্থিতি সংকটজনক, নির্বাচনী প্রক্রিয়া স্থগিত রাখতে সুপ্রিম কোর্টে আবেদন দুই আইনজীবীর

মামলাকারীর তরফে মূল যে আবেদন করা হয়েছে, তাতে বলা হয়েছে যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ যাঁরা নির্বাচনী প্রচারে বারবার ভাঙছেন, তাঁদের প্রচার থেকে সরিয়ে দেওয়া হোক ৷ এই নিয়ে আগামী 30 এপ্রিল শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.